বাজারে পাওয়া যাচ্ছে নাসির খান সৈকতের ‘পিএইচপি ওয়েব প্রোগ্রামিং’ বই

পিএইচপি ওয়েব প্রোগ্রামিং- কম্পিউটার প্রোগ্রামিং শেখার বই। আগে কখনো প্রোগ্রামিং শেখেনি অথবা খুব সামান্য চর্চা করেছে কিন্তু প্রোগ্রামিং শিখতে আগ্রহী এমন সবার উদ্দেশ্য করেই বইটি লেখা হয়েছে। বইটিতে প্রোগ্রামিং-এর মৌলিক বিষয়গুলো থেকে শুরু করে পূর্ণাঙ্গ ওয়েব অ্যাপলিকেশন তৈরি ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। এখানে প্রোগ্রামিং ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে পিএইচপি (PHP)। আর পিএইচপি প্রোগ্রামিং শেখার জন্য আগে থেকেই অন্য কোন প্রোগ্রামিং ভাষা বা অপর কোন প্রযুক্তি বিষয়ে দক্ষতা থাকার প্রয়োজনীয়তা নেই। ডাটাবেজ হিসেবে মাইএসকিউএল (MySQL), ওয়েব ডিজাইনের জন্য এইচটিএমএল (HTML) ও সিএসএস (CSS) এবং ওয়েব-প্রযুক্তির অন্যান্য নানা দিক নিয়ে একাধিক অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও এই বইতে ছোটো কিছু অ্যাপলিকেশন তৈরি নিয়েও আলোচনা করা হয়েছে।

অনেকেই ওয়েব প্রযুক্তি নিয়ে কাজ করছেন এবং শুরুটা হচ্ছে কোন সিএমএস (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) অথবা ফ্রেমওয়ার্কের মাধ্যমে। এইগুলো ব্যবহার করে নানা রকমের ওয়েব অ্যাপলিকেশন ও ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। এই টুলগুলোর পাশাপাশি যদি প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলোতে দক্ষতা থাকে, তবে আগের এই সিএমএস ও ফ্রেমওয়ার্কের কাজগুলোই আরও কার্যকরভাবে সম্পন্ন করা যাবে।

বইটির লেখক নাসির খান সৈকত বলেন, পিএইচপি অত্যন্ত জনপ্রিয় একটি প্রোগ্রামিং ভাষা। পিএইচপি জেনারেল পারপাস প্রোগ্রামিং ভাষা বলা হলেও এটি তৈরি করা হয়েছিল মূলত ওয়েবসাইট তৈরির উদ্দেশ্যে। এটি যেমন কমান্ড লাইন থেকে ব্যবহার করা যায়, তেমনি এটি দিয়ে এইচটিএমএল কোডের সমন্বয়ে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। পিএইচপিভিত্তিক বিভিন্ন জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) রয়েছে, যেমন ওয়ার্ডপ্রেস (Wordpress), জুমলা (Joomla), দ্রুপাল (Drupal) ইত্যাদি। অন্যদিকে লারাভেল (Laravel) ও সিম্ফনি (Symfony) রয়েছে জনপ্রিয় পিএইচপি ফ্রেমওয়ার্কের তালিকায়। পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দক্ষতা থাকলে এগুলো ব্যবহার করে নানা কাজের অ্যাপ্লিকেশন তৈরি করা যাবে। তিনি বলেন, কম্পিউটার ব্যবহারের সাধারণ জ্ঞান আছে বা শিখতে আগ্রহী এমন যে-কেউই পিএইচপি প্রোগ্রামিং শিখতে পারবে। কোন বিষয়ে লেখাপড়া করেছে বা বর্তমানে পড়ছে, এটি একেবারেই গুরুত্বপূর্ণ নয়। বইটির মাধ্যমে পিএইচপি ভাষা শেখার শুরুতে আমরা কয়েকটি সফটওয়্যার ইনস্টল করব, তবে সেগুলো কীভাবে কাজ করে তা প্রথমেই জানার প্রয়োজন নেই। ধাপে ধাপে আমরা পিএইচপি শিখতে থাকব এবং কিছুটা দক্ষ হওয়ার পরে ওয়েব-প্রযুক্তির অন্যান্য নানা দিক, সিএমএস ও ফ্রেমওয়ার্ক ইত্যাদি সম্পর্কে জানব।

বইটি প্রকাশিত হয়েছে দ্বিমিক প্রকাশনী থেকে। বর্তমানে রকমারি থেকে ২৫% ছাড়ে অর্ডার করা যাচ্ছে। এড়াছা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর বিভিন্ন লাইব্রেরিতেও পাওয়া যাচ্ছে বইটি। এই বই নিয়ে কোনো পরামর্শ অথবা জিজ্ঞাসা থাকলে পিএইচপি ওয়েব প্রোগ্রামিং-এর ফেসবুক পাতায় যোগাযোগ করা যাবে। রকমারি: https://www.rokomari.com/book/206479/php-web-programming, ফেসবুক পেজ: https://www.facebook.com/ PHPWebProgramming। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী ২০২১ , ২৩ পৌষ ১৪২৭, ২২ জমাদিউল আউয়াল ১৪৪২

বাজারে পাওয়া যাচ্ছে নাসির খান সৈকতের ‘পিএইচপি ওয়েব প্রোগ্রামিং’ বই

image

পিএইচপি ওয়েব প্রোগ্রামিং- কম্পিউটার প্রোগ্রামিং শেখার বই। আগে কখনো প্রোগ্রামিং শেখেনি অথবা খুব সামান্য চর্চা করেছে কিন্তু প্রোগ্রামিং শিখতে আগ্রহী এমন সবার উদ্দেশ্য করেই বইটি লেখা হয়েছে। বইটিতে প্রোগ্রামিং-এর মৌলিক বিষয়গুলো থেকে শুরু করে পূর্ণাঙ্গ ওয়েব অ্যাপলিকেশন তৈরি ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। এখানে প্রোগ্রামিং ভাষা হিসেবে ব্যবহার করা হয়েছে পিএইচপি (PHP)। আর পিএইচপি প্রোগ্রামিং শেখার জন্য আগে থেকেই অন্য কোন প্রোগ্রামিং ভাষা বা অপর কোন প্রযুক্তি বিষয়ে দক্ষতা থাকার প্রয়োজনীয়তা নেই। ডাটাবেজ হিসেবে মাইএসকিউএল (MySQL), ওয়েব ডিজাইনের জন্য এইচটিএমএল (HTML) ও সিএসএস (CSS) এবং ওয়েব-প্রযুক্তির অন্যান্য নানা দিক নিয়ে একাধিক অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও এই বইতে ছোটো কিছু অ্যাপলিকেশন তৈরি নিয়েও আলোচনা করা হয়েছে।

অনেকেই ওয়েব প্রযুক্তি নিয়ে কাজ করছেন এবং শুরুটা হচ্ছে কোন সিএমএস (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) অথবা ফ্রেমওয়ার্কের মাধ্যমে। এইগুলো ব্যবহার করে নানা রকমের ওয়েব অ্যাপলিকেশন ও ওয়েবসাইট তৈরি করা হচ্ছে। এই টুলগুলোর পাশাপাশি যদি প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলোতে দক্ষতা থাকে, তবে আগের এই সিএমএস ও ফ্রেমওয়ার্কের কাজগুলোই আরও কার্যকরভাবে সম্পন্ন করা যাবে।

বইটির লেখক নাসির খান সৈকত বলেন, পিএইচপি অত্যন্ত জনপ্রিয় একটি প্রোগ্রামিং ভাষা। পিএইচপি জেনারেল পারপাস প্রোগ্রামিং ভাষা বলা হলেও এটি তৈরি করা হয়েছিল মূলত ওয়েবসাইট তৈরির উদ্দেশ্যে। এটি যেমন কমান্ড লাইন থেকে ব্যবহার করা যায়, তেমনি এটি দিয়ে এইচটিএমএল কোডের সমন্বয়ে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। পিএইচপিভিত্তিক বিভিন্ন জনপ্রিয় কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) রয়েছে, যেমন ওয়ার্ডপ্রেস (Wordpress), জুমলা (Joomla), দ্রুপাল (Drupal) ইত্যাদি। অন্যদিকে লারাভেল (Laravel) ও সিম্ফনি (Symfony) রয়েছে জনপ্রিয় পিএইচপি ফ্রেমওয়ার্কের তালিকায়। পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দক্ষতা থাকলে এগুলো ব্যবহার করে নানা কাজের অ্যাপ্লিকেশন তৈরি করা যাবে। তিনি বলেন, কম্পিউটার ব্যবহারের সাধারণ জ্ঞান আছে বা শিখতে আগ্রহী এমন যে-কেউই পিএইচপি প্রোগ্রামিং শিখতে পারবে। কোন বিষয়ে লেখাপড়া করেছে বা বর্তমানে পড়ছে, এটি একেবারেই গুরুত্বপূর্ণ নয়। বইটির মাধ্যমে পিএইচপি ভাষা শেখার শুরুতে আমরা কয়েকটি সফটওয়্যার ইনস্টল করব, তবে সেগুলো কীভাবে কাজ করে তা প্রথমেই জানার প্রয়োজন নেই। ধাপে ধাপে আমরা পিএইচপি শিখতে থাকব এবং কিছুটা দক্ষ হওয়ার পরে ওয়েব-প্রযুক্তির অন্যান্য নানা দিক, সিএমএস ও ফ্রেমওয়ার্ক ইত্যাদি সম্পর্কে জানব।

বইটি প্রকাশিত হয়েছে দ্বিমিক প্রকাশনী থেকে। বর্তমানে রকমারি থেকে ২৫% ছাড়ে অর্ডার করা যাচ্ছে। এড়াছা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর বিভিন্ন লাইব্রেরিতেও পাওয়া যাচ্ছে বইটি। এই বই নিয়ে কোনো পরামর্শ অথবা জিজ্ঞাসা থাকলে পিএইচপি ওয়েব প্রোগ্রামিং-এর ফেসবুক পাতায় যোগাযোগ করা যাবে। রকমারি: https://www.rokomari.com/book/206479/php-web-programming, ফেসবুক পেজ: https://www.facebook.com/ PHPWebProgramming। সংবাদ বিজ্ঞপ্তি।