সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের

জর্জিয়ার দুটি আসনেই জয়

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে সিনেট নির্বাচনে জয়ের মাধ্যমে কংগ্রেসের সামগ্রিক নিয়ন্ত্রণ অর্জন করেছে ডেমোক্র্যাটিক পার্টি।

জর্জিয়ার সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ার্নক ও জন অসফ জয়ী হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিপাবলিকান লফলারকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট রাফায়েল ওয়ার্নক। জর্জিয়ার প্রথম কৃষাঙ্গ সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন তিনি। অন্যদিকে, ডেমোক্র্যাট জন অসফ ৫০ দশমিক এক ও রিপাবলিকান ডেভিড পের্ডু ৪৯ দশমিক নয় শতাংশ ভোট পেয়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ার্নক ২২ লাখ ২৩ হাজারেরও বেশি ভোট পেয়েছেন।

অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী পের্ডু পেয়েছেন ২১ লাখ ৯২ হাজারের বেশি ভোট, এর বিপরীতে ডেমোক্র্যাট প্রার্থী অসফ পেয়েছেন ২২ লাখ ৫ হাজারের বেশি ভোট।

শুক্রবার, ০৮ জানুয়ারী ২০২১ , ২৪ পৌষ ১৪২৭, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪২

সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের

জর্জিয়ার দুটি আসনেই জয়

image

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে সিনেট নির্বাচনে জয়ের মাধ্যমে কংগ্রেসের সামগ্রিক নিয়ন্ত্রণ অর্জন করেছে ডেমোক্র্যাটিক পার্টি।

জর্জিয়ার সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ার্নক ও জন অসফ জয়ী হয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ে রিপাবলিকান লফলারকে হারিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট রাফায়েল ওয়ার্নক। জর্জিয়ার প্রথম কৃষাঙ্গ সিনেটর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন তিনি। অন্যদিকে, ডেমোক্র্যাট জন অসফ ৫০ দশমিক এক ও রিপাবলিকান ডেভিড পের্ডু ৪৯ দশমিক নয় শতাংশ ভোট পেয়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ার্নক ২২ লাখ ২৩ হাজারেরও বেশি ভোট পেয়েছেন।

অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী পের্ডু পেয়েছেন ২১ লাখ ৯২ হাজারের বেশি ভোট, এর বিপরীতে ডেমোক্র্যাট প্রার্থী অসফ পেয়েছেন ২২ লাখ ৫ হাজারের বেশি ভোট।