‘প্রাণের মানুষ আছে প্রাণে’তে অপূর্ব-সাবিলা

সেলিব্রেটি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর নাজমুর রনির পরিচালনায় একটি নাটকের কাজ শেষ করলেন। নাটকের নাম ‘প্রাণের মানুষ আছে প্রাণে’। নাটকটি রচনা করেছেন সোহেল আরমান। এই নাটকটি রচনা করার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘রনির নির্দেশনায় গত বছরের শেষপ্রান্তে ‘মেডেল’ শিরোনামে একটি নাটকের কাজ করেছিলাম। সেই নাটকটির গল্পটা বেশ ভালো ছিল। ‘প্রাণের মানুষ আছে প্রাণে’ একেবারেই প্রেমের গল্পের একটি নাটক। সোহেল আরমান ভাইয়ের লেখা গল্পের প্রতি আমি সবসময়ই কাজ করতে ভীষণ আগ্রহ প্রকাশ করি। সব মিলিয়ে কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ সাবিলা নূর বলেন, ‘এর আগে নাজমুল রনির পরিচালনায় আমি শুধু ‘মেডেল’ নাটকেই কাজ করেছি। সেই নাটকটি এখনো প্রচারে আসেনি। তবে দুটো নাটকই বেশ ভালো হয়েছে। আর অপূর্ব ভাই সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ন। তার সঙ্গে খুব বেশি কাজ হয়নি আমার। কিন্তু যেসব নাটকে কাজ করেছি, বলা যায় প্রত্যেকটি নাটকই দর্শকপ্রিয় হয়ে উঠেছে। আশা করছি ‘প্রাণের মানুষ আছে প্রাণেও’ দর্শকপ্রিয়তা পাবে।’ নাজমুল রনি জানান ভালোবাসা দিবসেই ‘প্রাণের মানুষ আছে প্রাণে’ একটি স্যাটেলাইট চানেলে এবং একটি ইউটিউব চ্যানেলে প্রচার হওয়ার সম্ভাবনা আছে।

শুক্রবার, ০৮ জানুয়ারী ২০২১ , ২৪ পৌষ ১৪২৭, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪২

‘প্রাণের মানুষ আছে প্রাণে’তে অপূর্ব-সাবিলা

বিনোদন প্রতিবেদক |

image

সেলিব্রেটি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর নাজমুর রনির পরিচালনায় একটি নাটকের কাজ শেষ করলেন। নাটকের নাম ‘প্রাণের মানুষ আছে প্রাণে’। নাটকটি রচনা করেছেন সোহেল আরমান। এই নাটকটি রচনা করার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘রনির নির্দেশনায় গত বছরের শেষপ্রান্তে ‘মেডেল’ শিরোনামে একটি নাটকের কাজ করেছিলাম। সেই নাটকটির গল্পটা বেশ ভালো ছিল। ‘প্রাণের মানুষ আছে প্রাণে’ একেবারেই প্রেমের গল্পের একটি নাটক। সোহেল আরমান ভাইয়ের লেখা গল্পের প্রতি আমি সবসময়ই কাজ করতে ভীষণ আগ্রহ প্রকাশ করি। সব মিলিয়ে কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ সাবিলা নূর বলেন, ‘এর আগে নাজমুল রনির পরিচালনায় আমি শুধু ‘মেডেল’ নাটকেই কাজ করেছি। সেই নাটকটি এখনো প্রচারে আসেনি। তবে দুটো নাটকই বেশ ভালো হয়েছে। আর অপূর্ব ভাই সবসময়ই ভীষণ সহযোগিতা পরায়ন। তার সঙ্গে খুব বেশি কাজ হয়নি আমার। কিন্তু যেসব নাটকে কাজ করেছি, বলা যায় প্রত্যেকটি নাটকই দর্শকপ্রিয় হয়ে উঠেছে। আশা করছি ‘প্রাণের মানুষ আছে প্রাণেও’ দর্শকপ্রিয়তা পাবে।’ নাজমুল রনি জানান ভালোবাসা দিবসেই ‘প্রাণের মানুষ আছে প্রাণে’ একটি স্যাটেলাইট চানেলে এবং একটি ইউটিউব চ্যানেলে প্রচার হওয়ার সম্ভাবনা আছে।