জর্জিয়ার ফল পাল্টাতে চাপ দিয়েছিলেন ট্রাম্প

নির্বাচনের ফল পাল্টে দিতে ১১ হাজারের বেশি ভোট কোনোভাবে খুঁজে বের করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়া অঙ্গরাজ্যের শীর্ষ নির্বাচনী কর্মকর্তাকে টেলিফোনে চাপ দিয়েছিলেন। তবে জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজার ‘ফল সঠিক আছে’ বলে ট্রাম্পকে জানান। তাদের দীর্ঘ ফোনালাপের অডিও গণমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় আমেরিকাজুড়ে তোলপাড় চলছে। দ্য ওয়াশিংটন পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ও জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজারের কথোপকথনের অডিওটি প্রথম প্রকাশ করা হয়। এ সংক্রান্ত খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ জানুয়ারি ব্র্যাড রাফেনসপারজারকে ফোন করেন। ট্রাম্প বলেন, আমি এই একটা জিনিসই চাইছি- কোনোভাবে সাড়ে ১১ হাজার ভোট খুঁজে বের করা। ট্রাম্পের এ চাওয়ার কারণ, তাহলে জো বাইডেনের চেয়ে এক ভোট বেশি হয়ে যাবে এবং জর্জিয়ার নির্বাচনে তিনি জয়লাভ করেছেন, তা প্রমাণিত হবে। এমনিতেই নির্বাচনে তিনি জয়লাভ করেছেন বলে উল্লেখ করেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রথমে ব্র্যাড রাফেনসপারজারকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। তার প্রশংসায় নানা কথা বলেন। তার ইচ্ছা অনুযায়ী কাজ করার জন্য বলেন। এতেও কাজ না হলে অপরাধের ভুয়া অভিযোগে ফাঁসানোর হুমকি দেন। একপর্যায়ে ট্রাম্প বলে বসেন, ব্র্যাড রাফেনসপারজার খুব বড় ঝুঁকি নিচ্ছেন। আবার গণনা করে ‘ভোট পাওয়া গেছে’ বলার মধ্যে কোনো ‘ভুল নেই’ বলে ব্র্যাড রাফেনসপারজারকে টেলিফোনে বলছিলেন ট্রাম্প। ট্রাম্পের কথার পরিপ্রেক্ষিতে ব্র্যাড রাফেনসপারজারকে বলতে শোনা যায়, তিনি (ট্রাম্প) ভুল তথ্যের ওপর ভিত্তি করে কথা বলছেন। রাজ্যের ভোট ঠিকই একাধিকবার গণনা করা হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের কথায় নতুন ভোট খোঁজে পাওয়ার কাজ যে তিনি করবেন না, এমন কথা বিনয়ের সঙ্গে বলেন ব্র্যাড রাফেনসপারজার। এদিকে গতকাল টুইটবার্তায় ব্র্যাড রাফেনসপারজারর সঙ্গে কথা বলার বিষয়টি জানান ট্রাম্প।

মঙ্গলবার, ০৫ জানুয়ারী ২০২১ , ২১ পৌষ ১৪২৭, ২০ জমাদিউল আউয়াল ১৪৪২

ফোনালাপ ফাঁস

জর্জিয়ার ফল পাল্টাতে চাপ দিয়েছিলেন ট্রাম্প

নির্বাচনের ফল পাল্টে দিতে ১১ হাজারের বেশি ভোট কোনোভাবে খুঁজে বের করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্জিয়া অঙ্গরাজ্যের শীর্ষ নির্বাচনী কর্মকর্তাকে টেলিফোনে চাপ দিয়েছিলেন। তবে জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজার ‘ফল সঠিক আছে’ বলে ট্রাম্পকে জানান। তাদের দীর্ঘ ফোনালাপের অডিও গণমাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় আমেরিকাজুড়ে তোলপাড় চলছে। দ্য ওয়াশিংটন পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ও জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজারের কথোপকথনের অডিওটি প্রথম প্রকাশ করা হয়। এ সংক্রান্ত খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ জানুয়ারি ব্র্যাড রাফেনসপারজারকে ফোন করেন। ট্রাম্প বলেন, আমি এই একটা জিনিসই চাইছি- কোনোভাবে সাড়ে ১১ হাজার ভোট খুঁজে বের করা। ট্রাম্পের এ চাওয়ার কারণ, তাহলে জো বাইডেনের চেয়ে এক ভোট বেশি হয়ে যাবে এবং জর্জিয়ার নির্বাচনে তিনি জয়লাভ করেছেন, তা প্রমাণিত হবে। এমনিতেই নির্বাচনে তিনি জয়লাভ করেছেন বলে উল্লেখ করেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রথমে ব্র্যাড রাফেনসপারজারকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। তার প্রশংসায় নানা কথা বলেন। তার ইচ্ছা অনুযায়ী কাজ করার জন্য বলেন। এতেও কাজ না হলে অপরাধের ভুয়া অভিযোগে ফাঁসানোর হুমকি দেন। একপর্যায়ে ট্রাম্প বলে বসেন, ব্র্যাড রাফেনসপারজার খুব বড় ঝুঁকি নিচ্ছেন। আবার গণনা করে ‘ভোট পাওয়া গেছে’ বলার মধ্যে কোনো ‘ভুল নেই’ বলে ব্র্যাড রাফেনসপারজারকে টেলিফোনে বলছিলেন ট্রাম্প। ট্রাম্পের কথার পরিপ্রেক্ষিতে ব্র্যাড রাফেনসপারজারকে বলতে শোনা যায়, তিনি (ট্রাম্প) ভুল তথ্যের ওপর ভিত্তি করে কথা বলছেন। রাজ্যের ভোট ঠিকই একাধিকবার গণনা করা হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের কথায় নতুন ভোট খোঁজে পাওয়ার কাজ যে তিনি করবেন না, এমন কথা বিনয়ের সঙ্গে বলেন ব্র্যাড রাফেনসপারজার। এদিকে গতকাল টুইটবার্তায় ব্র্যাড রাফেনসপারজারর সঙ্গে কথা বলার বিষয়টি জানান ট্রাম্প।