তিনটি নাটকে জুটিবদ্ধ আ খ ম হাসান-নাদিয়া

এই সময়ের দুই অভিনয়শিল্পী আ খ ম হাসান ও নাদিয়া আহমেদ। নাটকে অভিনয় করছেন দীর্ঘসময় ধরে। এর আগে ধারাবাহিক নাটকে অনেকবার একসঙ্গে অভিনয় করেছেন তারা। কিন্তু খ-ণ্ড নাটকে সেভাবে তাদের দেখা যায়নি। সম্প্রতি তিনটি একখণ্ডের নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন এ দুই অভিনয়শিল্পী। নাটকগুলোর নাম ‘জামিনদার’, ‘সুদখোর’ ও ‘ভাড়াটিয়া জামাই’। রাজীব মনি দাসের রচনায় সব ক’টি পরিচালনা করেছেন হারুন রুশো। ‘জামিনদার’ ও ‘সুদখোর’ নাটকে স্বামী-স্ত্রী এবং ‘ভাড়াটিয়া জামাই’ নাটকে নাদিয়ার ভাড়া করা জামাই হিসেবে অভিনয় করেছেন আ খ ম হাসান।

নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে হাসান বলেন, ‘আমার অভিনয় জীবনে এ ধরনের গল্পের নাটকে অভিনয় করা হয়নি। প্রতিটি নাটকের গল্পই জীবনমুখী গল্পের। শুটিং করতে গিয়ে আমিও দারুণ আগ্রহ পেয়েছি। আশা করছি এগুলো দর্শকের ভালো লাগবে’।

নাদিয়া বলেন, ‘হাসান ভাইয়ের সঙ্গে অভিনয় করতে বেশ ভালো লাগে। ধারাবাহিক নাটকে মুখোমুখি হয়েছি অনেকবার। এবার খণ্ড নাটকেও আমরা অভিনয় করেছি।

বুধবার, ০৬ জানুয়ারী ২০২১ , ২২ পৌষ ১৪২৭, ২১ জমাদিউল আউয়াল ১৪৪২

তিনটি নাটকে জুটিবদ্ধ আ খ ম হাসান-নাদিয়া

বিনোদন প্রতিবেদক |

image

এই সময়ের দুই অভিনয়শিল্পী আ খ ম হাসান ও নাদিয়া আহমেদ। নাটকে অভিনয় করছেন দীর্ঘসময় ধরে। এর আগে ধারাবাহিক নাটকে অনেকবার একসঙ্গে অভিনয় করেছেন তারা। কিন্তু খ-ণ্ড নাটকে সেভাবে তাদের দেখা যায়নি। সম্প্রতি তিনটি একখণ্ডের নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন এ দুই অভিনয়শিল্পী। নাটকগুলোর নাম ‘জামিনদার’, ‘সুদখোর’ ও ‘ভাড়াটিয়া জামাই’। রাজীব মনি দাসের রচনায় সব ক’টি পরিচালনা করেছেন হারুন রুশো। ‘জামিনদার’ ও ‘সুদখোর’ নাটকে স্বামী-স্ত্রী এবং ‘ভাড়াটিয়া জামাই’ নাটকে নাদিয়ার ভাড়া করা জামাই হিসেবে অভিনয় করেছেন আ খ ম হাসান।

নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে হাসান বলেন, ‘আমার অভিনয় জীবনে এ ধরনের গল্পের নাটকে অভিনয় করা হয়নি। প্রতিটি নাটকের গল্পই জীবনমুখী গল্পের। শুটিং করতে গিয়ে আমিও দারুণ আগ্রহ পেয়েছি। আশা করছি এগুলো দর্শকের ভালো লাগবে’।

নাদিয়া বলেন, ‘হাসান ভাইয়ের সঙ্গে অভিনয় করতে বেশ ভালো লাগে। ধারাবাহিক নাটকে মুখোমুখি হয়েছি অনেকবার। এবার খণ্ড নাটকেও আমরা অভিনয় করেছি।