১০টি দেশ নিয়ে বিটুবি আলোচনা সভা করবে ঢাকা চেম্বার

বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পণ্য ও সেবা আমদানিতে সাশ্রয়ী উৎস খুঁজে বের করার লক্ষ্যে আগামী ৫-৭ জানুয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো ‘ডিসিসিআই বিজনেস কনক্লেভ ২০২০’ আয়োজন করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তিন দিনব্যাপী অনলাইনভিত্তিক আয়োজিতব্য এ আলোচনা সভায় বাংলাদেশসহ ১০টি দেশের ২২৭টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিটুবিতে (বিজনেস-টু-বিজনেস)’ অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দেশগুলো হলো- আলজেরিয়া, বাংলাদেশ, চীন, মিশর, ইথিউপিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, পোল্যান্ড, তুরস্ক এবং ভিয়েতনাম। অনুষ্ঠানের ৩ দিনে সর্বমোট ১৭৬টি বিটুবি ম্যাচ মেকিং অনুষ্ঠিত হবে। এতে দেশীয় ৯০টি প্রতিষ্ঠানসহ অন্যান্য দেশের ১৩৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পূর্বনির্ধারিত বিটুবি সেশনসমূহে অংশগ্রহণ করবে। এ আয়োজনে যেখাতসমূহ প্রধান্য পাবে, অ্যাপারেল ও টেক্সটাইল, হালকা প্রকৌশল, ওষুধ, চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, কৃষি ও খাদ্য পক্রিয়াজাতকরণ এবং তথ্য-প্রযুক্তিভিত্তিক সেবা খাত প্রভৃতি। আগামীকাল সকাল ১১টায় অনলাইনে অনুষ্ঠিতব্য কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে. আবদুল মোমেন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যোগদান করবেন। ঢাকা চেম্বার মনে করে, এ ধরনের আয়োজনের মাধ্যমে বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় খাত ও সরকার গৃহীত বিনিয়োগ সহায়ক সেবা সম্পর্কে অবগত হবেন, পাশাপাশি যৌথ বিনিয়োগের জন্য সম্ভাব্য দেশীয় উদ্যোক্তাদের খুঁজে পাবেন, যেটি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে কাজ করবে। এছাড়া বাংলাদেশি উদ্যোক্তারা তুলনামূলকভাবে সাশ্রয়ীমূল্যে বিভিন্ন পণ্য ও সেবা আমদানির উৎস চিহ্নিত করতে পারবে, তেমনি বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশ হতে পণ্য ও সেবা আমদানির জন্য দেশীয় উদ্যোক্তাদেরও খুঁজে পাবেন, যেটি স্থানীয় ব্যবসায়িক কর্মকান্ড আরো সম্প্রসারিত করবে।

উল্লেখ্য, করোনা মহামারীর কারণে বিরাজমান ‘নিউ নরমাল’ পরিস্থিতিতেও দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে অনলাইনভিত্তিক এ ধরনের কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ডিসিসিআই। ঢাকা চেম্বার বিশ্বাস করে, কোভিড-১৯ মহামারীর কারণে বৈশি^ক ও দেশীয় অর্থনীতিতে যে আঘাত এসেছে, বিদেশী বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি দেশীয় অর্থনীতিতে গতি সঞ্চারের করবে ‘ডিসিসিআই বিজনেস কনক্লেভ ২০২০’।

সোমবার, ০৪ জানুয়ারী ২০২১ , ২০ পৌষ ১৪২৭, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪২

১০টি দেশ নিয়ে বিটুবি আলোচনা সভা করবে ঢাকা চেম্বার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পণ্য ও সেবা আমদানিতে সাশ্রয়ী উৎস খুঁজে বের করার লক্ষ্যে আগামী ৫-৭ জানুয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো ‘ডিসিসিআই বিজনেস কনক্লেভ ২০২০’ আয়োজন করবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। তিন দিনব্যাপী অনলাইনভিত্তিক আয়োজিতব্য এ আলোচনা সভায় বাংলাদেশসহ ১০টি দেশের ২২৭টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিটুবিতে (বিজনেস-টু-বিজনেস)’ অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দেশগুলো হলো- আলজেরিয়া, বাংলাদেশ, চীন, মিশর, ইথিউপিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, পোল্যান্ড, তুরস্ক এবং ভিয়েতনাম। অনুষ্ঠানের ৩ দিনে সর্বমোট ১৭৬টি বিটুবি ম্যাচ মেকিং অনুষ্ঠিত হবে। এতে দেশীয় ৯০টি প্রতিষ্ঠানসহ অন্যান্য দেশের ১৩৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পূর্বনির্ধারিত বিটুবি সেশনসমূহে অংশগ্রহণ করবে। এ আয়োজনে যেখাতসমূহ প্রধান্য পাবে, অ্যাপারেল ও টেক্সটাইল, হালকা প্রকৌশল, ওষুধ, চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, কৃষি ও খাদ্য পক্রিয়াজাতকরণ এবং তথ্য-প্রযুক্তিভিত্তিক সেবা খাত প্রভৃতি। আগামীকাল সকাল ১১টায় অনলাইনে অনুষ্ঠিতব্য কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে. আবদুল মোমেন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম যথাক্রমে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে যোগদান করবেন। ঢাকা চেম্বার মনে করে, এ ধরনের আয়োজনের মাধ্যমে বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় খাত ও সরকার গৃহীত বিনিয়োগ সহায়ক সেবা সম্পর্কে অবগত হবেন, পাশাপাশি যৌথ বিনিয়োগের জন্য সম্ভাব্য দেশীয় উদ্যোক্তাদের খুঁজে পাবেন, যেটি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে কাজ করবে। এছাড়া বাংলাদেশি উদ্যোক্তারা তুলনামূলকভাবে সাশ্রয়ীমূল্যে বিভিন্ন পণ্য ও সেবা আমদানির উৎস চিহ্নিত করতে পারবে, তেমনি বিদেশি উদ্যোক্তারা বাংলাদেশ হতে পণ্য ও সেবা আমদানির জন্য দেশীয় উদ্যোক্তাদেরও খুঁজে পাবেন, যেটি স্থানীয় ব্যবসায়িক কর্মকান্ড আরো সম্প্রসারিত করবে।

উল্লেখ্য, করোনা মহামারীর কারণে বিরাজমান ‘নিউ নরমাল’ পরিস্থিতিতেও দেশের অর্থনীতির বৃহত্তর স্বার্থে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে অনলাইনভিত্তিক এ ধরনের কার্যক্রমের উদ্যোগ নিয়েছে ডিসিসিআই। ঢাকা চেম্বার বিশ্বাস করে, কোভিড-১৯ মহামারীর কারণে বৈশি^ক ও দেশীয় অর্থনীতিতে যে আঘাত এসেছে, বিদেশী বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি দেশীয় অর্থনীতিতে গতি সঞ্চারের করবে ‘ডিসিসিআই বিজনেস কনক্লেভ ২০২০’।