বরিশালে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে (১৮) ধর্ষণের দায়ে তরিকুল হাওলাদার মোরসালিন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদ- দেয়া হয়েছে। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদ- দেয়া হয়েছে।

গতকাল বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত মোরসালিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে মুলাদী উপজেলার রামারপুল গ্রামের মালেক হাওলাদারের ছেলে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ধর্ষণের শিকার তরুণীর বাড়ি মুলাদীর রামারপুল গ্রামে। ২০১৬ সালের ২৬ এপ্রিল মোরসালিন তাকে একা পেয়ে রান্নাঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার আগেরদিন মা তাকে বাড়িতে রেখে অন্যত্র বেড়াতে গিয়েছিলেন। যুবতীর ডাক-চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসার আগেই মোরসালিন পালিয়ে যায়। এ ঘটনায় একই বছরের ২৭ এপ্রিল ওই তরুণীর মা বাদী হয়ে মোরসালিনকে একমাত্র আসামি করে মুলাদী থানায় মামলা দায়ের করেন। একই বছরের ১০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মুলাদী থানার তৎকালীন উপপরিদর্শক শহিদুল ইসলাম মোরসালিনকে একমাত্র অভিযুক্ত করে আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন। ট্রাইব্যুনাল ৭ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উপরোক্ত দ-াদেশ দেন।

আরও খবর
বিদেশে যেতে অন্ধকারে পা বাড়ানোর ব্যাপারে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকাজ ১৫ দিনের মধ্যে শেষ হবে
দেশপ্রিয়র বাড়ি ভাঙচুরের তদন্ত চান চসিক প্রশাসক
জামিন মেলেনি সাবেক ওসি প্রদীপের
ছাত্রলীগের স্মারক ডাকটিকিট নিয়ে বিতর্ক
অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন
পুলিশের হাতে সন্ত্রাসী নূরের সাজা পরোয়ানা
ট্রানজিট ক্যাম্পে দুর্ঘটনার হিসাব নেই রাষ্ট্রের কাছে
সালিসি বৈঠকে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
সম্রাটের ঘনিষ্ঠ ৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক
অবৈধভাবে খাল এবং রাস্তা দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে ঢাকা উত্তরের মেয়র
আবুল কাশেম হত্যা বিচার কাজ ২৬ বছর পর ফের শুরু হচ্ছে

বৃহস্পতিবার, ০৭ জানুয়ারী ২০২১ , ২৩ পৌষ ১৪২৭, ২২ জমাদিউল আউয়াল ১৪৪২

বরিশালে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে (১৮) ধর্ষণের দায়ে তরিকুল হাওলাদার মোরসালিন নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদ- দেয়া হয়েছে। একই সঙ্গে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদ- দেয়া হয়েছে।

গতকাল বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত মোরসালিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে মুলাদী উপজেলার রামারপুল গ্রামের মালেক হাওলাদারের ছেলে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, ধর্ষণের শিকার তরুণীর বাড়ি মুলাদীর রামারপুল গ্রামে। ২০১৬ সালের ২৬ এপ্রিল মোরসালিন তাকে একা পেয়ে রান্নাঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার আগেরদিন মা তাকে বাড়িতে রেখে অন্যত্র বেড়াতে গিয়েছিলেন। যুবতীর ডাক-চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসার আগেই মোরসালিন পালিয়ে যায়। এ ঘটনায় একই বছরের ২৭ এপ্রিল ওই তরুণীর মা বাদী হয়ে মোরসালিনকে একমাত্র আসামি করে মুলাদী থানায় মামলা দায়ের করেন। একই বছরের ১০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মুলাদী থানার তৎকালীন উপপরিদর্শক শহিদুল ইসলাম মোরসালিনকে একমাত্র অভিযুক্ত করে আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন। ট্রাইব্যুনাল ৭ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উপরোক্ত দ-াদেশ দেন।