যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে করোনা রোগী ভর্তির রেকর্ড

করোনাভাইরাসে আক্রান্ত রেকর্ডসংখ্যক রোগীর চাপে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো। কোভিড ট্র্যাকিং প্রজেক্ট জানিয়েছে, দেশটির হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা ছিল ১ লাখ ৩১ হাজার ১৯৫। সিএনএন।

এ নিয়ে টানা ৩৫ দিনের মতো হাসপাতালে রোগীর সংখ্যা এক লাখের উপরে। সিটিপির বরাত দিয়ে হাসপাতালে থাকা করোনা রোগীদের একটি পরিসংখ্যান হাজির করেছে সিএনএন। এতে দেখা যাচ্ছে গত বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর এ সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ৩৭৯।

৪ জানুয়ারি হাসপাতালে থাকা রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২৮ হাজার ২১০। একদিনের মাথায় গতকাল এ সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৩১ হাজার ১৯৫। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। একপর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে।

চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার টিকাও আবিষ্কৃত হয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে।

বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী ২০২১ , ২৩ পৌষ ১৪২৭, ২২ জমাদিউল আউয়াল ১৪৪২

যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে করোনা রোগী ভর্তির রেকর্ড

করোনাভাইরাসে আক্রান্ত রেকর্ডসংখ্যক রোগীর চাপে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো। কোভিড ট্র্যাকিং প্রজেক্ট জানিয়েছে, দেশটির হাসপাতালগুলোতে করোনা রোগীর সংখ্যা ছিল ১ লাখ ৩১ হাজার ১৯৫। সিএনএন।

এ নিয়ে টানা ৩৫ দিনের মতো হাসপাতালে রোগীর সংখ্যা এক লাখের উপরে। সিটিপির বরাত দিয়ে হাসপাতালে থাকা করোনা রোগীদের একটি পরিসংখ্যান হাজির করেছে সিএনএন। এতে দেখা যাচ্ছে গত বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর এ সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ৩৭৯।

৪ জানুয়ারি হাসপাতালে থাকা রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২৮ হাজার ২১০। একদিনের মাথায় গতকাল এ সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৩১ হাজার ১৯৫। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। একপর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে।

চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার টিকাও আবিষ্কৃত হয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে।