বেলকুচিতে প্রার্থিতা বহাল বিএনপির আলতাফের

সিরাজগঞ্জের বেলকুচি পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন প্রামাণিকের মেয়র পদে বাতিল হওয়া প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

এছাড়া তার প্রার্থিতা বৈধ ঘোষণার পাশাপাশি ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তাতে নির্দেশ দেয়া হয়েছে। এমন আদেশ সংক্রান্ত এ তথ্য সুপ্রীমকোর্টের আইনজীবী মো. আক্তার রসুল (মুরাদ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২ ডিসেম্বর নির্বাচন কমিশন সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের প্রজ্ঞাপন জারি করলে ২০ ডিসেম্বর আলতাফ হোসেন প্রামানিক বিএনপি থেকে মনোনীত হয়ে পৌরসভার মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ২৩ ডিসেম্বর এক আদেশে আলতাফ হোসেন এর মনোনয়নপত্রটি বাতিল করে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি জেলা প্রশাসক বরাবর ২৮ ডিসেম্বর আপীল দায়ের করেন। তার দায়েরকৃত আপীলটি যথাসময়ে দাখিল না করায় গৃহীত হয়নি। পরবর্তীতে জেলা রিটানিং অফিসার কর্তৃক ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাতিল এবং আপীল গ্রহণ না করায় বৈধতা চ্যালেঞ্জ করে আলতাফ হোসেন মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

এ রিট আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এ নিয়ে সোমবার দুপুরে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান ওবিচারপতি মাহমুদ তালুকদার এর সমন্বয়ে দ্বৈত বেঞ্চ, জেলা রিটার্নিং অফিসারের ২৩ ডিসেম্বর ২০২০ইং তারিখের আদেশ স্থগিত করেন এবং প্রতীক প্রদানপূর্বক আগামী ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভা নির্বাচনে মো. আলতাফ হোসেন প্রামানিককে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

image
আরও খবর
করোনাকালে বাসকের চাহিদা তুঙ্গে
ডিলার সিন্ডিকেটে সারের কৃত্রিম সঙ্কট : বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন কৃষক
কুয়াকাটায় পরিবেশ রক্ষায় সাংবাদিকদের মানববন্ধন
ডিলার সিন্ডিকেটে সারের কৃত্রিম সঙ্কট : বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন কৃষক
কুয়াকাটায় পরিবেশ রক্ষায় সাংবাদিকদের মানববন্ধন
সৈয়দপুরে দিনরাত কর্মমুখর প্রেসপাড়া : কাগজের দাম বৃদ্ধি
গুরুদাসপুরে প্রার্থী ডিসি-এসপি’র মতবিনিময়
জগন্নাথপুরে রাস্তা কাটা নিয়ে সংঘর্ষ আহত ৫
লালমনিরহাটে কমছে ধানের দাম
কুমিল্লায় মাদক গ্রেফতার চার
ভরা মৌসুমে পিয়াজ আমদানি শঙ্কায় মাদারীপুরের কৃষক
কুড়িগ্রামে শরিয়াভিত্তিক বিনিয়োগের নামে ৯ কোটি আত্মসাৎ : বিক্ষোভ
ছয় জেলায় শীতবস্ত্র পেলেন শীতার্ত মানুষ
ভোলায় বিদ্যালয়মুখী হচ্ছে ঝরে পড়া ৪২০০ শিক্ষার্থী

বুধবার, ০৬ জানুয়ারী ২০২১ , ২২ পৌষ ১৪২৭, ২১ জমাদিউল আউয়াল ১৪৪২

বেলকুচিতে প্রার্থিতা বহাল বিএনপির আলতাফের

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

image

সিরাজগঞ্জের বেলকুচি পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন প্রামাণিকের মেয়র পদে বাতিল হওয়া প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

এছাড়া তার প্রার্থিতা বৈধ ঘোষণার পাশাপাশি ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তাতে নির্দেশ দেয়া হয়েছে। এমন আদেশ সংক্রান্ত এ তথ্য সুপ্রীমকোর্টের আইনজীবী মো. আক্তার রসুল (মুরাদ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২ ডিসেম্বর নির্বাচন কমিশন সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের প্রজ্ঞাপন জারি করলে ২০ ডিসেম্বর আলতাফ হোসেন প্রামানিক বিএনপি থেকে মনোনীত হয়ে পৌরসভার মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ২৩ ডিসেম্বর এক আদেশে আলতাফ হোসেন এর মনোনয়নপত্রটি বাতিল করে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি জেলা প্রশাসক বরাবর ২৮ ডিসেম্বর আপীল দায়ের করেন। তার দায়েরকৃত আপীলটি যথাসময়ে দাখিল না করায় গৃহীত হয়নি। পরবর্তীতে জেলা রিটানিং অফিসার কর্তৃক ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাতিল এবং আপীল গ্রহণ না করায় বৈধতা চ্যালেঞ্জ করে আলতাফ হোসেন মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

এ রিট আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এ নিয়ে সোমবার দুপুরে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান ওবিচারপতি মাহমুদ তালুকদার এর সমন্বয়ে দ্বৈত বেঞ্চ, জেলা রিটার্নিং অফিসারের ২৩ ডিসেম্বর ২০২০ইং তারিখের আদেশ স্থগিত করেন এবং প্রতীক প্রদানপূর্বক আগামী ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভা নির্বাচনে মো. আলতাফ হোসেন প্রামানিককে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।