দেশে করোনা

শনাক্ত আরও ৭৮৫ ১৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৭৩৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৭৮৫ জন। এর আগে, গত ২ জানুয়ারি ৬৮৪ জন শনাক্ত হয়েছিলেন। সরকারি হিসাবে, সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ২০ হাজার ৬৯০ জনে। একই সময় অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৩ জন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হলেন মোট চার লাখ ৬৫ হাজার ২৭৯ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৮টি। এরমধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৬৮১টি। এখন পর্যন্ত দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৩১ হাজার ৪৯১টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হয়েছে ২৬ লাখ ৩০ হাজার ৭৭২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে সাত লাখ ৭১৯টি। দেশে বর্তমানে মোট ১৮১টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। তার মধ্যে আরটি-পিসিআর ১১৪টি, জিন-এক্সপার্ট ২৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাগার রয়েছে ৪০টি। গত ২৪ ঘণ্টায় করোনাতে শনাক্তের হার পাঁচ দশমিক ৭৪ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ। মারা যাওয়া ১৬ জনের মধ্যে পুরুষ ১৩ জন আর নারী তিন জন। এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন পাঁচ হাজার ৮৮০ জন আর নারী এক হাজার ৮৫৪ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক শূন্য তিন শতাংশ আর নারী ২৩ দশমিক ৯৭ শতাংশ। মৃতদের মধ্যে বয়স বিবেচনায় স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ১৪ জন, আর ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন ও ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন একজন। আবার বিভাগভিত্তিক পর্যালোচনাতে জানানো হয়েছে, তাদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১২ জন, চট্টগ্রাম বিভাগের দু’জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন একজন করে। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৮৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৬২২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, রংপুর বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, সিলেট বিভাগে ২০ জন ও ময়মনসিংহ বিভাগে রয়েছেন ১৪ জন। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৭০৫ জন আর ছাড় পেয়েছেন ৬৪৪ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ আট হাজার ৩৫৪ জন আর ছাড় পেয়েছেন পাঁচ লাখ ৬৯ হাজার ৯৪৯ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৮ হাজার ৪০৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ১২৮ জন আর ছাড় পেয়েছেন ৯৫ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৭ হাজার ২৫৩ জন আর ছাড় পেয়েছেন ৮৫ হাজার ৯৬৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ২৮৯ জন।

শনিবার, ০৯ জানুয়ারী ২০২১ , ২৫ পৌষ ১৪২৭, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪২

দেশে করোনা

শনাক্ত আরও ৭৮৫ ১৬ জনের মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক |

image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৭৩৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৭৮৫ জন। এর আগে, গত ২ জানুয়ারি ৬৮৪ জন শনাক্ত হয়েছিলেন। সরকারি হিসাবে, সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ২০ হাজার ৬৯০ জনে। একই সময় অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩৩ জন। এ নিয়ে করোনা থেকে সুস্থ হলেন মোট চার লাখ ৬৫ হাজার ২৭৯ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৮টি। এরমধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৬৮১টি। এখন পর্যন্ত দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৩১ হাজার ৪৯১টি। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হয়েছে ২৬ লাখ ৩০ হাজার ৭৭২টি আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে সাত লাখ ৭১৯টি। দেশে বর্তমানে মোট ১৮১টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। তার মধ্যে আরটি-পিসিআর ১১৪টি, জিন-এক্সপার্ট ২৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাগার রয়েছে ৪০টি। গত ২৪ ঘণ্টায় করোনাতে শনাক্তের হার পাঁচ দশমিক ৭৪ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ। মারা যাওয়া ১৬ জনের মধ্যে পুরুষ ১৩ জন আর নারী তিন জন। এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন পাঁচ হাজার ৮৮০ জন আর নারী এক হাজার ৮৫৪ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক শূন্য তিন শতাংশ আর নারী ২৩ দশমিক ৯৭ শতাংশ। মৃতদের মধ্যে বয়স বিবেচনায় স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ১৪ জন, আর ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন ও ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন একজন। আবার বিভাগভিত্তিক পর্যালোচনাতে জানানো হয়েছে, তাদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১২ জন, চট্টগ্রাম বিভাগের দু’জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন একজন করে। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৮৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৬২২ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, রংপুর বিভাগে ২২ জন, খুলনা বিভাগে ১৩ জন, বরিশাল বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, সিলেট বিভাগে ২০ জন ও ময়মনসিংহ বিভাগে রয়েছেন ১৪ জন। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৭০৫ জন আর ছাড় পেয়েছেন ৬৪৪ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ আট হাজার ৩৫৪ জন আর ছাড় পেয়েছেন পাঁচ লাখ ৬৯ হাজার ৯৪৯ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৮ হাজার ৪০৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ১২৮ জন আর ছাড় পেয়েছেন ৯৫ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৯৭ হাজার ২৫৩ জন আর ছাড় পেয়েছেন ৮৫ হাজার ৯৬৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ২৮৯ জন।