বেলাবতে জমি বিবাদে সংঘর্ষ : হাসপাতালে ৮

বেলাবতে জমি নিয়ে ঘটনার জের ধরে সংঘর্ষে ৮ গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে দুইজন ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে উপজেলার বাজনাব ইউনিয়নের বাজনাব ভাংগারঘাট নামকস্থানে। আহতরা জানান, বাজনাব ভাংগারঘাট গ্রামের মৃত গাজী আ. রহমান মিয়ার তিন ছেলে জহিরুল, নজরুল ও তাজুল ইসলামের ক্রয়কৃত ১৪ শতাংশ জমি তাদের নামে রেকর্ডভুক্ত। কিন্তু কয়েক বছর ধরে উক্ত জমি নিজের বলে দাবি করে একই গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে ইসতেকার আহমেদ ওরফে ফয়সাল মিয়া। এই নিয়ে দীর্ঘদিন ধরে তিন ভাইয়ের সঙ্গে ফয়সালের দ্বন্দ্ব চলে আসছে। তারই জের ধরে দুই বছর আগে উল্লেখিত জমির ওপর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট আদালত নরসিংদীতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন জহিরুল ইসলাম। কিন্তু নিষেধাজ্ঞা জারির পরও উক্ত জমি নিজেদের দাবি করে বিভিন্ন সময় জমিতে কাজ করে উভয়পক্ষ। এ নিয়ে বাজনাব ভাংগারঘাট গ্রামের তিন ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব চরমে পৌছে ইসতেকার আহমেদ ওরফে ফয়সাল মিয়ার। উল্লেখিত দ্বন্দ্বের ধারাবাহিকতায় উক্ত জমিতে গত বুধবার সকালে কাজ করতে যায় তিন ভাই জহিরুল, নজরুল ও তাজুল ইসলাম। এ সময় দা লাঠি নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় ফয়সালের পক্ষে ইকবাল হোসেন, শাহজাহান, জুয়েল মিয়া, সাগর মিয়া, রবিন মিয়া, শাহীন মেম্বার, ফারুক মিয়া নামে বেশ কয়েকজন। এ সময় তাদের হামলায় গুরুতর আহত হয় মৃত গাজী আ. রহমানের ছেলে তাজুল ইসলাম, জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম নামে তিন ভাই, স্ত্রী হামিদা বেগম ও ছেলের বউ সাথী আক্তার। অন্যদিকে ফয়সালের পক্ষে গুরুতর আহত হয় মৃত হারুন মিয়ার ছেলে ইকবাল হোসেন, শাহীন মেম্বার, তাজুল ইসলামের ছেলে জামাল মিয়া। অভিযুক্ত ফয়সাল আহমেদ বাড়িতে না থাকায় তার মোবাইলে একাধিকবার ফোন দিলে মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি।

আরও খবর
মেয়াদ শেষের দেড় বছরেও নতুন নড়িয়া সেতুর ৩০ শতাংশ সম্পন্ন
বেদে পল্লীতে তাবিজ-কবজের আড়ালে রমরমা মাদক ব্যবসা
কুমিল্লায় সাবেক স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
নিয়ামতপুরে যৌতুক দাবি গৃহবধূর চুল কর্তন স্বামী-শাশুড়ি গ্রেফতার
টিআরএম বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে পদযাত্রা
বগুড়ায় ধর্মঘট প্রত্যাহার : ইট বিক্রি শুরু
বাঘায় যুবককে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জে আ’লীগ মেয়র প্রার্থীর পক্ষে মাঠে ১৫ সাংস্কৃতিক সংগঠন
গাংনীতে ত্রিমুখী লড়াই
সৈয়দপুরে নৌকাপ্রতীকে একাট্টা আওয়ামী লীগ
ঈশ্বরদীতে আ’লীগ ঐক্যবদ্ধ, বিএনপি দ্বিধাবিভক্ত
পটকা মাছ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, ৩ মেয়ে হাসপাতালে
বরিশালে বিয়ের আসরে বরের চাচা নিহত
ধলেশ্বরীর বুকে অসংখ্য চর সংকটে বোরো সেচ, জেলেরা

শুক্রবার, ০৮ জানুয়ারী ২০২১ , ২৪ পৌষ ১৪২৭, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪২

বেলাবতে জমি বিবাদে সংঘর্ষ : হাসপাতালে ৮

সংবাদদাতা, বেলাব (নরসিংদী)

বেলাবতে জমি নিয়ে ঘটনার জের ধরে সংঘর্ষে ৮ গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে দুইজন ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে উপজেলার বাজনাব ইউনিয়নের বাজনাব ভাংগারঘাট নামকস্থানে। আহতরা জানান, বাজনাব ভাংগারঘাট গ্রামের মৃত গাজী আ. রহমান মিয়ার তিন ছেলে জহিরুল, নজরুল ও তাজুল ইসলামের ক্রয়কৃত ১৪ শতাংশ জমি তাদের নামে রেকর্ডভুক্ত। কিন্তু কয়েক বছর ধরে উক্ত জমি নিজের বলে দাবি করে একই গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে ইসতেকার আহমেদ ওরফে ফয়সাল মিয়া। এই নিয়ে দীর্ঘদিন ধরে তিন ভাইয়ের সঙ্গে ফয়সালের দ্বন্দ্ব চলে আসছে। তারই জের ধরে দুই বছর আগে উল্লেখিত জমির ওপর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট আদালত নরসিংদীতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন জহিরুল ইসলাম। কিন্তু নিষেধাজ্ঞা জারির পরও উক্ত জমি নিজেদের দাবি করে বিভিন্ন সময় জমিতে কাজ করে উভয়পক্ষ। এ নিয়ে বাজনাব ভাংগারঘাট গ্রামের তিন ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব চরমে পৌছে ইসতেকার আহমেদ ওরফে ফয়সাল মিয়ার। উল্লেখিত দ্বন্দ্বের ধারাবাহিকতায় উক্ত জমিতে গত বুধবার সকালে কাজ করতে যায় তিন ভাই জহিরুল, নজরুল ও তাজুল ইসলাম। এ সময় দা লাঠি নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় ফয়সালের পক্ষে ইকবাল হোসেন, শাহজাহান, জুয়েল মিয়া, সাগর মিয়া, রবিন মিয়া, শাহীন মেম্বার, ফারুক মিয়া নামে বেশ কয়েকজন। এ সময় তাদের হামলায় গুরুতর আহত হয় মৃত গাজী আ. রহমানের ছেলে তাজুল ইসলাম, জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম নামে তিন ভাই, স্ত্রী হামিদা বেগম ও ছেলের বউ সাথী আক্তার। অন্যদিকে ফয়সালের পক্ষে গুরুতর আহত হয় মৃত হারুন মিয়ার ছেলে ইকবাল হোসেন, শাহীন মেম্বার, তাজুল ইসলামের ছেলে জামাল মিয়া। অভিযুক্ত ফয়সাল আহমেদ বাড়িতে না থাকায় তার মোবাইলে একাধিকবার ফোন দিলে মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি।