বিজ সলিউশন লি. ও দিপ্তীর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

গত ২৭ ডিসেম্বর, ২০২০ দিপ্তীর কনফারেন্স রুমে অ্যাকাউন্টিং ও ফাইনান্স সেক্টরের জন্য দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে বিজ সলিউশন লি. ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের (দীপ্তি) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিজ সলিউশন লি. এর পক্ষে পরিচালক মো. শফিকুল আলম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষে নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে উভয় পক্ষের সহযোগিতায় বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ব্যবসায় বিভাগে অধ্যয়নরত/পাসকৃত শিক্ষার্থী, অ্যাকাউন্টিং ও ফাইনান্স সেক্টরে কর্মরত প্রফেশনালবৃন্দ, আইসিএবি, আইসিএমএবি, এসিসিএ ও সিএস এ অধ্যয়নরত/পাসকৃত মেম্বারদের এসএপি, ট্যালি ইআরপি, কুইক বুকস ও জিরো সফটওয়্যারের ওপর রিয়েল লাইফ ট্রেনিং প্রদান করবে। করপোরেট ওয়ার্ল্ডেও সফল প্রফেশনালদের দ্বারা এই ট্রেনিং প্রদান করা হবে এবং ট্রেনিং শেষে প্রশিক্ষণার্থীদের ইন্টার্নশিপের সুযোগ থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ০২ জানুয়ারী ২০২১ , ১৮ পৌষ ১৪২৭, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪২

বিজ সলিউশন লি. ও দিপ্তীর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

image

গত ২৭ ডিসেম্বর, ২০২০ দিপ্তীর কনফারেন্স রুমে অ্যাকাউন্টিং ও ফাইনান্স সেক্টরের জন্য দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে বিজ সলিউশন লি. ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের (দীপ্তি) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বিজ সলিউশন লি. এর পক্ষে পরিচালক মো. শফিকুল আলম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষে নির্বাহী পরিচালক রথীন্দ্রনাথ দাস নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে উভয় পক্ষের সহযোগিতায় বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ব্যবসায় বিভাগে অধ্যয়নরত/পাসকৃত শিক্ষার্থী, অ্যাকাউন্টিং ও ফাইনান্স সেক্টরে কর্মরত প্রফেশনালবৃন্দ, আইসিএবি, আইসিএমএবি, এসিসিএ ও সিএস এ অধ্যয়নরত/পাসকৃত মেম্বারদের এসএপি, ট্যালি ইআরপি, কুইক বুকস ও জিরো সফটওয়্যারের ওপর রিয়েল লাইফ ট্রেনিং প্রদান করবে। করপোরেট ওয়ার্ল্ডেও সফল প্রফেশনালদের দ্বারা এই ট্রেনিং প্রদান করা হবে এবং ট্রেনিং শেষে প্রশিক্ষণার্থীদের ইন্টার্নশিপের সুযোগ থাকবে। সংবাদ বিজ্ঞপ্তি।