আজ মঞ্চে অনুরাগের ‘অবজেকশন ওভাররুলড’

এর তৃতীয় মঞ্চায়ন সদ্যপ্রয়াত নাট্যকার মান্নান হীরাকে উৎসর্গ করে আজ সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় ‘অবজেকশন ওভাররুলড’ নাটকের মঞ্চায়ন করবে অনুরাগ থিয়েটার। আজ নাটকটির তৃতীয় প্রদর্শনী হচ্ছে। অনুরাগ থিয়েটারের এ নাটকটি দলের ৩য় প্রযোজনা। মাহবুব আলম এর রচনা, পরিকল্পনা ও নির্দেশনায় নাটকটি মঞ্চে আসে। নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ২৭ নভেম্বর ২০২০। নাটকটির শুভ উদ্বোধন করেন সদ্য প্রয়াত দেশবরেণ্য নাট্যকার বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। ‘অবজেকশন ওভাররুলড’ এর তৃতীয় মঞ্চায়নটি উৎসর্গ করা হবে সদ্য প্রয়াত নাট্যকার মান্নান হীরার প্রতি।

নাটকটির নেপথ্য শিল্পীরা হলেন- রচনা, নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় মাহবুব আলম, আলোক পরিকল্পনায় ঠা-ু রায়হান, কোরিওগ্রাফিতে একে আজাদ সেতু, নৃত্যে হামিদা আক্তার দোলা, আবহসঙ্গীত পরিকল্পনায় বিশ^জিৎ সোহাগ, পোশাক পরিকল্পনায় শামসি আরা সায়েকা, রূপসজ্জা শিল্পী শুভাশীষ দত্ত তন্ময়, পোস্টার ডিজাইন আনোয়ার হোসেন চৌধুরী, মঞ্চসজ্জা ও প্রপস পরিকল্পনা সাহাদাত হোসেন সাহিদ, প্রযোজনা অধিকর্তা হারুন সিকদার এবং সার্বিক ব্যবস্থাপনায় মীর মিজানুর রহমান।

নাটকটিতে অভিনয় করছেন শামসি আরা সায়েকা, হুমায়রা আনজুম আরিনা, সাহাদাত হোসেন সাহিদ, হামিদা আক্তার দোলা, উর্মি আক্তার, মেহমুদ সিদ্দিকী লেলিন, জাহিদ হাসান আশিক, ইসরাফিল হোসেন সোহান, সুলতানা আক্তার, রাজু আক্তার জনি, নিজাম নূর ও মীর মিজানুর রহমান।

শনিবার, ০২ জানুয়ারী ২০২১ , ১৮ পৌষ ১৪২৭, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪২

আজ মঞ্চে অনুরাগের ‘অবজেকশন ওভাররুলড’

বিনোদন প্রতিবেদক |

image

এর তৃতীয় মঞ্চায়ন সদ্যপ্রয়াত নাট্যকার মান্নান হীরাকে উৎসর্গ করে আজ সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় ‘অবজেকশন ওভাররুলড’ নাটকের মঞ্চায়ন করবে অনুরাগ থিয়েটার। আজ নাটকটির তৃতীয় প্রদর্শনী হচ্ছে। অনুরাগ থিয়েটারের এ নাটকটি দলের ৩য় প্রযোজনা। মাহবুব আলম এর রচনা, পরিকল্পনা ও নির্দেশনায় নাটকটি মঞ্চে আসে। নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয় বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ২৭ নভেম্বর ২০২০। নাটকটির শুভ উদ্বোধন করেন সদ্য প্রয়াত দেশবরেণ্য নাট্যকার বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা। ‘অবজেকশন ওভাররুলড’ এর তৃতীয় মঞ্চায়নটি উৎসর্গ করা হবে সদ্য প্রয়াত নাট্যকার মান্নান হীরার প্রতি।

নাটকটির নেপথ্য শিল্পীরা হলেন- রচনা, নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় মাহবুব আলম, আলোক পরিকল্পনায় ঠা-ু রায়হান, কোরিওগ্রাফিতে একে আজাদ সেতু, নৃত্যে হামিদা আক্তার দোলা, আবহসঙ্গীত পরিকল্পনায় বিশ^জিৎ সোহাগ, পোশাক পরিকল্পনায় শামসি আরা সায়েকা, রূপসজ্জা শিল্পী শুভাশীষ দত্ত তন্ময়, পোস্টার ডিজাইন আনোয়ার হোসেন চৌধুরী, মঞ্চসজ্জা ও প্রপস পরিকল্পনা সাহাদাত হোসেন সাহিদ, প্রযোজনা অধিকর্তা হারুন সিকদার এবং সার্বিক ব্যবস্থাপনায় মীর মিজানুর রহমান।

নাটকটিতে অভিনয় করছেন শামসি আরা সায়েকা, হুমায়রা আনজুম আরিনা, সাহাদাত হোসেন সাহিদ, হামিদা আক্তার দোলা, উর্মি আক্তার, মেহমুদ সিদ্দিকী লেলিন, জাহিদ হাসান আশিক, ইসরাফিল হোসেন সোহান, সুলতানা আক্তার, রাজু আক্তার জনি, নিজাম নূর ও মীর মিজানুর রহমান।