শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসুন

তীব্র শীতে ফুটপাতে রাত কাটানো মানুষগুলো ভীষণ কষ্ট পাচ্ছে। অসহায় ও দরিদ্র মানুষদের অনাথ পথশিশু, খেটে খাওয়া মানুষ আর অসহায় বয়োবৃদ্ধদের নেই পর্যাপ্ত শীতবস্ত্র। অন্যান্য বছর বিভিন্ন সামজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেলেও এবার দেখা যাচ্ছে না। অসহায় মানুষের মধ্যে অনেকেই নিজ উদ্যোগে শীতবস্ত্র কিনে নিচ্ছেন।

শীতবস্ত্র ও গরম কাপড়ের অভাবে যে অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্য দিয়ে শীতার্ত ব্যক্তিদের দিন কাটছেÑএ অবস্থার শিগগিরই অবসান ঘটাতে হবে। শীতের প্রভাবে ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যারা শীতজনিত রোগব্যাধিতে ভুগছে, তাদের জন্য জরুরি ভিত্তিতে ওষুধপথ্য ও সুচিকিৎসার বন্দোবস্ত করা একান্ত প্রয়োজন। যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের দুরবস্থা যে সর্বাধিক, সে কথা বলাই বাহুল্য। বিত্তবান মানুষ শীতবস্ত্র ব্যবহার করে পরিত্রাণ পেলেও দরিদ্র লোকেরা শীতবস্ত্রের অভাবে সীমাহীন কষ্টে দিনাতিপাত করছে।

হাড় কাঁপানো শীতে যে বিপুল জনগোষ্ঠী অনাহারে ও অর্ধাহারে দিনযাপন করছে, তাদের পাশে দাঁড়ানো সামর্থ্যবান নাগরিকের দায়িত্ব। রাষ্ট্রেরও উচিত নিজস্ব তহবিল থেকে সব অসহায় দরিদ্র মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা।

ফেরদৌস ওয়াহিদ

কেরানীরহাট, রংপুর

শনিবার, ০২ জানুয়ারী ২০২১ , ১৮ পৌষ ১৪২৭, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪২

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসুন

তীব্র শীতে ফুটপাতে রাত কাটানো মানুষগুলো ভীষণ কষ্ট পাচ্ছে। অসহায় ও দরিদ্র মানুষদের অনাথ পথশিশু, খেটে খাওয়া মানুষ আর অসহায় বয়োবৃদ্ধদের নেই পর্যাপ্ত শীতবস্ত্র। অন্যান্য বছর বিভিন্ন সামজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেলেও এবার দেখা যাচ্ছে না। অসহায় মানুষের মধ্যে অনেকেই নিজ উদ্যোগে শীতবস্ত্র কিনে নিচ্ছেন।

শীতবস্ত্র ও গরম কাপড়ের অভাবে যে অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্য দিয়ে শীতার্ত ব্যক্তিদের দিন কাটছেÑএ অবস্থার শিগগিরই অবসান ঘটাতে হবে। শীতের প্রভাবে ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যারা শীতজনিত রোগব্যাধিতে ভুগছে, তাদের জন্য জরুরি ভিত্তিতে ওষুধপথ্য ও সুচিকিৎসার বন্দোবস্ত করা একান্ত প্রয়োজন। যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের দুরবস্থা যে সর্বাধিক, সে কথা বলাই বাহুল্য। বিত্তবান মানুষ শীতবস্ত্র ব্যবহার করে পরিত্রাণ পেলেও দরিদ্র লোকেরা শীতবস্ত্রের অভাবে সীমাহীন কষ্টে দিনাতিপাত করছে।

হাড় কাঁপানো শীতে যে বিপুল জনগোষ্ঠী অনাহারে ও অর্ধাহারে দিনযাপন করছে, তাদের পাশে দাঁড়ানো সামর্থ্যবান নাগরিকের দায়িত্ব। রাষ্ট্রেরও উচিত নিজস্ব তহবিল থেকে সব অসহায় দরিদ্র মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা।

ফেরদৌস ওয়াহিদ

কেরানীরহাট, রংপুর