নতুন বছরে ৬ লাখ মামলা কমানোর পরিকল্পনা

২০২১ সালে দেশের সব আদালতের মামলাজট কমাতে অমীমাংসিত ৩৮ লাখ মামলার ছয় লাখ কমিয়ে ৩২ লাখে নামানোর পরিকল্পনা করেছে আইন মন্ত্রণালয়। গতকাল আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, গত দুই মাসে আইন মন্ত্রণালয়ে আমরা কয়েকটি সভা করেছি। ২০২১ সালের মধ্যে মামলাজট ছয় লাখ কমিয়ে ফেলার চেষ্টা করব।

এর জন্য আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি এবং আমরা ইতোমধ্যে এ উদ্দেশে কাজও শুরু করেছি। তবে পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। ২০২০ সালের মধ্যে সরকার মামলাজট কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ কমানোর পরিকল্পনা করলেও, চলমান কোভিড-১৯ মহামারীর কারণে পরিকল্পনাটি কার্যকর হয়নি বলে জানান তিনি।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রায় সাড়ে ১১ লাখ মামলা নিষ্পত্তি হলেও, ২০১৯ সালের আরও ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টি বিচারাধীন মামলা নিষ্পত্তির অপেক্ষায় ছিল। আপিল বিভাগের ২৩ হাজার বিচারাধীন মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। হাইকোর্টে গত বছরের চার লাখ ৮৯ হাজার মামলাও নিষ্পত্তির অপেক্ষায় আছে। এছাড়া, নিম্ন আদালতে গত বছরের আরও ৩১ লাখ ৭২ হাজার ২৭৫টি মামলা বিচারাধীন আছে বলে সুপ্রিম কোর্টের বিবৃতিতে জানানো হয়েছে।

শনিবার, ০২ জানুয়ারী ২০২১ , ১৮ পৌষ ১৪২৭, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪২

নতুন বছরে ৬ লাখ মামলা কমানোর পরিকল্পনা

নিজস্ব বার্তা পরিবেশক |

২০২১ সালে দেশের সব আদালতের মামলাজট কমাতে অমীমাংসিত ৩৮ লাখ মামলার ছয় লাখ কমিয়ে ৩২ লাখে নামানোর পরিকল্পনা করেছে আইন মন্ত্রণালয়। গতকাল আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, গত দুই মাসে আইন মন্ত্রণালয়ে আমরা কয়েকটি সভা করেছি। ২০২১ সালের মধ্যে মামলাজট ছয় লাখ কমিয়ে ফেলার চেষ্টা করব।

এর জন্য আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি এবং আমরা ইতোমধ্যে এ উদ্দেশে কাজও শুরু করেছি। তবে পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। ২০২০ সালের মধ্যে সরকার মামলাজট কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ কমানোর পরিকল্পনা করলেও, চলমান কোভিড-১৯ মহামারীর কারণে পরিকল্পনাটি কার্যকর হয়নি বলে জানান তিনি।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রায় সাড়ে ১১ লাখ মামলা নিষ্পত্তি হলেও, ২০১৯ সালের আরও ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টি বিচারাধীন মামলা নিষ্পত্তির অপেক্ষায় ছিল। আপিল বিভাগের ২৩ হাজার বিচারাধীন মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। হাইকোর্টে গত বছরের চার লাখ ৮৯ হাজার মামলাও নিষ্পত্তির অপেক্ষায় আছে। এছাড়া, নিম্ন আদালতে গত বছরের আরও ৩১ লাখ ৭২ হাজার ২৭৫টি মামলা বিচারাধীন আছে বলে সুপ্রিম কোর্টের বিবৃতিতে জানানো হয়েছে।