নাটোরের গুরুদাসপুরে আ’লীগ বিদ্রোহী প্রার্থী বিপ্লব বহিষ্কার

নাটোর দলের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র পদে পৌর নির্বাচনে অংশগ্রহণ করায় নাটোরের গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বিপ্লবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, দলের কেন্দ্রীয় কমিটির (নাটোর জেলার দায়িত্বপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান স্বাক্ষরিত ‘বহিষ্কারপত্রে’ উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা (ঞ) উপধারার বিধান মোতাবেক গত ২৮ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত এবং পৌর আওয়ামী লীগের কমিটির সুপারিশ অনুযায়ী গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয় আরিফুল ইসলাম বিপ্লবকে। গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান আরিফুল ইসলাম বিপ্লবের নির্বাচনী প্রচারণা ও আনুষাঙ্গিক কর্মকা-ে দলীয় নেতাকর্মীদের অংশ নেয়া হতে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এ ব্যাপারে আরিফুল ইসলাম বিপ্লবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি দল থেকে বহিষ্কারের কোন চিঠি পাইনি। তাছাড়া আমাকে বহিষ্কার করার কোন এখতিয়ার নেই উপজেলা আওয়ামী লীগের। এ ধরনের কোন নির্দেশনা দেয়নি কেন্দ্রীয় আওয়ামী লীগ।

রবিবার, ০৩ জানুয়ারী ২০২১ , ১৯ পৌষ ১৪২৭, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪২

নাটোরের গুরুদাসপুরে আ’লীগ বিদ্রোহী প্রার্থী বিপ্লব বহিষ্কার

প্রতিনিধি, নাটোর

নাটোর দলের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র পদে পৌর নির্বাচনে অংশগ্রহণ করায় নাটোরের গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বিপ্লবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, দলের কেন্দ্রীয় কমিটির (নাটোর জেলার দায়িত্বপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান স্বাক্ষরিত ‘বহিষ্কারপত্রে’ উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারা (ঞ) উপধারার বিধান মোতাবেক গত ২৮ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত এবং পৌর আওয়ামী লীগের কমিটির সুপারিশ অনুযায়ী গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয় আরিফুল ইসলাম বিপ্লবকে। গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান আরিফুল ইসলাম বিপ্লবের নির্বাচনী প্রচারণা ও আনুষাঙ্গিক কর্মকা-ে দলীয় নেতাকর্মীদের অংশ নেয়া হতে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এ ব্যাপারে আরিফুল ইসলাম বিপ্লবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি দল থেকে বহিষ্কারের কোন চিঠি পাইনি। তাছাড়া আমাকে বহিষ্কার করার কোন এখতিয়ার নেই উপজেলা আওয়ামী লীগের। এ ধরনের কোন নির্দেশনা দেয়নি কেন্দ্রীয় আওয়ামী লীগ।