বাজারে স্যামসাং টি সিরিজ কিউএলইডি টিভি

স্যামসাং সম্প্রতি তাদের টি সিরিজের অধীনে বাংলাদেশে ২০২০ কিউএলইডি টিভি উন্মোচন করেছে। সম্পূর্ণ নতুন টি সিরিজের টেলিভিশনগুলো বাংলাদেশে কয়েকটি ভিন্ন ক্যাটেগরিতে পাওয়া যাচ্ছেÑ কিউএলইডি টিভি, ইউএইচডি টিভি, ফুলএইচডি টিভি এবং এইচডি টিভি। এই টিভিগুলোকে খুব সহজেই পিসিতে রূপান্তর করা যায়। উদাহরণ হিসেবে বলা যায়, জরুরি প্রয়োজন থাকায় আপনি আপনার অফিসের কোন কাজ অসমাপ্ত অবস্থায় রেখে এসেছেন। এক্ষেত্রে, টি সিরিজের স্মার্ট টিভিতে থাকা পার্সোনাল কম্পিউটার মোডের মাধ্যমে আপনি বাসা থেকেই ফেলা আসা অসমাপ্ত কাজটি সহজেই শেষ করতে পারবেন।

টি সিরিজ ২০২০ কিউএলইডি টিভির লাইন-আপে আছে মোট ৫টি মডেল, যার মধ্যে কিউ৯৫০টি (৮৫ ইঞ্চি) এবং কিউ৮০০টি (৮২ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চি) এই দুটি মডেল এইটকে রেজ্যুলেশনের। এছাড়া কিউ৮০টি (৬৫ ইঞ্চি), কিউ৭০টি (৭৫ ইঞ্চি) এবং কিউ৬০টি (৫৫ ইঞ্চি ও ৫০ ইঞ্চি) মডেলের সবগুলোই ফোরকে রেজ্যুলেশন। কিউএলইডি এইটকে এবং ফোরকে রেঞ্জের মডেলগুলোতে নতুন কিছু ফিচার যেমন: অ্যাডাপ্টিভ পিকচার, অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড (ওটিএস), অ্যাক্টিভ ভয়েস অ্যামপ্লিফায়ারের সঙ্গে মাল্টি-ভিউ অপশনও রয়েছে। অ্যাডাপ্টিভ পিকচার ফিচার কোন স্ক্রিন বার্ন-ইন ছাড়াই শতভাগ রঙে দীর্ঘায়ু নিশ্চিত করবে এবং সবচেয়ে উজ্জ্বল এবং অন্ধকার দৃশ্য দেখার ক্ষেত্রেও অসাধারণ ভিউইং এক্সপেরিয়েন্স দেবে। অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড (ওটিএস) ফিচার ও কিউ-সিম্ফনি প্রযুক্তি পছন্দের কন্টেন্ট বা গান উপভোগের ক্ষেত্রে চমৎকার অডিও এক্সপেরিয়েন্স নিশ্চিত করবে। এছাড়াও, এ লাইন-আপে একটি মাল্টি-ভিউ অপশন ফিচার আছে, যা ব্যবহারে একই সময়ে টিভি এবং স্মার্টফোন দুটোর বিষয়বস্তুই উপভোগ করা যায়। এইটকে কিউএলইডি টিভির তিনটি মডেল যথাক্রমে ১২ লক্ষ ৯৯ হাজার টাকা, ১৭ লক্ষ ৯৯ হাজার টাকা এবং ১৯ লক্ষ ৯৯ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

মিউজিক প্লেয়ার ফিচার দিয়ে আপনি আপনার টি-সিরিজ স্মার্ট টিভিকে স্টাইলিশ ভার্চুয়াল মিউজিক সিস্টেমে রূপান্তর করতে পারবেন। ফলে, সঙ্গীত হবে এখন আরো উপভোগ্য। স্যামসাং এই টিভিগুলোতে দিচ্ছে ৪ বছরের প্যানেল ওয়্যারেন্টি। পাশাপাশি বিনা মূল্যে ডেলিভারি ও ইন্সটলেশন, ইন-হোম সার্ভিস, ২৪/৭ কল সেন্টার সুবিধা ও ৫ বছর সার্ভিস ওয়ারেন্টিসহ বিক্রয়োত্তর সেবা। এছাড়াও স্যামসাং টি সিরিজের টিভিতে রয়েছে ১০০ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এর সুবিধা। সংবাদ বিজ্ঞপ্তি।

শনিবার, ০৯ জানুয়ারী ২০২১ , ২৫ পৌষ ১৪২৭, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪২

