দোহারে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ

ঢাকার দোহার উপজেলায় নয়াবাড়ী ইউনিয়নে রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে নেয়া ড্রেজার পাইপ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার দুপুরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র অভিযান পরিচালনা করেন। সহযোগিতায় ছিলেন দোহার থানা পুলিশ। এ সময়ে উপজেলার নয়াবাড়ি নয়াবাড়ী ইউনিয়নেরর পদ্মানদীর তীরবর্তী এলাকায় ৩টি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে রাস্তার ওপর ও নীচ দিয়ে নেয়া অবৈধ ড্রেজার পাইপ অপসারণ করা হয়। অভিযান পরিচালনাকালীন কোন ড্রেজার মালিককে পাওয়া যায়নি। প্রশাসনের অভিযান টের পেয়ে বালু ব্যবসায়ীরা সটকে পড়েন।

বালু ব্যবসায়ীরা কোন ধরনের সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে প্রধান প্রধান সড়কের ওপর ও নিচ দিয়ে ড্রেজারের পাইপ ঢোকিয়ে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে নির্বিঘেœ। সড়কের নিচ দিয়ে পাইপ নেয়ায় গত ১৬ ডিসেম্বর দোহার-নবাবগঞ্জ-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আন্তা এলাকায় ঘটেছে সড়ক ধসের ঘটনা। এরপর ১৭ ডিসেম্বর নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের প্রবেশের সড়কে ঘটেছে একই ঘটনা। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী ২০২১ , ২৩ পৌষ ১৪২৭, ২২ জমাদিউল আউয়াল ১৪৪২

দোহারে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ

ঢাকার দোহার উপজেলায় নয়াবাড়ী ইউনিয়নে রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে নেয়া ড্রেজার পাইপ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার দুপুরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র অভিযান পরিচালনা করেন। সহযোগিতায় ছিলেন দোহার থানা পুলিশ। এ সময়ে উপজেলার নয়াবাড়ি নয়াবাড়ী ইউনিয়নেরর পদ্মানদীর তীরবর্তী এলাকায় ৩টি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে রাস্তার ওপর ও নীচ দিয়ে নেয়া অবৈধ ড্রেজার পাইপ অপসারণ করা হয়। অভিযান পরিচালনাকালীন কোন ড্রেজার মালিককে পাওয়া যায়নি। প্রশাসনের অভিযান টের পেয়ে বালু ব্যবসায়ীরা সটকে পড়েন।

বালু ব্যবসায়ীরা কোন ধরনের সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে প্রধান প্রধান সড়কের ওপর ও নিচ দিয়ে ড্রেজারের পাইপ ঢোকিয়ে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে নির্বিঘেœ। সড়কের নিচ দিয়ে পাইপ নেয়ায় গত ১৬ ডিসেম্বর দোহার-নবাবগঞ্জ-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আন্তা এলাকায় ঘটেছে সড়ক ধসের ঘটনা। এরপর ১৭ ডিসেম্বর নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের প্রবেশের সড়কে ঘটেছে একই ঘটনা। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।