চাঁপাইয়ে ঘরের অপেক্ষায় চরবাসী

ভূমিহীন দুস্থদের জন্য মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাঁপাইনবাবগঞ্জের দুর্গম চর নারায়ণপুরে এই প্রথম ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে স্থায়ী আবাসন। ১৭ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে সদর উপজেলার প্রত্যন্ত চর নারায়ণপুর ইউনিয়নের সরদারপাড়ায় প্রথম পর্যায়ে ১০ টি ঘর নির্মাণের কাজ চলছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে থাকছে দুটি কক্ষ ও একটি বারান্দাসহ সংযুক্ত টয়লেট ও রান্নাঘর।

জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১০টি পরিবারের জন্য সরকারি খাস জমিতে আব্দুল মমিন সাদ্দামের তত্বাবধানে গৃহনির্মাণের কাজ চলছে। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষে নারায়নপুরে গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন হিসেবে প্রদত্ত খাস জমিতে গৃহনির্মাণের কাজ করছে সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জের প্রশাসন। ইতোমধ্যে প্রত্যন্ত চর নারায়ণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সরদারপাড়া গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১০টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকার। এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মৌদুদ আলম খাঁসহ উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা।

নারায়ণপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মোমিন শরীফ জানান, প্রায় ৩ একর জমি খাস রয়েছে, আশ্রয়হীনদের জন্য গৃহ নির্মাণ করা হলে প্রায় আরও ১শ’ পরিবার তাদের আশ্রয়স্থল খুঁজে পাবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মৌদুদ আলম খাঁ জানান, উপকার ভোগীদের দুই শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৭১ হাজার টাকা। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী প্রত্যন্ত চর নারায়ণপুরে এ প্রথম ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণের কাজ চলছে। প্রকল্পের কাজ যথাযথভাবে ও সঠিক নিয়মে করা হচ্ছে কিনা তার খোঁজখবর নেয়া হচ্ছে।

রবিবার, ০৩ জানুয়ারী ২০২১ , ১৯ পৌষ ১৪২৭, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪২

চাঁপাইয়ে ঘরের অপেক্ষায় চরবাসী

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

ভূমিহীন দুস্থদের জন্য মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চাঁপাইনবাবগঞ্জের দুর্গম চর নারায়ণপুরে এই প্রথম ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে স্থায়ী আবাসন। ১৭ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে সদর উপজেলার প্রত্যন্ত চর নারায়ণপুর ইউনিয়নের সরদারপাড়ায় প্রথম পর্যায়ে ১০ টি ঘর নির্মাণের কাজ চলছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ঘরে থাকছে দুটি কক্ষ ও একটি বারান্দাসহ সংযুক্ত টয়লেট ও রান্নাঘর।

জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১০টি পরিবারের জন্য সরকারি খাস জমিতে আব্দুল মমিন সাদ্দামের তত্বাবধানে গৃহনির্মাণের কাজ চলছে। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষে নারায়নপুরে গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন হিসেবে প্রদত্ত খাস জমিতে গৃহনির্মাণের কাজ করছে সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জের প্রশাসন। ইতোমধ্যে প্রত্যন্ত চর নারায়ণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সরদারপাড়া গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ১০টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকার। এ সময় তার সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মৌদুদ আলম খাঁসহ উপজেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা।

নারায়ণপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. মোমিন শরীফ জানান, প্রায় ৩ একর জমি খাস রয়েছে, আশ্রয়হীনদের জন্য গৃহ নির্মাণ করা হলে প্রায় আরও ১শ’ পরিবার তাদের আশ্রয়স্থল খুঁজে পাবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মৌদুদ আলম খাঁ জানান, উপকার ভোগীদের দুই শতাংশ জমি দিয়ে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৭১ হাজার টাকা। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী প্রত্যন্ত চর নারায়ণপুরে এ প্রথম ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণের কাজ চলছে। প্রকল্পের কাজ যথাযথভাবে ও সঠিক নিয়মে করা হচ্ছে কিনা তার খোঁজখবর নেয়া হচ্ছে।