আফগানিস্তানে এক সাংবাদিককে গুলি করে হত্যা

আফগানিস্তানে গুলি করে বিসমিল্লাহ আদেল আইমাক (২৮) নামে এক সাংবাদিককে হত্যার ঘটনা ঘটেছে। দেশটির ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহ সিটিতে এ ঘটনা ঘটে। নিহত বিসমিল্লাহ আদেল আইমাক ‘সাদা-ই-ঘোর রেডিও’র প্রধান সম্পাদক ছিলেন। এনিয়ে দেশটিতে গত দুই মাসে ৫ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে এ ঘটনায় এখনও কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, কয়েক মাস আগেও বিসমিল্লাহ আদেল আইমাককে হত্যাচেষ্টা করা হয়েছিল। তিনি আফগানিস্তানের সংবাদ জগতে পরিচিত মুখ। বেশ কয়েক বছর ধরে তিনি মানবাধিকারকর্মী হিসেবে কাজ করছেন।

এদিকে বিসমিল্লাহ আদেল আইমাক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বলেছেন, আফগান সরকার স্বাধীন মতপ্রকাশে বিশ্বাস করে। এ ব্যাপারে তারা প্রতিজ্ঞাবদ্ধ।

রবিবার, ০৩ জানুয়ারী ২০২১ , ১৯ পৌষ ১৪২৭, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪২

আফগানিস্তানে এক সাংবাদিককে গুলি করে হত্যা

image

আফগানিস্তানে গুলি করে বিসমিল্লাহ আদেল আইমাক (২৮) নামে এক সাংবাদিককে হত্যার ঘটনা ঘটেছে। দেশটির ঘোর প্রদেশের রাজধানী ফিরোজ কোহ সিটিতে এ ঘটনা ঘটে। নিহত বিসমিল্লাহ আদেল আইমাক ‘সাদা-ই-ঘোর রেডিও’র প্রধান সম্পাদক ছিলেন। এনিয়ে দেশটিতে গত দুই মাসে ৫ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে এ ঘটনায় এখনও কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, কয়েক মাস আগেও বিসমিল্লাহ আদেল আইমাককে হত্যাচেষ্টা করা হয়েছিল। তিনি আফগানিস্তানের সংবাদ জগতে পরিচিত মুখ। বেশ কয়েক বছর ধরে তিনি মানবাধিকারকর্মী হিসেবে কাজ করছেন।

এদিকে বিসমিল্লাহ আদেল আইমাক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এক টুইট বার্তায় প্রেসিডেন্ট বলেছেন, আফগান সরকার স্বাধীন মতপ্রকাশে বিশ্বাস করে। এ ব্যাপারে তারা প্রতিজ্ঞাবদ্ধ।