রাজশাহীতে বিষাক্ত মদ পানে ছাত্রদলের নেতাসহ মৃত্যু ৬

রাজশাহীতে বিষাক্ত মদপানে গত শুক্রবার রাত থেকে গত রোববার দুপুর রাত্রী পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা জানায়, থার্টিফাস্ট নাইটে তারা বিভিন্ন স্থানে মদ পান করেছিলেন। রামেক হাসপাতালে এখনও ১১ জন ভর্তি রয়েছেন, যারা বিষাক্ত মদ বা স্পিরিট পান করে অসুস্থ হয়েছেন। মৃত ছয়জনের মৃত্যু হয়েছে। রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার ফয়সাল হোসেন, সাগর, তুহিন, মুন আহম্মেদ ও সজল। তুহিন ও মুন শনিবার রাতে মারা যান। আর অন্য তিনজনের মৃত্যু হয় রাতেই। গত রোববার চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। তার নাম ইশাকুল ইসলাম। বাড়ি নগরীর কাদিরগঞ্জ দরিখোরবোনা।

আ’লীগ নেতা নিহত, ধৃত ১

রাজশাহীর দুর্গাপুরে প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত আওয়ামী লীগ নেতা লাবলু (৩৫) চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে মৃত্যু হয়েছে । এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানাযায়, পারিবারিক জমি সংক্রান্তের জের ধরে সায়বাড় দক্ষিনপাড়া গ্রামের চাচা ছামান আলীর সাথে আওয়ামী লীগ নেতা মৃত হেংলা’র পুত্র লাবলুর বিরোধ চলছিলো। গত ২৪ ডিসেম্বর প্রতিপক্ষ চাচা ছামান ও তার দুই পুত্র সেলিম ও সোহেল রানা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য লাবলুকে বেধড়ক মারপিট করে।

মঙ্গলবার, ০৫ জানুয়ারী ২০২১ , ২১ পৌষ ১৪২৭, ২০ জমাদিউল আউয়াল ১৪৪২

রাজশাহীতে বিষাক্ত মদ পানে ছাত্রদলের নেতাসহ মৃত্যু ৬

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীতে বিষাক্ত মদপানে গত শুক্রবার রাত থেকে গত রোববার দুপুর রাত্রী পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা জানায়, থার্টিফাস্ট নাইটে তারা বিভিন্ন স্থানে মদ পান করেছিলেন। রামেক হাসপাতালে এখনও ১১ জন ভর্তি রয়েছেন, যারা বিষাক্ত মদ বা স্পিরিট পান করে অসুস্থ হয়েছেন। মৃত ছয়জনের মৃত্যু হয়েছে। রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার ফয়সাল হোসেন, সাগর, তুহিন, মুন আহম্মেদ ও সজল। তুহিন ও মুন শনিবার রাতে মারা যান। আর অন্য তিনজনের মৃত্যু হয় রাতেই। গত রোববার চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। তার নাম ইশাকুল ইসলাম। বাড়ি নগরীর কাদিরগঞ্জ দরিখোরবোনা।

আ’লীগ নেতা নিহত, ধৃত ১

রাজশাহীর দুর্গাপুরে প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত আওয়ামী লীগ নেতা লাবলু (৩৫) চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে মৃত্যু হয়েছে । এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানাযায়, পারিবারিক জমি সংক্রান্তের জের ধরে সায়বাড় দক্ষিনপাড়া গ্রামের চাচা ছামান আলীর সাথে আওয়ামী লীগ নেতা মৃত হেংলা’র পুত্র লাবলুর বিরোধ চলছিলো। গত ২৪ ডিসেম্বর প্রতিপক্ষ চাচা ছামান ও তার দুই পুত্র সেলিম ও সোহেল রানা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য লাবলুকে বেধড়ক মারপিট করে।