৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যামামলা

বরিশালে শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করীমকে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতারের পর কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল বরিশাল চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলা দায়ের করেন মৃত রেজাউলের পিতা মো. ইউনুস। বিচারক মো. আনিছুর রহমান অভিযোগটি গ্রহণ করেছেন।

আদালতে নালিশি অভিযোগ দায়েরকারীর আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, মৃত রেজাউল করীমের পিতা মো. ইউনুসের আবেদন বিচারক গ্রহণ করেছেন। মামলার নথিপত্র পর্যালোচনা করে পরবর্তী আদেশ দেয়ার কথা জানিয়েছেন বিচারক। অ্যাডভোকেট আবুল কালাম আরও জানান, মামলায় বরিশাল নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন মাহি ও অজ্ঞাত দুই পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। অভিযোগকারী মো. ইউনুস মামলায় উল্লেখ করেছেন যে, অজ্ঞাত দুইজনকে দেখলে তিনি চিনতে পারবেন।

আদালত সূত্রে জানা গেছে, মো. ইউনুস গতকাল বেলা ১১টায় আদালতে উপস্থিত হয়ে তার ছেলেকে হত্যার অভিযোগে নালিশি মামলটি আদালতে উপস্থাপন করেন। এ সময় বিচারক তার মৌখিক বক্তব্যও শোনেন। মামলা গ্রহণ করার সিদ্ধান্তটি জানানো হয় বেলা ২টায়।

উল্লেখ্য, শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করীমকে (৩০) গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সাগরদী এলাকায় বাসার সামনের গলি থেকে আটক করেন নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন মাহি। পরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রেজাউল করীম কারাগারে অসুস্থ হলে গত শুক্রবার রাত ৯টার দিকে তাকে কারাগার থেকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। সেখানে শনিবার দিবাগত রাত ১২টার রেজাউল করীম মৃত্যুবরণ করেন। রেজাউলের পরিবারের অভিযোগ, উপপরিদর্শক মহিউদ্দিনের নির্যাতনে অসুস্থ হয়ে রেজাউল মারা গেছেন।

ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে লাশ নিয়ে সাগরদি এলাকার বাসায় পৌঁছার পর কয়েকশত নারী পুরুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রেজাউলের স্ত্রী মারুফা আক্তার সোমবার জানান, তিনিসহ পরিবারের কয়েকজন সদস্য সোমবার সকালে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের দফতরে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন। পুলিশ কমিশনার ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেও বিভাগীয় তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে মামলা গ্রহণ করতে অপরাগতা জানান। এরপরে রেজাউলের পরিবার আদালতে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেন।

অন্যদিকে বরিশালে ডিবি পুলিশের নির্যাতনে যুবক নিহতের ঘটনায় বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপপরির্দশক আলোচিত এসআই মহিউদ্দীন মাহিকে ক্লোজড করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার, ০৬ জানুয়ারী ২০২১ , ২২ পৌষ ১৪২৭, ২১ জমাদিউল আউয়াল ১৪৪২

নির্যাতনে আইনজীবীর মৃত্যু

৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যামামলা

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

বরিশালে শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করীমকে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতারের পর কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল বরিশাল চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলা দায়ের করেন মৃত রেজাউলের পিতা মো. ইউনুস। বিচারক মো. আনিছুর রহমান অভিযোগটি গ্রহণ করেছেন।

আদালতে নালিশি অভিযোগ দায়েরকারীর আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, মৃত রেজাউল করীমের পিতা মো. ইউনুসের আবেদন বিচারক গ্রহণ করেছেন। মামলার নথিপত্র পর্যালোচনা করে পরবর্তী আদেশ দেয়ার কথা জানিয়েছেন বিচারক। অ্যাডভোকেট আবুল কালাম আরও জানান, মামলায় বরিশাল নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন মাহি ও অজ্ঞাত দুই পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। অভিযোগকারী মো. ইউনুস মামলায় উল্লেখ করেছেন যে, অজ্ঞাত দুইজনকে দেখলে তিনি চিনতে পারবেন।

আদালত সূত্রে জানা গেছে, মো. ইউনুস গতকাল বেলা ১১টায় আদালতে উপস্থিত হয়ে তার ছেলেকে হত্যার অভিযোগে নালিশি মামলটি আদালতে উপস্থাপন করেন। এ সময় বিচারক তার মৌখিক বক্তব্যও শোনেন। মামলা গ্রহণ করার সিদ্ধান্তটি জানানো হয় বেলা ২টায়।

উল্লেখ্য, শিক্ষানবীশ আইনজীবী রেজাউল করীমকে (৩০) গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সাগরদী এলাকায় বাসার সামনের গলি থেকে আটক করেন নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন মাহি। পরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রেজাউল করীম কারাগারে অসুস্থ হলে গত শুক্রবার রাত ৯টার দিকে তাকে কারাগার থেকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। সেখানে শনিবার দিবাগত রাত ১২টার রেজাউল করীম মৃত্যুবরণ করেন। রেজাউলের পরিবারের অভিযোগ, উপপরিদর্শক মহিউদ্দিনের নির্যাতনে অসুস্থ হয়ে রেজাউল মারা গেছেন।

ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে লাশ নিয়ে সাগরদি এলাকার বাসায় পৌঁছার পর কয়েকশত নারী পুরুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রেজাউলের স্ত্রী মারুফা আক্তার সোমবার জানান, তিনিসহ পরিবারের কয়েকজন সদস্য সোমবার সকালে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের দফতরে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন। পুলিশ কমিশনার ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেও বিভাগীয় তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে মামলা গ্রহণ করতে অপরাগতা জানান। এরপরে রেজাউলের পরিবার আদালতে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেন।

অন্যদিকে বরিশালে ডিবি পুলিশের নির্যাতনে যুবক নিহতের ঘটনায় বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপপরির্দশক আলোচিত এসআই মহিউদ্দীন মাহিকে ক্লোজড করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।