এসএমপির সব থানার ওসিকে একযোগে বদলি

একযোগে সব থানার ওসিকে বদলি করে নতুন রেকর্ড গড়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। এ বদলিকে অনেকেই শুদ্ধি অভিযান? ও জনবান্ধব পুলিশিং বলে মনে করছেন। এসএমপির মোট ছয়টি থানা রয়েছে। এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ ও বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক রায়হান মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। ঠিক সে মুহূর্তেই পুলিশ কমিশনার হিসেবে বদলি হয়ে আসেন নিশারুল আরিফ। তিনি এসেই ধীরে ধীরে নতুন আঙ্গিকে সাজানোর উদ্যোগ নেন এসএমপিকে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থান থেকে এসএমপিতে বদলি হয়ে আসেন অনেক পুলিশ ইন্সপেক্টর। সেখান থেকে বাছাই করে ৬ জানুয়ারি ছয় থানায় নতুন ওসি পদায়ন করা হয়। এরা হলেন- কোতোয়ালি থানায় এসএম আবু ফরহাদ, দক্ষিণ সুরমায় মনিরুল ইসলাম, শাহপরানে সৈয়দ আনিসুর রহমান, জালালাবাদে নাজমুল হুদা খান, বিমানবন্দরে খান মুহাম্মদ মাইনুল জাকির ও মোগলাবাজারে মো. শামসুদ্দোহা। এর আগে কোতোয়ালিতে ওসির দায়িত্বে ছিলেন মোহাম্মদ সেলিম মিঞা, দক্ষিণ সুরমায় আক্তার হোসেন, শাহপরানে আব্দুল কাইয়ুম, জালালাবাদে অকিল উদ্দিন আহমদ, বিমানবন্দরে শাহাদাত হোসেন ও মোগলাবাজার থানায় সাহাবুল ইসলাম।

আরও খবর
পিয়াজের উৎপাদন খরচ তুলতে না পেরে দিশেহারা কৃষক
তুলার ঘোষণা দিয়ে সোফার কাপড় আমদানি!
মান্দায় পানের বরজে গাঁজা গাছ : আটক ১
ভালুকায় মুজিবর্ষে ঘর পাচ্ছেন ১৯৯ গৃহহীন
কক্সবাজারে পর্নোগ্রাফি আইনে ছাত্রলীগের সাবেক নেতা আটক
দশমিনায় নদী ভাঙনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা
দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত
দশমিনায় ২ পুলিশকর্তা সাময়িক বরখাস্ত
রংপুর চিনিকল বন্ধের প্রতিবাদে বামগণতান্ত্রিক জোটের সমাবেশ
বালিয়াকান্দিতে এক মাসেই অর্ধশতাধিক বিবাহ বিচ্ছেদ
কাঁচাবাজারে দরপতন চালের বাজার ঊর্ধ্বমুখী
নাওয়া-খাওয়া ভুলে প্রার্থী এখন ভোটারদের দ্বারে
চামড়া প্রক্রিয়াজাতকরণের লবণ বিক্রি হচ্ছে খোলা বাজারে!
সাপাহারে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

শনিবার, ০৯ জানুয়ারী ২০২১ , ২৫ পৌষ ১৪২৭, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪২

এসএমপির সব থানার ওসিকে একযোগে বদলি

বিশেষ প্রতিনিধি

একযোগে সব থানার ওসিকে বদলি করে নতুন রেকর্ড গড়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। এ বদলিকে অনেকেই শুদ্ধি অভিযান? ও জনবান্ধব পুলিশিং বলে মনে করছেন। এসএমপির মোট ছয়টি থানা রয়েছে। এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ ও বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক রায়হান মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। ঠিক সে মুহূর্তেই পুলিশ কমিশনার হিসেবে বদলি হয়ে আসেন নিশারুল আরিফ। তিনি এসেই ধীরে ধীরে নতুন আঙ্গিকে সাজানোর উদ্যোগ নেন এসএমপিকে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থান থেকে এসএমপিতে বদলি হয়ে আসেন অনেক পুলিশ ইন্সপেক্টর। সেখান থেকে বাছাই করে ৬ জানুয়ারি ছয় থানায় নতুন ওসি পদায়ন করা হয়। এরা হলেন- কোতোয়ালি থানায় এসএম আবু ফরহাদ, দক্ষিণ সুরমায় মনিরুল ইসলাম, শাহপরানে সৈয়দ আনিসুর রহমান, জালালাবাদে নাজমুল হুদা খান, বিমানবন্দরে খান মুহাম্মদ মাইনুল জাকির ও মোগলাবাজারে মো. শামসুদ্দোহা। এর আগে কোতোয়ালিতে ওসির দায়িত্বে ছিলেন মোহাম্মদ সেলিম মিঞা, দক্ষিণ সুরমায় আক্তার হোসেন, শাহপরানে আব্দুল কাইয়ুম, জালালাবাদে অকিল উদ্দিন আহমদ, বিমানবন্দরে শাহাদাত হোসেন ও মোগলাবাজার থানায় সাহাবুল ইসলাম।