বাজারে স্যামসাং টি সিরিজ কিউএলইডি টিভি

image

স্যামসাং সম্প্রতি তাদের টি সিরিজের অধীনে বাংলাদেশে ২০২০ কিউএলইডি টিভি উন্মোচন করেছে। সম্পূর্ণ নতুন টি সিরিজের টেলিভিশনগুলো বাংলাদেশে কয়েকটি ভিন্ন ক্যাটেগরিতে পাওয়া যাচ্ছেÑ কিউএলইডি টিভি, ইউএইচডি টিভি, ফুলএইচডি টিভি এবং এইচডি টিভি। এই টিভিগুলোকে খুব সহজেই পিসিতে রূপান্তর করা যায়। উদাহরণ হিসেবে বলা যায়, জরুরি প্রয়োজন থাকায় আপনি আপনার অফিসের কোন কাজ অসমাপ্ত অবস্থায় রেখে এসেছেন। এক্ষেত্রে, টি সিরিজের স্মার্ট টিভিতে থাকা পার্সোনাল কম্পিউটার মোডের মাধ্যমে আপনি বাসা থেকেই ফেলা আসা অসমাপ্ত কাজটি সহজেই শেষ করতে পারবেন।

টি সিরিজ ২০২০ কিউএলইডি টিভির লাইন-আপে আছে মোট ৫টি মডেল, যার মধ্যে কিউ৯৫০টি (৮৫ ইঞ্চি) এবং কিউ৮০০টি (৮২ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চি) এই দুটি মডেল এইটকে রেজ্যুলেশনের। এছাড়া কিউ৮০টি (৬৫ ইঞ্চি), কিউ৭০টি (৭৫ ইঞ্চি) এবং কিউ৬০টি (৫৫ ইঞ্চি ও ৫০ ইঞ্চি) মডেলের সবগুলোই ফোরকে রেজ্যুলেশন। কিউএলইডি এইটকে এবং ফোরকে রেঞ্জের মডেলগুলোতে নতুন কিছু ফিচার যেমন: অ্যাডাপ্টিভ পিকচার, অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড (ওটিএস), অ্যাক্টিভ ভয়েস অ্যামপ্লিফায়ারের সঙ্গে মাল্টি-ভিউ অপশনও রয়েছে। অ্যাডাপ্টিভ পিকচার ফিচার কোন স্ক্রিন বার্ন-ইন ছাড়াই শতভাগ রঙে দীর্ঘায়ু নিশ্চিত করবে এবং সবচেয়ে উজ্জ্বল এবং অন্ধকার দৃশ্য দেখার ক্ষেত্রেও অসাধারণ ভিউইং এক্সপেরিয়েন্স দেবে। অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড (ওটিএস) ফিচার ও কিউ-সিম্ফনি প্রযুক্তি পছন্দের কন্টেন্ট বা গান উপভোগের ক্ষেত্রে চমৎকার অডিও এক্সপেরিয়েন্স নিশ্চিত করবে। এছাড়াও, এ লাইন-আপে একটি মাল্টি-ভিউ অপশন ফিচার আছে, যা ব্যবহারে একই সময়ে টিভি এবং স্মার্টফোন দুটোর বিষয়বস্তুই উপভোগ করা যায়। এইটকে কিউএলইডি টিভির তিনটি মডেল যথাক্রমে ১২ লক্ষ ৯৯ হাজার টাকা, ১৭ লক্ষ ৯৯ হাজার টাকা এবং ১৯ লক্ষ ৯৯ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

মিউজিক প্লেয়ার ফিচার দিয়ে আপনি আপনার টি-সিরিজ স্মার্ট টিভিকে স্টাইলিশ ভার্চুয়াল মিউজিক সিস্টেমে রূপান্তর করতে পারবেন। ফলে, সঙ্গীত হবে এখন আরো উপভোগ্য। স্যামসাং এই টিভিগুলোতে দিচ্ছে ৪ বছরের প্যানেল ওয়্যারেন্টি। পাশাপাশি বিনা মূল্যে ডেলিভারি ও ইন্সটলেশন, ইন-হোম সার্ভিস, ২৪/৭ কল সেন্টার সুবিধা ও ৫ বছর সার্ভিস ওয়ারেন্টিসহ বিক্রয়োত্তর সেবা। এছাড়াও স্যামসাং টি সিরিজের টিভিতে রয়েছে ১০০ দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এর সুবিধা। সংবাদ বিজ্ঞপ্তি।