ক্যাসিনো ব্যবসায়ী জাকির ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

চাঁদাবাজি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্যাসিনো ব্যবসায়ী জাকির হোসেন ও তার স্ত্রী আয়েশা আক্তার সোমার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি করেন। গতকাল দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার জানান,২০১৯ সালে ১৭ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলামকে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তিনি কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেন। মামলার প্রতিবেদন থেকে জানা গেছে, ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি এবং অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাকির হোসেনের সহায়তায় তার স্ত্রী আয়েশা আক্তার অবৈধ পন্থায় ৪ কোটি ৬৩ লাখ ১৩ হাজার ৩০০ টাকা অর্জন করেন, যা তার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এছাড়া আয়েশা আক্তারের নামে আলাদা আয়কর নথি থাকলেও তার নিজস্ব অর্থ উপার্জনের কোন উৎস নেই। তিনি সম্পদের যে প্রতিবেদন দাখিল করেছেন তা তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

আরও খবর
শিক্ষার মাধ্যমে শান্তির পথ ধরে প্রগতির দিকে এগিয়ে যাবে ছাত্রলীগ
আধুনিকায়ন করে রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর দাবি
ডাক বিভাগের মানিঅর্ডার ফরম, সিল ও রসিদ জাল করে অর্থ আত্মসাৎ
চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকাবাসী দেখতে চান তৃতীয় লিঙ্গের রিতুকে
খাল উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত
করোনা আক্রান্তের সংখ্যা কমছে
সিলেটে যুক্তরাজ্য ফেরতরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে : হট্টগোল
সিলেটে যুক্তরাজ্য ফেরতরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে : হট্টগোল
ধর্ষণ মামলায় তিন ধর্ষকের যাবজ্জীবন
নির্যাতনে আইনজীবী হত্যা : পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে বিক্ষোভ
স্বাভাবিক গতি ফিরেছে আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্যে
দেশে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে মির্জা ফখরুল

মঙ্গলবার, ০৫ জানুয়ারী ২০২১ , ২১ পৌষ ১৪২৭, ২০ জমাদিউল আউয়াল ১৪৪২

ক্যাসিনো ব্যবসায়ী জাকির ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব বার্তা পরিবেশক |

চাঁদাবাজি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্যাসিনো ব্যবসায়ী জাকির হোসেন ও তার স্ত্রী আয়েশা আক্তার সোমার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি করেন। গতকাল দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার জানান,২০১৯ সালে ১৭ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলামকে মামলাটির তদন্তের দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তিনি কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেন। মামলার প্রতিবেদন থেকে জানা গেছে, ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি এবং অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাকির হোসেনের সহায়তায় তার স্ত্রী আয়েশা আক্তার অবৈধ পন্থায় ৪ কোটি ৬৩ লাখ ১৩ হাজার ৩০০ টাকা অর্জন করেন, যা তার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এছাড়া আয়েশা আক্তারের নামে আলাদা আয়কর নথি থাকলেও তার নিজস্ব অর্থ উপার্জনের কোন উৎস নেই। তিনি সম্পদের যে প্রতিবেদন দাখিল করেছেন তা তার আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।