ভেদরগঞ্জে তিন বিদ্রোহীর চাপে নৌকার মাঝি

বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও রয়েছে আওয়ামী লীগের তিনজন প্রভাবশালী বিদ্রোহী প্রার্থী ও বিএনপির ১ জন। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচন ৩০ জানুয়ারি ।

আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন আ.মান্নান হাওলাদার ও বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন বিএম মোস্তফা। এছাড়াও আওয়ামী লীগ এর তিনজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন তারা হলো আবুল বাসার চোকদার, কোষাধ্যক্ষ, উপজেলা আওয়ামী লীগ। নিয়ামত শিকদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ ও চিনু মান্নান, সভাপতি, মহিলা আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন। ৯ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন মোট ৩০ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১০ জন। ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, দলীয়ভাবে যাকে মনোনয়ন দিয়েছে আমরা তাকেই সমর্থন করব। বিদ্রোহী প্রার্থী আবুল বাসার চোকিদার বলেন, আমি দলের জন্য ১৯৯১ সাল থেকে কাজ করি, আমি গতবার ও প্রার্থী ছিলাম। আমাকে মনোনয়ন দেয়া হয়নি, এম পি সাহেব আমাকে নির্বাচন প্রত্যাহার করতে বলছেন আমি করেছি। বলেছিল আমাকে এবার দলীয়ভাবে মনোনয়ন দেবে কিন্তু দেয়নি। নির্বাচন যেহেতু গণতান্ত্রিক অধিকার ও জনগণও আমার সঙ্গে আছে তাই আমি নির্বাচন করব।

অন্যদিকে চিনু মান্নান বলেন, আমি দীর্ঘদিন যাবত রাজনীতির সঙ্গে জড়িত, জনগণ নিয়েই আমার কাজ, জনগণের সেবার জন্যই আমি নির্বাচন করতে চাই। বর্তমান মেয়র দুইবার নির্বাচিত হয়েছেন কিন্তু এলাকার তেমন কোন উন্নয়ন হয়নি। তাই এলাকার মানুষ পরিবর্তন চায়।

বিএনপি সমর্থিত প্রার্থী বিএম মোস্তফা বলেন, ভেদরগঞ্জ পৌরসভায় অনেক বিএনপি সমর্থক রয়েছে তাই মানুষ যদি ভোট দিতে পারে নির্বাচন যদি সুষ্ঠু হয় তবে আমি জয় লাভ করব।

অন্যদিকে বর্তমান মেয়র আ. মান্নান হাওলাদার বলেন, জনগণ আমার শক্তি, দল ও আমাকে সমর্থন দিয়েছে তাই সবাইকে নিয়ে একসাথে কাজ করে জয়লাভ করব ইনশাআল্লাহ।

সোমবার, ০৪ জানুয়ারী ২০২১ , ২০ পৌষ ১৪২৭, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪২

ভেদরগঞ্জে তিন বিদ্রোহীর চাপে নৌকার মাঝি

সংবাদদাতা, ভেদরগঞ্জ (শরীয়তপুর)

বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও রয়েছে আওয়ামী লীগের তিনজন প্রভাবশালী বিদ্রোহী প্রার্থী ও বিএনপির ১ জন। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচন ৩০ জানুয়ারি ।

আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন আ.মান্নান হাওলাদার ও বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন বিএম মোস্তফা। এছাড়াও আওয়ামী লীগ এর তিনজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন তারা হলো আবুল বাসার চোকদার, কোষাধ্যক্ষ, উপজেলা আওয়ামী লীগ। নিয়ামত শিকদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ ও চিনু মান্নান, সভাপতি, মহিলা আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেন। ৯ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন মোট ৩০ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১০ জন। ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, দলীয়ভাবে যাকে মনোনয়ন দিয়েছে আমরা তাকেই সমর্থন করব। বিদ্রোহী প্রার্থী আবুল বাসার চোকিদার বলেন, আমি দলের জন্য ১৯৯১ সাল থেকে কাজ করি, আমি গতবার ও প্রার্থী ছিলাম। আমাকে মনোনয়ন দেয়া হয়নি, এম পি সাহেব আমাকে নির্বাচন প্রত্যাহার করতে বলছেন আমি করেছি। বলেছিল আমাকে এবার দলীয়ভাবে মনোনয়ন দেবে কিন্তু দেয়নি। নির্বাচন যেহেতু গণতান্ত্রিক অধিকার ও জনগণও আমার সঙ্গে আছে তাই আমি নির্বাচন করব।

অন্যদিকে চিনু মান্নান বলেন, আমি দীর্ঘদিন যাবত রাজনীতির সঙ্গে জড়িত, জনগণ নিয়েই আমার কাজ, জনগণের সেবার জন্যই আমি নির্বাচন করতে চাই। বর্তমান মেয়র দুইবার নির্বাচিত হয়েছেন কিন্তু এলাকার তেমন কোন উন্নয়ন হয়নি। তাই এলাকার মানুষ পরিবর্তন চায়।

বিএনপি সমর্থিত প্রার্থী বিএম মোস্তফা বলেন, ভেদরগঞ্জ পৌরসভায় অনেক বিএনপি সমর্থক রয়েছে তাই মানুষ যদি ভোট দিতে পারে নির্বাচন যদি সুষ্ঠু হয় তবে আমি জয় লাভ করব।

অন্যদিকে বর্তমান মেয়র আ. মান্নান হাওলাদার বলেন, জনগণ আমার শক্তি, দল ও আমাকে সমর্থন দিয়েছে তাই সবাইকে নিয়ে একসাথে কাজ করে জয়লাভ করব ইনশাআল্লাহ।