বরিশালে করোনা পরীক্ষার আরটি পিসিআর ল্যাব আবারও বন্ধ

এক মাসের মধ্যে আবারও বন্ধ হলো করোনাভাইরাস শনাক্তে বরিশাল মেডিকেল কলেজে স্থাপিত আরটি পিসিআর মেশিনটি। একমাসের মধ্যে দ্বিতীয় বার এক বছর পার হবার আগেই তৃতীয়বার মেশিনটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়। এর ফলে বরিশাল বিভাগের পাঁচ জেলার করোনা শনাক্তের পরীক্ষা বা বিদেশ গমনেচ্ছুদের করোনার নমুনা পরীক্ষা করে নেগেটিভ সনদ পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিল।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এইচএম সারওয়ার বলেন, আরটি পিসিআর বিকল হওয়ার বিষয়টি ল্যাবের দায়িত্বশীলরা তাকে লিখিতভাবে জানিয়েছেন। এজন্য করোনারভাইরাস পরীক্ষায় কিছুটা বিঘœ হবে। তবে বরিশাল বিভাগের ভোলাতে একটি পিসিআর ল্যাব রয়েছে। তাছাড়া এর আগে যখন মেডিকেলের পিসিআরটি বিকল হয় তখন বরিশালের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল। এখনও তাই করতে হবে। উল্লেখ্য ভোলায় স্থাপতি পিসিআর মেশিনটি স্থাপনের মাত্র কয়েক মাসের মধ্যে একবার বিকল হয়েছে।

মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাব প্রধান সহকারী অধ্যাপক ডা. একেএম আকবর জানান, শুক্রবার রাতে ১৮৮টি নমুনা পরীক্ষার প্রস্তুতি নেবার সময় মেশিনটিতে ত্রুটি দেখা দেয়। তাই আপাতত ল্যাবটি বন্ধ রাখা হয়েছে। পুনরায় সচল করার জন্য মেশিনটি আবার ঢাকায় পাঠাতে হবে। এজন্য কতদিন সময় লাগবে তা সুনিশ্চিত করে বলতে পারেননি ডা. একেএম আকবর।

উল্লেখ্য, এর আগে গত ৩ ডিসেম্বর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ত্রুটি দেখা দিলে ঢাকায় পাঠিয়ে সেটি সচল করা হয়েছিল। তবে মেরামত করে আনার পর এটির ক্ষমতা এক তৃতীয়াংশ হ্রাস পায়।

আরও খবর
দেশীয় কয়লা উত্তোলন থেকে দূরে থাকা আত্মঘাতী নীতি
নির্বাচন এলে অভিযোগের বাক্স খুলে বসে বিএনপি তথ্যমন্ত্রী
বিতর্কিতরা যাতে কমিটিতে আসতে না পারে দল সচেষ্ট থাকবে কাদের
বাংলাদেশের লাল-সবুজের পতাকা পৌঁছে দিয়েছি ১৪৪টি দেশে : নাজমুন
নারী নেত্রী আয়শা খানমের জীবনাবসান
গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাংলা সাহিত্যিক শওকত ওসমান
নাট্যব্যক্তিত্ব মীর মুজতবা আলীর জন্মোৎসব
দিনাজপুরে শতবর্ষী মঞ্চে নাটক ‘ক্ষত-বিক্ষত’
বাঁশখালীতে বঙ্গবন্ধুর নামে সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র ঘোষণার দাবি
কম্পিউটার অপারেটর থেকে এজিএম : আড়াই বছরেও তদন্ত শেষ হয়নি
আশ্রয়হীন ১৫৩৪ পরিবার পাচ্ছে স্থায়ী ঠিকানা
ধর্ষকের বিরুদ্ধে মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ
গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন চলছে ফখরুল

রবিবার, ০৩ জানুয়ারী ২০২১ , ১৯ পৌষ ১৪২৭, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪২

বরিশালে করোনা পরীক্ষার আরটি পিসিআর ল্যাব আবারও বন্ধ

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

এক মাসের মধ্যে আবারও বন্ধ হলো করোনাভাইরাস শনাক্তে বরিশাল মেডিকেল কলেজে স্থাপিত আরটি পিসিআর মেশিনটি। একমাসের মধ্যে দ্বিতীয় বার এক বছর পার হবার আগেই তৃতীয়বার মেশিনটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়। এর ফলে বরিশাল বিভাগের পাঁচ জেলার করোনা শনাক্তের পরীক্ষা বা বিদেশ গমনেচ্ছুদের করোনার নমুনা পরীক্ষা করে নেগেটিভ সনদ পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিল।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এইচএম সারওয়ার বলেন, আরটি পিসিআর বিকল হওয়ার বিষয়টি ল্যাবের দায়িত্বশীলরা তাকে লিখিতভাবে জানিয়েছেন। এজন্য করোনারভাইরাস পরীক্ষায় কিছুটা বিঘœ হবে। তবে বরিশাল বিভাগের ভোলাতে একটি পিসিআর ল্যাব রয়েছে। তাছাড়া এর আগে যখন মেডিকেলের পিসিআরটি বিকল হয় তখন বরিশালের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল। এখনও তাই করতে হবে। উল্লেখ্য ভোলায় স্থাপতি পিসিআর মেশিনটি স্থাপনের মাত্র কয়েক মাসের মধ্যে একবার বিকল হয়েছে।

মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাব প্রধান সহকারী অধ্যাপক ডা. একেএম আকবর জানান, শুক্রবার রাতে ১৮৮টি নমুনা পরীক্ষার প্রস্তুতি নেবার সময় মেশিনটিতে ত্রুটি দেখা দেয়। তাই আপাতত ল্যাবটি বন্ধ রাখা হয়েছে। পুনরায় সচল করার জন্য মেশিনটি আবার ঢাকায় পাঠাতে হবে। এজন্য কতদিন সময় লাগবে তা সুনিশ্চিত করে বলতে পারেননি ডা. একেএম আকবর।

উল্লেখ্য, এর আগে গত ৩ ডিসেম্বর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ত্রুটি দেখা দিলে ঢাকায় পাঠিয়ে সেটি সচল করা হয়েছিল। তবে মেরামত করে আনার পর এটির ক্ষমতা এক তৃতীয়াংশ হ্রাস পায়।