ট্রাম্পের ফেসবুক টুইটার অ্যাকাউন্ট বন্ধ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেরে যাওয়াকে মানতে না পেরে কংগ্রেস ভবনে তার সমর্থকদের হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ ট্রাম্পের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়।

টুইটার কর্তৃপক্ষ বলেছে, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে। এটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার ব্যাপারেও প্রথমবারের মতো সতর্ক করে দিয়েছে তারা। প্রতিষ্ঠানটি বলেছে, অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়ে তারা এটাই বুঝিয়েছে যে ট্রাম্প টুইটারের নিয়মনীতি লঙ্ঘন করেছেন।

ফেসবুক কর্তৃপক্ষ তাদের এ প্ল্যাটফর্মে ট্রাম্পকে পোস্ট করা থেকে ২৪ ঘণ্টার জন্য আটকে দেয়। প্রতিষ্ঠানটি বলেছে, এর আগে দাঙ্গায় অংশগ্রহণকারী সমর্থকদের পাঠানো ট্রাম্পের একটি ভিডিও অপসারণ করে তারা। ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামেও তিনি ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ থাকবেন।

এক টুইটে ফেসবুক বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের পেজের বিরুদ্ধে আমরা দুটি নীতি লঙ্ঘন করার প্রমাণ পেয়েছি। এ কারণে তার অ্যাকাউন্ট ২৪ ঘণ্টা বন্ধ রাখা হবে। ফলে এ সময়ে প্ল্যাটফর্মটিতে তিনি কোন পোস্ট করতে পারবেন না।

ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনে বুধবার হামলা চালান ট্রাম্পের কয়েক হাজার সমর্থক। দফায় দফায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ক্যাপিটল বিল্ডিংয়ে এমন হামলার তীব্র নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে।

শুক্রবার, ০৮ জানুয়ারী ২০২১ , ২৪ পৌষ ১৪২৭, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪২

ট্রাম্পের ফেসবুক টুইটার অ্যাকাউন্ট বন্ধ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেরে যাওয়াকে মানতে না পেরে কংগ্রেস ভবনে তার সমর্থকদের হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ ট্রাম্পের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়।

টুইটার কর্তৃপক্ষ বলেছে, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে। এটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার ব্যাপারেও প্রথমবারের মতো সতর্ক করে দিয়েছে তারা। প্রতিষ্ঠানটি বলেছে, অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দিয়ে তারা এটাই বুঝিয়েছে যে ট্রাম্প টুইটারের নিয়মনীতি লঙ্ঘন করেছেন।

ফেসবুক কর্তৃপক্ষ তাদের এ প্ল্যাটফর্মে ট্রাম্পকে পোস্ট করা থেকে ২৪ ঘণ্টার জন্য আটকে দেয়। প্রতিষ্ঠানটি বলেছে, এর আগে দাঙ্গায় অংশগ্রহণকারী সমর্থকদের পাঠানো ট্রাম্পের একটি ভিডিও অপসারণ করে তারা। ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামেও তিনি ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ থাকবেন।

এক টুইটে ফেসবুক বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের পেজের বিরুদ্ধে আমরা দুটি নীতি লঙ্ঘন করার প্রমাণ পেয়েছি। এ কারণে তার অ্যাকাউন্ট ২৪ ঘণ্টা বন্ধ রাখা হবে। ফলে এ সময়ে প্ল্যাটফর্মটিতে তিনি কোন পোস্ট করতে পারবেন না।

ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবনে বুধবার হামলা চালান ট্রাম্পের কয়েক হাজার সমর্থক। দফায় দফায় পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। ক্যাপিটল বিল্ডিংয়ে এমন হামলার তীব্র নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে।