গাংনীতে ত্রিমুখী লড়াই

আসন্ন মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে পাঁচ প্রাথী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত: ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। কোথাও কোথাও প্রচার মাইক ভাংচুর কর্মীদের হুমকি ধামকিরও অভিযোগ রয়েছে। সরকার দলীয় প্রার্থী নেতাকর্মীরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে বলে দাবি করলেও স্বতন্ত্র ও বিরোধী দলীয় প্রার্থী নিরপেক্ষ ভোট নিয়ে সংশয় প্রকাশ করছেন।

আগামী ১৬ জানুয়ারি ৬১টি পৌরসভার নির্বাচন। এরমধ্যে গাংনী পৌরসভা অন্যতম। এ পৌরসভায় মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহণ করছেন। শহরজুড়ে সর্বত্র চলছে ভোটের ইমেজ। এদিকে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। সাধারণ ভোটাররা ইভিএম সম্পর্কে কিছুই জানেন না। সরকার দলীয় প্রার্থী আহম্মেদ আলী জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম যে অভিযোগ করছেন তা সঠিক নয়। নির্বাচনে পরাজয়ের সম্ভাবনায় তিনি নানা ধরনের দোষ চাপাচ্ছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহম্মেদ আলীর (নৌকা প্রতীক) সমর্থকরা আমার কর্মী ও সমর্থকদের বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করে চলেছেন।

এছাড়াও প্রচার মাইক ভাংচুর করা হয়েছে। তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারছেন না বলেও অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম। তবে বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবলু জানান, এ পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে কোন সমস্যা হয়নি।

আরও খবর
মেয়াদ শেষের দেড় বছরেও নতুন নড়িয়া সেতুর ৩০ শতাংশ সম্পন্ন
বেদে পল্লীতে তাবিজ-কবজের আড়ালে রমরমা মাদক ব্যবসা
কুমিল্লায় সাবেক স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
নিয়ামতপুরে যৌতুক দাবি গৃহবধূর চুল কর্তন স্বামী-শাশুড়ি গ্রেফতার
টিআরএম বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে পদযাত্রা
বগুড়ায় ধর্মঘট প্রত্যাহার : ইট বিক্রি শুরু
বাঘায় যুবককে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জে আ’লীগ মেয়র প্রার্থীর পক্ষে মাঠে ১৫ সাংস্কৃতিক সংগঠন
সৈয়দপুরে নৌকাপ্রতীকে একাট্টা আওয়ামী লীগ
ঈশ্বরদীতে আ’লীগ ঐক্যবদ্ধ, বিএনপি দ্বিধাবিভক্ত
পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, ৩ মেয়ে হাসপাতালে
বরিশালে বিয়ের আসরে বরের চাচা নিহত
ধলেশ্বরীর বুকে অসংখ্য চর সংকটে বোরো সেচ, জেলেরা
বেলাবতে জমি বিবাদে সংঘর্ষ : হাসপাতালে ৮

শুক্রবার, ০৮ জানুয়ারী ২০২১ , ২৪ পৌষ ১৪২৭, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪২

গাংনীতে ত্রিমুখী লড়াই

প্রতিনিধি, মেহেরপুর

আসন্ন মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে পাঁচ প্রাথী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত: ত্রিমুখী লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। কোথাও কোথাও প্রচার মাইক ভাংচুর কর্মীদের হুমকি ধামকিরও অভিযোগ রয়েছে। সরকার দলীয় প্রার্থী নেতাকর্মীরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হবে বলে দাবি করলেও স্বতন্ত্র ও বিরোধী দলীয় প্রার্থী নিরপেক্ষ ভোট নিয়ে সংশয় প্রকাশ করছেন।

আগামী ১৬ জানুয়ারি ৬১টি পৌরসভার নির্বাচন। এরমধ্যে গাংনী পৌরসভা অন্যতম। এ পৌরসভায় মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহণ করছেন। শহরজুড়ে সর্বত্র চলছে ভোটের ইমেজ। এদিকে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। সাধারণ ভোটাররা ইভিএম সম্পর্কে কিছুই জানেন না। সরকার দলীয় প্রার্থী আহম্মেদ আলী জানান, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।

স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম যে অভিযোগ করছেন তা সঠিক নয়। নির্বাচনে পরাজয়ের সম্ভাবনায় তিনি নানা ধরনের দোষ চাপাচ্ছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহম্মেদ আলীর (নৌকা প্রতীক) সমর্থকরা আমার কর্মী ও সমর্থকদের বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করে চলেছেন।

এছাড়াও প্রচার মাইক ভাংচুর করা হয়েছে। তিনি নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারছেন না বলেও অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম। তবে বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবলু জানান, এ পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে কোন সমস্যা হয়নি।