মঠবাড়িয়ায় জাসদ নেতার ওপর হামলা গ্রেফতার দাবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মঠবাড়িয়া উপজেলার সাধারন সম্পাদক আফজাল হোসেন তালুকদারকে (৫৫) উপর্যুপরি কুপিয়ে জখমের ঘটনায় মানববন্ধন করেছেন জাসদ। শুক্রবার পৌরসভার সম্মুখ সড়কে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রত্যাহার ও সন্ত্রাসী হামলার হোতা অবসরপ্রাপ্ত পলিশ সদস্য ফারুক তালুকদার অরুণসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন করা হয়।ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জাসদের জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে জাসদের উপজেলা শাখার সভাপতি রনজিত কুমার হাওলাদারের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য দেন,পিরোজপুর জেলা জাসদের সভাপতি চিএ রঞ্জন মন্ডল,জেলা সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ ডিস্বেবর উপজেলার গুলিসাখালী গ্রামে উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আফজাল তালুকদারের মাছের ঘের এ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ফারুক তালুকদার অরুণ মাছ ধরতে গেলে জাসদ নেতা বাধা দেয়। এ সময় জাসদকে কটূক্তি ও বাক-বিতন্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি তাকে ও তার স্ত্রী আসমানী বেগম (৩০) কুপিয়ে গুরুতর জখম করেন।

শনিবার, ০২ জানুয়ারী ২০২১ , ১৮ পৌষ ১৪২৭, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪২

মঠবাড়িয়ায় জাসদ নেতার ওপর হামলা গ্রেফতার দাবি

প্রতিনিধি, মঠবাড়িয়া (পিরোজপুর)

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মঠবাড়িয়া উপজেলার সাধারন সম্পাদক আফজাল হোসেন তালুকদারকে (৫৫) উপর্যুপরি কুপিয়ে জখমের ঘটনায় মানববন্ধন করেছেন জাসদ। শুক্রবার পৌরসভার সম্মুখ সড়কে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রত্যাহার ও সন্ত্রাসী হামলার হোতা অবসরপ্রাপ্ত পলিশ সদস্য ফারুক তালুকদার অরুণসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন করা হয়।ঘন্টাব্যাপী এ মানববন্ধনে জাসদের জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে জাসদের উপজেলা শাখার সভাপতি রনজিত কুমার হাওলাদারের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য দেন,পিরোজপুর জেলা জাসদের সভাপতি চিএ রঞ্জন মন্ডল,জেলা সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম প্রমুখ।

উল্লেখ্য, গত ২৮ ডিস্বেবর উপজেলার গুলিসাখালী গ্রামে উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আফজাল তালুকদারের মাছের ঘের এ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ফারুক তালুকদার অরুণ মাছ ধরতে গেলে জাসদ নেতা বাধা দেয়। এ সময় জাসদকে কটূক্তি ও বাক-বিতন্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি তাকে ও তার স্ত্রী আসমানী বেগম (৩০) কুপিয়ে গুরুতর জখম করেন।