উইটসা গ্লোবাল আইসিটি পুরস্কার গ্রহণ করল সিনেসিস আইটি লিমিটেড

গত ২৮ ডিসেম্বর বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত উইটসা অ্যাওয়ার্ড সেলিব্রেশন, ২০২০ অনুষ্ঠানে আইটি প্রতিষ্ঠান সিনেসিস আইটি লিমিটেড পুরস্কার গ্রহণ করেছে। ১৯ নভেম্বর টোয়েন্টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজির সম্মেলনে উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’র কোভিড-১৯ টেক সলিউশনস ফর সিটিজ অ্যান্ড লোকালিটিজ ক্যাটাগরিতে আন্তর্জাতিক এই সম্মাননা পায় সিনেসিস আইটি এবং এটুআই। সিনেসিস আইটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সিনেসিস আইটির ম্যনেজিং ডিরেক্টর সোহরাব আহমেদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনেসিস আইটির ভাইস চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদ, ডিরেক্টর আব্দুর রশিদ, সিনেসিস হেলথের সিইও ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজামউদ্দিন আহমেদ এবং সিনিয়র ম্যানেজার ও টিম লিড (মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট ইনোভেশন) কাজী আব্দুল্লাহ আল মামুন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এবং উইটসা’র ইমেরিটাস চেয়ারম্যান ইয়ভোন্যে চিউ। উল্লেখ্য করোনা পরিস্থিতিতে কোভিড-১৯ টেলিহেলথ সেন্টারের মাধ্যমে করোনা রোগীদের টেলিমেডিসিন সেবা, অ্যাম্বুলেন্স সেবা, স্বাস্থ্য বাতায়ন, মা-টেলিহেলথসহ নানাবিধ সেবা কার্যক্রম পরিচালনার জন্য সিনেসিস আইটি লিমিটেড এই সম্মাননা পেয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ০৫ জানুয়ারী ২০২১ , ২১ পৌষ ১৪২৭, ২০ জমাদিউল আউয়াল ১৪৪২

উইটসা গ্লোবাল আইসিটি পুরস্কার গ্রহণ করল সিনেসিস আইটি লিমিটেড

image

গত ২৮ ডিসেম্বর বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত উইটসা অ্যাওয়ার্ড সেলিব্রেশন, ২০২০ অনুষ্ঠানে আইটি প্রতিষ্ঠান সিনেসিস আইটি লিমিটেড পুরস্কার গ্রহণ করেছে। ১৯ নভেম্বর টোয়েন্টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজির সম্মেলনে উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’র কোভিড-১৯ টেক সলিউশনস ফর সিটিজ অ্যান্ড লোকালিটিজ ক্যাটাগরিতে আন্তর্জাতিক এই সম্মাননা পায় সিনেসিস আইটি এবং এটুআই। সিনেসিস আইটির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সিনেসিস আইটির ম্যনেজিং ডিরেক্টর সোহরাব আহমেদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনেসিস আইটির ভাইস চেয়ারম্যান মো. হারুন-উর-রশিদ, ডিরেক্টর আব্দুর রশিদ, সিনেসিস হেলথের সিইও ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজামউদ্দিন আহমেদ এবং সিনিয়র ম্যানেজার ও টিম লিড (মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট ইনোভেশন) কাজী আব্দুল্লাহ আল মামুন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব এবং উইটসা’র ইমেরিটাস চেয়ারম্যান ইয়ভোন্যে চিউ। উল্লেখ্য করোনা পরিস্থিতিতে কোভিড-১৯ টেলিহেলথ সেন্টারের মাধ্যমে করোনা রোগীদের টেলিমেডিসিন সেবা, অ্যাম্বুলেন্স সেবা, স্বাস্থ্য বাতায়ন, মা-টেলিহেলথসহ নানাবিধ সেবা কার্যক্রম পরিচালনার জন্য সিনেসিস আইটি লিমিটেড এই সম্মাননা পেয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।