যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ২ কোটি ছাড়াল

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সবচেয়ে বেশি। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে। টিকাদান কার্যক্রমে পিছিয়ে থাকায় ট্রাম্প প্রশাসনের হচ্ছে তীব্র সমালোচনা।

যুক্তরাষ্ট্র সরকার ২০২০ সালের মধ্যে দেশটির দুই কোটি মানুষকে টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু বাস্তবতা তার থেকে অনেক বেশি ভিন্ন। নতুন বছরের প্রথম দিন পর্যন্ত দেশটির মাত্র ২৮ লাখ মানুষকে কোভিড-১৯ এর টিকার দুই ডোজের প্রথমটি দেয়া সম্ভব হয়েছে।মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা স্বাস্থ্যসেবা কর্মী এবং নার্সিংহোমের বাসিন্দা এবং কর্মীদের শুরুতে কোভিড-১৯ এর টিকা দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। অর্থাৎ প্রতি ৯৫০ জন আমেরিকানের মধ্যে একজন এ রোগে প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যে এখন ক্যালিফোর্নিয়ায় দৈনিক সংক্রমণ এবং মৃত্যু সব থেকে বেশি হচ্ছে।

রবিবার, ০৩ জানুয়ারী ২০২১ , ১৯ পৌষ ১৪২৭, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪২

যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ২ কোটি ছাড়াল

image

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সবচেয়ে বেশি। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে। টিকাদান কার্যক্রমে পিছিয়ে থাকায় ট্রাম্প প্রশাসনের হচ্ছে তীব্র সমালোচনা।

যুক্তরাষ্ট্র সরকার ২০২০ সালের মধ্যে দেশটির দুই কোটি মানুষকে টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু বাস্তবতা তার থেকে অনেক বেশি ভিন্ন। নতুন বছরের প্রথম দিন পর্যন্ত দেশটির মাত্র ২৮ লাখ মানুষকে কোভিড-১৯ এর টিকার দুই ডোজের প্রথমটি দেয়া সম্ভব হয়েছে।মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা স্বাস্থ্যসেবা কর্মী এবং নার্সিংহোমের বাসিন্দা এবং কর্মীদের শুরুতে কোভিড-১৯ এর টিকা দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। অর্থাৎ প্রতি ৯৫০ জন আমেরিকানের মধ্যে একজন এ রোগে প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যে এখন ক্যালিফোর্নিয়ায় দৈনিক সংক্রমণ এবং মৃত্যু সব থেকে বেশি হচ্ছে।