বিজিবির আপত্তিতে ভারতীয় সীমান্তে স্থাপনা নির্মাণ বন্ধ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তের শূন্যরেখায় বিজেপির থাকা একটি টিনের অফিসঘর পাকা করার কাজ শুরু করে দলের নেতাকর্মীরা। পরে বিজিবি সেই পাকা ঘর তৈরির প্রতিবাদ জানায়। হবিগঞ্জে সীমান্তের শূন্য রেখায় ভারতের রাজনৈতিক দল বিজেপির একটি অফিস করার বিষয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি আপত্তি জানালে তা নির্মাণ বন্ধ করার কথা জানিয়েছে বিএসএফ।

বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার থেকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা চলছিল। গতকাল পতাকা বৈঠকে বিএসএফ শূন্য রেখায় সেই স্থাপনা নির্মাণ বন্ধ করার সিদ্ধান্ত জানালে বাহিনী দুটির মধ্যে উত্তেজনা কমে আসে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তের শূন্যরেখায় বিজেপির থাকা একটি টিনের অফিস পাকা করার কাজ শুরু করে দলের নেতাকর্মীরা। পরে বিজিবি সেই পাকা ঘর তৈরির প্রতিবাদ জানায়।

বিজিবি জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যের মোহনপুর বাজারে নোম্যান্স ল্যান্ডে ভারতীয় সরকারি দল বিজেপির একটি টিনের অফিস ঘর ছিল। বিষয়টি নিয়ে আগে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ করা না হলেও এবার আপত্তি জানায় তারা। গত বৃহস্পতিবার সেখানে ঘর নির্মাণে বাধা দেয় বিজিবি। পরে দুই দেশের সীমান্তরক্ষীদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সমাধানে পতাকা বৈঠকের আহ্বান করেন।

গতকাল সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ। বৈঠকে ছয় সদস্যের বিজিবি দলের নেতৃত্ব দেন ধর্মঘর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আবু বখর।

তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিজেপি তাদের অফিস ঘরটি পাকা করবে না। সিদ্ধান্তের পর সীমান্তের উত্তেজনা কমেছে।

এ ব্যাপারে ধর্মঘর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু বকর বলেন, ‘বিষয়টি নিয়ে গতকাল সকাল ১১টায় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক শুরু হয়। দীর্ঘ সময়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, তারা ঘরটিকে পাকা করবে না। বিষয়টিতে আমরা কড়া নজর রেখেছি, তারা যেন কথা ভঙ্গ না করতে পারে।

আরও খবর
চালসহ নিত্যপণ্যের দাম বাড়ল
নতুন বছরে রাজনীতিতে ইতিবাচক ধারার প্রত্যাশা কাদেরের
বিএনপিকে নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে তথ্যমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে আমরাও যোগ দেব মার্কিন রাষ্ট্রদূত
বরিশালে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ
উচ্ছৃঙ্খল আচরণে বাধা দেয়ায় কাউন্সিলরের বাসায় হামলা
ফরিদপুরে পল্লী কবির জন্মবার্ষিকী পালিত
কবি আহসান হাবীবের জন্মদিন আজ
এবার ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর
ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা
গ্রামীণ সড়কের পাশে দূরত্ব বজায় রেখে পুকুর-নালা খনন করার নির্দেশ
নতুন বছরে করোনা ও স্বৈরতন্ত্রমুক্ত বাংলাদেশের প্রত্যাশা ফখরুলের
গণধর্ষণের শিকার গৃহবধূ : গ্রেফতার ৪ ধর্ষক
এলইডি লাইট স্থাপন নগরবাসীর জন্য নববর্ষের উপহার মেয়র আতিকুল

শনিবার, ০২ জানুয়ারী ২০২১ , ১৮ পৌষ ১৪২৭, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪২

বিজিবির আপত্তিতে ভারতীয় সীমান্তে স্থাপনা নির্মাণ বন্ধ

প্রতিনিধ, হবিগঞ্জ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তের শূন্যরেখায় বিজেপির থাকা একটি টিনের অফিসঘর পাকা করার কাজ শুরু করে দলের নেতাকর্মীরা। পরে বিজিবি সেই পাকা ঘর তৈরির প্রতিবাদ জানায়। হবিগঞ্জে সীমান্তের শূন্য রেখায় ভারতের রাজনৈতিক দল বিজেপির একটি অফিস করার বিষয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি আপত্তি জানালে তা নির্মাণ বন্ধ করার কথা জানিয়েছে বিএসএফ।

বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার থেকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা চলছিল। গতকাল পতাকা বৈঠকে বিএসএফ শূন্য রেখায় সেই স্থাপনা নির্মাণ বন্ধ করার সিদ্ধান্ত জানালে বাহিনী দুটির মধ্যে উত্তেজনা কমে আসে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্তের শূন্যরেখায় বিজেপির থাকা একটি টিনের অফিস পাকা করার কাজ শুরু করে দলের নেতাকর্মীরা। পরে বিজিবি সেই পাকা ঘর তৈরির প্রতিবাদ জানায়।

বিজিবি জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যের মোহনপুর বাজারে নোম্যান্স ল্যান্ডে ভারতীয় সরকারি দল বিজেপির একটি টিনের অফিস ঘর ছিল। বিষয়টি নিয়ে আগে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ করা না হলেও এবার আপত্তি জানায় তারা। গত বৃহস্পতিবার সেখানে ঘর নির্মাণে বাধা দেয় বিজিবি। পরে দুই দেশের সীমান্তরক্ষীদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সমাধানে পতাকা বৈঠকের আহ্বান করেন।

গতকাল সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পতাকা বৈঠক করে বিজিবি ও বিএসএফ। বৈঠকে ছয় সদস্যের বিজিবি দলের নেতৃত্ব দেন ধর্মঘর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আবু বখর।

তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিজেপি তাদের অফিস ঘরটি পাকা করবে না। সিদ্ধান্তের পর সীমান্তের উত্তেজনা কমেছে।

এ ব্যাপারে ধর্মঘর ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু বকর বলেন, ‘বিষয়টি নিয়ে গতকাল সকাল ১১টায় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক শুরু হয়। দীর্ঘ সময়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, তারা ঘরটিকে পাকা করবে না। বিষয়টিতে আমরা কড়া নজর রেখেছি, তারা যেন কথা ভঙ্গ না করতে পারে।