সেই নুরু বাবুর্চি গ্রেফতার

হিজলা উপজেলর দুর্ধর্ষ সন্ত্রাসী নুরু বাবুর্চীকে গত শুক্রবার পুলিশ গ্রেফতার করেছে। সে নুরু ডাকাত হিসেবেও পরিচিত। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার তিন ছেলেকে। তারাও নুরুর সঙ্গে সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত। শুক্রবার রাত আড়াইটার দিকে হিজলা উপজেলার সীমানা সংলগ্ন মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রাম থেকে নুরু বাবুর্চী ও তার ছেলেদেরকে গ্রেফতার করা হয়।

নুরু বাবুর্চী হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের হাশেম বাবুর্চীর ছেলে। অস্ত্র মামলায় ১৪ বছর কারাভোগের পর গত জুলাই মাসে মুক্তি পেয়ে নুরু বাবুর্চী গত তিনমাসের মধ্যে আপন ভাই দুলাল বাবুর্চী ও তার স্ত্রী নিলফা বেগম, চাচাত ভাই কাঞ্চন বাবুর্চী এবং সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যার পর কাঞ্চন বাবুর্চীর ছেলে শহীদ বাবুর্চীকে নির্মমভাবে কুপিয়েছে। তারা প্রত্যেকে পঙ্গু হয়ে গেছে। এতে হিজলার গুয়াবাড়িয়া এলাকায় আতঙ্ক দেখা দেয়। হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার বলেন, নুরু বাবুর্চির সঙ্গে তার তিন ছেলে এনামুল বাবুর্চী (২১), ইমরান বাবুর্চী (১৯) ও এহসান বাবুর্চীকেও (১৬) গ্রেফতার করা হয়েছে। ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনাগুলোতে ওই তিন ছেলেও অংশ নিত। নুরু বাবুর্চীকে জিজ্ঞাসাবাদ চলছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। নুরু বাবুর্চীর বিরুদ্ধে একটি গণধর্ষণসহ মোট ৬টি মামলা রয়েছে হিজলা থানায়।

গুয়াবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান তালুকদার বলেন, নুরু বাবুর্চী ভয়ঙ্কর লোক। অস্ত্র মামলায় ১৪ বছর কারাভোগ করে গতবছর জুলাই মাসে সে মুক্তি পেয়েছে। এরপরই সে একের পর এক প্রতিপক্ষকে কুপিয়ে জখম করায় এলাকায় আতঙ্ক দেখা দেয়।

সোমবার, ০৪ জানুয়ারী ২০২১ , ২০ পৌষ ১৪২৭, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪২

সেই নুরু বাবুর্চি গ্রেফতার

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

হিজলা উপজেলর দুর্ধর্ষ সন্ত্রাসী নুরু বাবুর্চীকে গত শুক্রবার পুলিশ গ্রেফতার করেছে। সে নুরু ডাকাত হিসেবেও পরিচিত। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার তিন ছেলেকে। তারাও নুরুর সঙ্গে সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত। শুক্রবার রাত আড়াইটার দিকে হিজলা উপজেলার সীমানা সংলগ্ন মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রাম থেকে নুরু বাবুর্চী ও তার ছেলেদেরকে গ্রেফতার করা হয়।

নুরু বাবুর্চী হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের হাশেম বাবুর্চীর ছেলে। অস্ত্র মামলায় ১৪ বছর কারাভোগের পর গত জুলাই মাসে মুক্তি পেয়ে নুরু বাবুর্চী গত তিনমাসের মধ্যে আপন ভাই দুলাল বাবুর্চী ও তার স্ত্রী নিলফা বেগম, চাচাত ভাই কাঞ্চন বাবুর্চী এবং সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যার পর কাঞ্চন বাবুর্চীর ছেলে শহীদ বাবুর্চীকে নির্মমভাবে কুপিয়েছে। তারা প্রত্যেকে পঙ্গু হয়ে গেছে। এতে হিজলার গুয়াবাড়িয়া এলাকায় আতঙ্ক দেখা দেয়। হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার বলেন, নুরু বাবুর্চির সঙ্গে তার তিন ছেলে এনামুল বাবুর্চী (২১), ইমরান বাবুর্চী (১৯) ও এহসান বাবুর্চীকেও (১৬) গ্রেফতার করা হয়েছে। ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনাগুলোতে ওই তিন ছেলেও অংশ নিত। নুরু বাবুর্চীকে জিজ্ঞাসাবাদ চলছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। নুরু বাবুর্চীর বিরুদ্ধে একটি গণধর্ষণসহ মোট ৬টি মামলা রয়েছে হিজলা থানায়।

গুয়াবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান তালুকদার বলেন, নুরু বাবুর্চী ভয়ঙ্কর লোক। অস্ত্র মামলায় ১৪ বছর কারাভোগ করে গতবছর জুলাই মাসে সে মুক্তি পেয়েছে। এরপরই সে একের পর এক প্রতিপক্ষকে কুপিয়ে জখম করায় এলাকায় আতঙ্ক দেখা দেয়।