ট্রাম্পকে অভিশংসনের আলোচনা, আগামী সপ্তাহে প্রস্তাব আনতে পারে ডেমোক্র্যাটরা

ক্যাপিটল হিলে বিক্ষোভকারীদের হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব বিষয়ে আলাপ-আলোচনা হচ্ছে দেশটির আইনপ্রণেতাদের মধ্যে।

এ বিষয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে যোগাযোগ করেছে কয়েকজন। তার একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সিএনএন।

তারা সংবিধানের ২৫তম সংশোধনীবলে এই অভিশংসনের প্রস্তাব আনতে চাইছেন। তবে তা করতে গেলে সময় একটি ব্যাপার। কেননা ট্রাম্পের মেয়াদ আছে ২০ জানুয়ারি পর্যন্ত। এরমধ্যে তা করা হবে কিনা সেটি একটি বিষয়। তারপর এ বিষয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রাজি হবেন কিনা সেটাও আরেকটি বিষয়।

তবে সংশ্লিষ্টদের ধারণা মাইক পেন্সের রাজি না হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা এখন পর্যন্ত তিনি এ বিষয়ে কোন কথা বলেননি।

আবার দ্বিতীয়বার সংশোধনী এনে ট্রাম্পকে পদত্যাগে বাধ্য করার জন্য যে দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার সমর্থন লাগবে তা ডেমোক্র্যাটদের নেই। আর রিপাবলিকান অনেক নেতাই ট্রাম্পকে চটাতে চাইছেন না।

যারা ট্রাম্পের অভিশংসন নিয়ে আলোচনা করছেন তাদের মধ্যে দু’জন ক্যাবিনেট সেক্রেটারি আছেন বলে সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়। তবে প্রতিবেদনটিতে তাদের নামোল্লেখ করা হয়নি।

এদিকে ট্রাম্প বৃহস্পতিবার রাতে তার বক্তব্য সংবলিত আরেকটি ভিডিও ছেড়েছেন যেটিতে তিনি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন।

তবে সিএনএনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিপাবলিকান দলের ওই নেতারা ট্রাম্পের এই ভাষণকে বিলম্বিত মনে করেন। কেননা তাদের দৃষ্টিতে ট্রাম্পের এই অবস্থান ভোটের রাতেই ঘোষণা করা দরকার ছিল।

এদিকে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনার সম্ভাবনার কথা বলেছেন ডেমোক্র্যাট দলের হাউস স্পিকার ক্যাথরিন ক্লার্ক। তিনি জানিয়েছেন আগামী সপ্তাহের প্রথমার্ধে এই প্রস্তাব আনা হবে। তিনি বলেন, সেজন্য কিছু প্রক্রিয়াগত দিক রয়েছে, যেগুলো আমাদের করতে হবে।

তিনি বলেন, আমাদের একজন প্রেসিডেন্ট আছেন যার জন্য ক্যাপিটাল হিলে হামলা হয়েছে। এখন পর্যন্ত ৫ জন মারা গেছে। আমাদের গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে।

তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলেন ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতারা এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে ক্যাপিটাল হিলে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টায় বসবেন।

স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন মাইক পেন্স ২৫তম সংশোধনীবলে ট্রাম্পের সংশোধন প্রস্তাব আনতে রাজি না হলে তিনি (পেলোসি) নিজেই কংগ্রেসে এ প্রস্তাব আনবেন।

শনিবার, ০৯ জানুয়ারী ২০২১ , ২৫ পৌষ ১৪২৭, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪২

ট্রাম্পকে অভিশংসনের আলোচনা, আগামী সপ্তাহে প্রস্তাব আনতে পারে ডেমোক্র্যাটরা

সংবাদ ডেস্ক |

ক্যাপিটল হিলে বিক্ষোভকারীদের হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব বিষয়ে আলাপ-আলোচনা হচ্ছে দেশটির আইনপ্রণেতাদের মধ্যে।

এ বিষয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে যোগাযোগ করেছে কয়েকজন। তার একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সিএনএন।

তারা সংবিধানের ২৫তম সংশোধনীবলে এই অভিশংসনের প্রস্তাব আনতে চাইছেন। তবে তা করতে গেলে সময় একটি ব্যাপার। কেননা ট্রাম্পের মেয়াদ আছে ২০ জানুয়ারি পর্যন্ত। এরমধ্যে তা করা হবে কিনা সেটি একটি বিষয়। তারপর এ বিষয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রাজি হবেন কিনা সেটাও আরেকটি বিষয়।

তবে সংশ্লিষ্টদের ধারণা মাইক পেন্সের রাজি না হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা এখন পর্যন্ত তিনি এ বিষয়ে কোন কথা বলেননি।

আবার দ্বিতীয়বার সংশোধনী এনে ট্রাম্পকে পদত্যাগে বাধ্য করার জন্য যে দুই-তৃতীয়াংশ আইনপ্রণেতার সমর্থন লাগবে তা ডেমোক্র্যাটদের নেই। আর রিপাবলিকান অনেক নেতাই ট্রাম্পকে চটাতে চাইছেন না।

যারা ট্রাম্পের অভিশংসন নিয়ে আলোচনা করছেন তাদের মধ্যে দু’জন ক্যাবিনেট সেক্রেটারি আছেন বলে সিএনএনের একটি প্রতিবেদনে বলা হয়। তবে প্রতিবেদনটিতে তাদের নামোল্লেখ করা হয়নি।

এদিকে ট্রাম্প বৃহস্পতিবার রাতে তার বক্তব্য সংবলিত আরেকটি ভিডিও ছেড়েছেন যেটিতে তিনি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা বলেছেন।

তবে সিএনএনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রিপাবলিকান দলের ওই নেতারা ট্রাম্পের এই ভাষণকে বিলম্বিত মনে করেন। কেননা তাদের দৃষ্টিতে ট্রাম্পের এই অবস্থান ভোটের রাতেই ঘোষণা করা দরকার ছিল।

এদিকে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনার সম্ভাবনার কথা বলেছেন ডেমোক্র্যাট দলের হাউস স্পিকার ক্যাথরিন ক্লার্ক। তিনি জানিয়েছেন আগামী সপ্তাহের প্রথমার্ধে এই প্রস্তাব আনা হবে। তিনি বলেন, সেজন্য কিছু প্রক্রিয়াগত দিক রয়েছে, যেগুলো আমাদের করতে হবে।

তিনি বলেন, আমাদের একজন প্রেসিডেন্ট আছেন যার জন্য ক্যাপিটাল হিলে হামলা হয়েছে। এখন পর্যন্ত ৫ জন মারা গেছে। আমাদের গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে।

তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলেন ডেমোক্র্যাট দলের আইনপ্রণেতারা এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে ক্যাপিটাল হিলে স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টায় বসবেন।

স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন মাইক পেন্স ২৫তম সংশোধনীবলে ট্রাম্পের সংশোধন প্রস্তাব আনতে রাজি না হলে তিনি (পেলোসি) নিজেই কংগ্রেসে এ প্রস্তাব আনবেন।