ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের জন্য এফবিআইকে চিঠি দুই আইনপ্রণেতার

মার্কিন নির্বাচনের ফল বদলে দিতে জর্জিয়ার একজন কর্মকর্তাকে করা ট্রাম্পের ফোনালাপ ফাঁসের ঘটনায় এরইমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফবিআই) চিঠি দিয়েছেন দেশটির দুইজন আইনপ্রণেতা। তারা হচ্ছেনÑ ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান টেড লিউ এবং নিউ ইয়র্কের ক্যাথলিন রাইস। দ্য গার্ডিয়ান

চিঠিতে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের সদস্য ও প্রসিকিউটর হিসেবে আমরা বিশ্বাস করি যে, ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি নির্বাচনী অপরাধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। অবিলম্বে প্রেসিডেন্টের বিষয়ে ফৌজদারি তদন্ত শুরুর আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের আইনে জেনেশুনে ও ইচ্ছাকৃতভাবে ভোটারদের সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করা অপরাধ হিসেবে গণ্য করা হয়।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ওই ফোনালাপ ফাঁস করে দেয়ায় মার্কিন রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

ব্র্যাডকে ট্রাম্প বলেছেন, জর্জিয়ায় জেতার মতো ভোট খুঁজে বের করতে। কারণ তিনি বিশ্বাস করেন না, জর্জিয়ায় জো বাইডেনের কাছে তিনি হেরেছেন।

এই প্রথম জর্জিয়ায় কোন ডেমোক্র্যাট প্রার্থী রিপাবলিকান প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছেন। রাজ্যটির ইতিহাসে এমন ঘটনা অভূতপূর্ব। নির্বাচনের আগে জর্জিয়া জেতার ব্যাপারে ট্রাম্প যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ১১ হাজার ৭৭৯টি ইলেকটোরাল ভোট বেশি পেয়েছেন বাইডেন।

বুধবার, ০৬ জানুয়ারী ২০২১ , ২২ পৌষ ১৪২৭, ২১ জমাদিউল আউয়াল ১৪৪২

ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের জন্য এফবিআইকে চিঠি দুই আইনপ্রণেতার

মার্কিন নির্বাচনের ফল বদলে দিতে জর্জিয়ার একজন কর্মকর্তাকে করা ট্রাম্পের ফোনালাপ ফাঁসের ঘটনায় এরইমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে (এফবিআই) চিঠি দিয়েছেন দেশটির দুইজন আইনপ্রণেতা। তারা হচ্ছেনÑ ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান টেড লিউ এবং নিউ ইয়র্কের ক্যাথলিন রাইস। দ্য গার্ডিয়ান

চিঠিতে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের সদস্য ও প্রসিকিউটর হিসেবে আমরা বিশ্বাস করি যে, ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি নির্বাচনী অপরাধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। অবিলম্বে প্রেসিডেন্টের বিষয়ে ফৌজদারি তদন্ত শুরুর আহ্বান জানাচ্ছি। যুক্তরাষ্ট্রের আইনে জেনেশুনে ও ইচ্ছাকৃতভাবে ভোটারদের সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করা অপরাধ হিসেবে গণ্য করা হয়।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ওই ফোনালাপ ফাঁস করে দেয়ায় মার্কিন রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

ব্র্যাডকে ট্রাম্প বলেছেন, জর্জিয়ায় জেতার মতো ভোট খুঁজে বের করতে। কারণ তিনি বিশ্বাস করেন না, জর্জিয়ায় জো বাইডেনের কাছে তিনি হেরেছেন।

এই প্রথম জর্জিয়ায় কোন ডেমোক্র্যাট প্রার্থী রিপাবলিকান প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়েছেন। রাজ্যটির ইতিহাসে এমন ঘটনা অভূতপূর্ব। নির্বাচনের আগে জর্জিয়া জেতার ব্যাপারে ট্রাম্প যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ১১ হাজার ৭৭৯টি ইলেকটোরাল ভোট বেশি পেয়েছেন বাইডেন।