‘বাংলাদেশ টিকা পাবে, রপ্তানিতে বাধা নেই’

ভারতের টিকা আমদানি নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা নিরসনে ভারতের কর্মকর্তারা টুইট বার্তা দিয়েছেন। ‘বাংলাদেশ অগ্রাধিকার প্রাপ্ত প্রতিবেশী হিসেবে জিটুজি ভিত্তিতে টিকা পাবে’ বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সেরামের টিকা রপ্তানিতে কোন বাধা নেই বলে জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আদর পুনাওরালা।

ভারতের পররাষ্ট্র সচিব সে দেশের সংবাদমাধ্যমকে জানান, ‘বাংলাদেশে টিকা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। প্রাথমিকভাবে ভারত অগ্রাধিকার প্রাপ্ত প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে জিটুজি ভিত্তিতে টিকা পাঠাবে। পরে যখন ব্যাপক উৎপাদন হবে। এগুলো বাণিজ্যিক চুক্তির আওতায় সরবরাহ করা হবে।’ এই বার্তা টুইট করেছে আওয়ামী লীগ।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এক টুইট বাতায় জানান, ‘কোভিড ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ইস্যুতে মিডিয়া রিপোর্ট এবং সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহীর বিবৃতি দেখেছি। আমাদের প্রিয় বন্ধু বাংলাদেশের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। আমরা সব সময় আমাদের প্রতিবেশীকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এবার তাই। কোন ব্যতিক্রম নয়।’

এক টুইট বার্তায় ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাঅলা বলেছেন, সব দেশে টিকা রপ্তানি অনুমোদিত।’

এর আগে ভারতীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনঅলা’র উদ্ধৃতিতে বলা হয় টিকাটি রপ্তানিতে সরকারের বাধা আছে। আগে ভারতের চাহিদা মিটিয়ে পরে রপ্তানি করার কথা বলেছিলেন তিনি। এ নিয়ে দেশে-বিদেশে নানান প্রশ্ন ওঠে। বিশেষ করে বাংলাদেশে। কেননা টিকাটি বাংলাদেশে দেয়ার ব্যাপারে চুক্তি করেছে তার প্রতিষ্ঠান। এরপর তিনি ভারতের নিজস্ব টিকা কোভ্যাক্সিকনকে জলের মতো বলে সমালোচনা করেছিলেন। তা নিয়ে সৃষ্টি হয় প্রতিক্রিয়া।

এ সব বিষয়ে সংশয় ও বিভ্রান্তি ঠেকানোর জন্য সর্বশেষ গতকাল এক টুইট বার্তায় বিষয়টি পরিষ্কার করেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘যেহেতু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, আমি দুইটা বিষয় স্পষ্ট করতে চাই, সব দেশে টিকার রপ্তানি অনুমোদিত এবং ভারত বায়োটেক নিয়ে সাম্প্রতিক মন্তব্যে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে সে বিষয়ে একটি যৌথ বিবৃতি দেয়া হবে।’ ভারত বায়োটেকের সঙ্গে যৌথ বিবৃতিতে তাদের টিকা কোভ্যাক্সিন নিয়ে তার বক্তব্যের বিষয়ে সব বিভ্রান্তি দূর হবে।

বুধবার, ০৬ জানুয়ারী ২০২১ , ২২ পৌষ ১৪২৭, ২১ জমাদিউল আউয়াল ১৪৪২

‘বাংলাদেশ টিকা পাবে, রপ্তানিতে বাধা নেই’

নিজস্ব বার্তা পরিবেশক |

ভারতের টিকা আমদানি নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা নিরসনে ভারতের কর্মকর্তারা টুইট বার্তা দিয়েছেন। ‘বাংলাদেশ অগ্রাধিকার প্রাপ্ত প্রতিবেশী হিসেবে জিটুজি ভিত্তিতে টিকা পাবে’ বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। সেরামের টিকা রপ্তানিতে কোন বাধা নেই বলে জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আদর পুনাওরালা।

ভারতের পররাষ্ট্র সচিব সে দেশের সংবাদমাধ্যমকে জানান, ‘বাংলাদেশে টিকা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই। প্রাথমিকভাবে ভারত অগ্রাধিকার প্রাপ্ত প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে জিটুজি ভিত্তিতে টিকা পাঠাবে। পরে যখন ব্যাপক উৎপাদন হবে। এগুলো বাণিজ্যিক চুক্তির আওতায় সরবরাহ করা হবে।’ এই বার্তা টুইট করেছে আওয়ামী লীগ।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এক টুইট বাতায় জানান, ‘কোভিড ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ইস্যুতে মিডিয়া রিপোর্ট এবং সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহীর বিবৃতি দেখেছি। আমাদের প্রিয় বন্ধু বাংলাদেশের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। আমরা সব সময় আমাদের প্রতিবেশীকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এবার তাই। কোন ব্যতিক্রম নয়।’

এক টুইট বার্তায় ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাঅলা বলেছেন, সব দেশে টিকা রপ্তানি অনুমোদিত।’

এর আগে ভারতীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনঅলা’র উদ্ধৃতিতে বলা হয় টিকাটি রপ্তানিতে সরকারের বাধা আছে। আগে ভারতের চাহিদা মিটিয়ে পরে রপ্তানি করার কথা বলেছিলেন তিনি। এ নিয়ে দেশে-বিদেশে নানান প্রশ্ন ওঠে। বিশেষ করে বাংলাদেশে। কেননা টিকাটি বাংলাদেশে দেয়ার ব্যাপারে চুক্তি করেছে তার প্রতিষ্ঠান। এরপর তিনি ভারতের নিজস্ব টিকা কোভ্যাক্সিকনকে জলের মতো বলে সমালোচনা করেছিলেন। তা নিয়ে সৃষ্টি হয় প্রতিক্রিয়া।

এ সব বিষয়ে সংশয় ও বিভ্রান্তি ঠেকানোর জন্য সর্বশেষ গতকাল এক টুইট বার্তায় বিষয়টি পরিষ্কার করেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘যেহেতু মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, আমি দুইটা বিষয় স্পষ্ট করতে চাই, সব দেশে টিকার রপ্তানি অনুমোদিত এবং ভারত বায়োটেক নিয়ে সাম্প্রতিক মন্তব্যে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে সে বিষয়ে একটি যৌথ বিবৃতি দেয়া হবে।’ ভারত বায়োটেকের সঙ্গে যৌথ বিবৃতিতে তাদের টিকা কোভ্যাক্সিন নিয়ে তার বক্তব্যের বিষয়ে সব বিভ্রান্তি দূর হবে।