রংপুর চিনিকল বন্ধের প্রতিবাদে বামগণতান্ত্রিক জোটের সমাবেশ

গাইবান্ধা জেলার একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান রংপুর চিনি কল বন্ধের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে এক সংহতি সমাবেশ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। শহরের আসাদুজ্জামান গার্লস হাইস্কুলের সামনে জোটের সমন্বয়ক বাসদ নেতা গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেল আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা সিপিবির সম্পাদক মণ্ডলীর সদস্য তপন কুমার বর্মণ আখচাষী কৃষকনেতা মোখলেছুর রহমান ও চিনিকলের শ্রমিক রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গাইবান্ধা জেলার একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান রংপুর চিনি কল বন্ধের পায়তারা করছে সরকার। সরকারের এই সিদ্ধান্ত বর্তমান সরকারের দুঃশাসনেরই একটি চিত্র। এই সরকারের বড়লোকের সরকার, এই সরকার গরিব মেহনতি মানুষের জীবনের কোন মূল্য দিতে জানে না। বর্তমান সরকার এর আগে পাটকল বন্ধ করেছে এখন চিনিকল বন্ধ করে লক্ষ লক্ষ মানুষকে বেকার করার ষড়যন্ত্রে মেতেছে।

image
আরও খবর
পিয়াজের উৎপাদন খরচ তুলতে না পেরে দিশেহারা কৃষক
তুলার ঘোষণা দিয়ে সোফার কাপড় আমদানি!
এসএমপির সব থানার ওসিকে একযোগে বদলি
মান্দায় পানের বরজে গাঁজা গাছ : আটক ১
ভালুকায় মুজিবর্ষে ঘর পাচ্ছেন ১৯৯ গৃহহীন
কক্সবাজারে পর্নোগ্রাফি আইনে ছাত্রলীগের সাবেক নেতা আটক
দশমিনায় নদী ভাঙনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা
দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক নিহত
দশমিনায় ২ পুলিশকর্তা সাময়িক বরখাস্ত
বালিয়াকান্দিতে এক মাসেই অর্ধশতাধিক বিবাহ বিচ্ছেদ
কাঁচাবাজারে দরপতন চালের বাজার ঊর্ধ্বমুখী
নাওয়া-খাওয়া ভুলে প্রার্থী এখন ভোটারদের দ্বারে
চামড়া প্রক্রিয়াজাতকরণের লবণ বিক্রি হচ্ছে খোলা বাজারে!
সাপাহারে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

শনিবার, ০৯ জানুয়ারী ২০২১ , ২৫ পৌষ ১৪২৭, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪২

রংপুর চিনিকল বন্ধের প্রতিবাদে বামগণতান্ত্রিক জোটের সমাবেশ

সংবাদাতা গাইবান্ধা

image

গাইবান্ধা জেলার একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান রংপুর চিনি কল বন্ধের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে এক সংহতি সমাবেশ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। শহরের আসাদুজ্জামান গার্লস হাইস্কুলের সামনে জোটের সমন্বয়ক বাসদ নেতা গোলাম রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেল আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা সিপিবির সম্পাদক মণ্ডলীর সদস্য তপন কুমার বর্মণ আখচাষী কৃষকনেতা মোখলেছুর রহমান ও চিনিকলের শ্রমিক রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গাইবান্ধা জেলার একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান রংপুর চিনি কল বন্ধের পায়তারা করছে সরকার। সরকারের এই সিদ্ধান্ত বর্তমান সরকারের দুঃশাসনেরই একটি চিত্র। এই সরকারের বড়লোকের সরকার, এই সরকার গরিব মেহনতি মানুষের জীবনের কোন মূল্য দিতে জানে না। বর্তমান সরকার এর আগে পাটকল বন্ধ করেছে এখন চিনিকল বন্ধ করে লক্ষ লক্ষ মানুষকে বেকার করার ষড়যন্ত্রে মেতেছে।