কবি আহসান হাবীবের জন্মদিন আজ

চল্লিশের দশকে বাংলা কাব্যসাহিত্যে সৃষ্টিশীলতার যে জোয়ার এসেছিল, তাতে হাতেগোনা কয়েকজন পূর্ববঙ্গীয় কবি যুক্ত হয়েছিলেন। কবি আহসান হাবীব তাদের একজন। আধুনিক কাব্যসাহিত্যের অন্যতম পথিকৃৎ আহসান হাবীবের ১০৫তম জন্মদিন আজ। ১৯১৭ সালের ২ জানুয়ারি তৎকালীন বাকেরগঞ্জ বর্তমানে পিরোজপুরের শঙ্করপাশা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। দেশভাগের অন্তত এক যুগ আগেই কলকাতায় তার সাহিত্যচর্চা শুরু। তিনি পঞ্চাশ দশকের অন্যতম আধুনিক কবি।

দীর্ঘদিন দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক ছিলেন কবি আহসান হাবীব। এছাড়া দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী, দৈনিক কৃষক, দৈনিক ইত্তেহাদ, সাপ্তাহিক প্রবাহ পত্রিকায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কলকাতায় আকাশবাণীতেও ‘গল্প দাদুর আসর’ পরিচালনা করেছেন দীর্ঘদিন। ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে তার প্রবন্ধ ‘ধরম’ ও প্রথম কবিতা ‘মায়ের কবরপাড়ে কিশোর’ প্রকাশ পায়। প্রথম কবিতার বই ‘রাত্রি শেষে’ প্রকাশিত হয় ১৯৪৭ সালে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- ‘ছায়া হরিণ’, ‘সারা দুপুর’, ‘আশায় বসতি’, ‘মেঘ বলে চৈত্রে যাবো’, ‘দুই হাতে দুই আদিম পাথর’ এবং ‘প্রেমের কবিতা’। শিশুসাহিত্যেও অনবদ্য অবদান রয়েছে তার। আহসান হাবীব ইউনেস্কো সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণপদক, একুশে পদক এবং আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার অর্জন করেন। ১৯৮৫ সালের ১০ জুলাই ৬৮ বছর বয়সে মারা যান তিনি।

image
আরও খবর
চালসহ নিত্যপণ্যের দাম বাড়ল
নতুন বছরে রাজনীতিতে ইতিবাচক ধারার প্রত্যাশা কাদেরের
বিএনপিকে নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে তথ্যমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আমরাও যোগ দেব মার্কিন রাষ্ট্রদূত
বরিশালে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ
উচ্ছৃঙ্খল আচরণে বাধা দেয়ায় কাউন্সিলরের বাসায় হামলা
ফরিদপুরে পল্লী কবির জন্মবার্ষিকী পালিত
বিজিবির আপত্তিতে ভারতীয় সীমান্তে স্থাপনা নির্মাণ বন্ধ
এবার ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর
ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা
গ্রামীণ সড়কের পাশে দূরত্ব বজায় রেখে পুকুর-নালা খনন করার নির্দেশ
নতুন বছরে করোনা ও স্বৈরতন্ত্রমুক্ত বাংলাদেশের প্রত্যাশা ফখরুলের
গণধর্ষণের শিকার গৃহবধূ : গ্রেফতার ৪ ধর্ষক
এলইডি লাইট স্থাপন নগরবাসীর জন্য নববর্ষের উপহার মেয়র আতিকুল

শনিবার, ০২ জানুয়ারী ২০২১ , ১৮ পৌষ ১৪২৭, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪২

কবি আহসান হাবীবের জন্মদিন আজ

নিজস্ব বার্তা পরিবেশক |

image

চল্লিশের দশকে বাংলা কাব্যসাহিত্যে সৃষ্টিশীলতার যে জোয়ার এসেছিল, তাতে হাতেগোনা কয়েকজন পূর্ববঙ্গীয় কবি যুক্ত হয়েছিলেন। কবি আহসান হাবীব তাদের একজন। আধুনিক কাব্যসাহিত্যের অন্যতম পথিকৃৎ আহসান হাবীবের ১০৫তম জন্মদিন আজ। ১৯১৭ সালের ২ জানুয়ারি তৎকালীন বাকেরগঞ্জ বর্তমানে পিরোজপুরের শঙ্করপাশা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। দেশভাগের অন্তত এক যুগ আগেই কলকাতায় তার সাহিত্যচর্চা শুরু। তিনি পঞ্চাশ দশকের অন্যতম আধুনিক কবি।

দীর্ঘদিন দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক ছিলেন কবি আহসান হাবীব। এছাড়া দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী, দৈনিক কৃষক, দৈনিক ইত্তেহাদ, সাপ্তাহিক প্রবাহ পত্রিকায় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কলকাতায় আকাশবাণীতেও ‘গল্প দাদুর আসর’ পরিচালনা করেছেন দীর্ঘদিন। ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে তার প্রবন্ধ ‘ধরম’ ও প্রথম কবিতা ‘মায়ের কবরপাড়ে কিশোর’ প্রকাশ পায়। প্রথম কবিতার বই ‘রাত্রি শেষে’ প্রকাশিত হয় ১৯৪৭ সালে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- ‘ছায়া হরিণ’, ‘সারা দুপুর’, ‘আশায় বসতি’, ‘মেঘ বলে চৈত্রে যাবো’, ‘দুই হাতে দুই আদিম পাথর’ এবং ‘প্রেমের কবিতা’। শিশুসাহিত্যেও অনবদ্য অবদান রয়েছে তার। আহসান হাবীব ইউনেস্কো সাহিত্য পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণপদক, একুশে পদক এবং আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার অর্জন করেন। ১৯৮৫ সালের ১০ জুলাই ৬৮ বছর বয়সে মারা যান তিনি।