করোনা মোকাবিলায় উপমহাদেশে বাংলাদেশ শীর্ষে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা ভ্যাকসিন চুক্তি অনুযায়ী যথাসময়ে দেশে আসবে এ নিয়ে কোন শঙ্কার কারণ নেই। একটি ভুল সংবাদের ভিত্তিতে বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেটা ভারতের স্বাস্থ্য সচিব নিশ্চিত করেছেন করোনা ভ্যাকসিন যথাসময়ে বাংলাদেশে আসবে। তিনি গতকাল ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলার ক্ষেত্রে উপমহাদেশের মধ্যে সবার ওপরে বাংলাদেশ। সক্ষমতার দিক থেকে পৃথিবীর মধ্যে ২০তম স্থানে রয়েছে। অথচ করোনা মহামারী শুরু হওয়ার পর নানা আশঙ্কার কথা বলে জনগনণকে বিভ্রান্ত করেছিল। যারা বলেছিল রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে অর্থের অভাবে অনাহারে মানুষ মারা যাবে তাদের সেই শঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। এখন তারা করোনা ভ্যাকসিন নিয়ে নানা গল্প বানাচ্ছে। করোনা ভ্যাকসিন যথাসময়ে দেশের মানুষ পাবেই।

আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যেই রংপুরে অবস্থিত টেলিভিশন র‌্যালি কেন্দ্রটি পুর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র হবে এবং এখান থেকেই অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশের ৬টি বিভাগে পুর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন চালু করার নির্দেশ দিয়েছেন। গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল মামলা দায়ের করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে এটা অনেক উন্নত দেশ করতে পারে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, ইউরোপীয় দেশ যুক্তরাজ্যের একটি ১শ’ ৩০ বছরের পুরাতন পত্রিকা একটি ভুল খবর পরিবেশন করায় তাদের বিপুল পরিমাণ অর্থ জরিমানা হয়েছিল সেই জরিমানার অর্থ গুণতে না পারায় সেই পত্রিকাটি বন্ধ হয়ে গিয়েছিল।

একই দেশে বিবিসিতে একজন এমপির বিরুদ্ধে ভুল খবর পরিবেশন করায় তাদের বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়। এ ধরনের ঘটনা আমাদের দেশে হয় না। দুর্নীতি হলে অবশ্যই খবর করা যায় এতে বরং সরকারের পক্ষে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া সহজ হয়। তবে অসত্য, ভুল সংবাদ পরিবেশন করা সমীচীন নয়। একইভাবে সাংবাদিকদের নামেও হয়রানিমূলক মামলা হওয়া সমীচীন নয়। এ ধরনের কোন ঘটনা আমার নজরে আসলে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।

এর আগে তথ্যমন্ত্রী রংপুর সার্কিট হাউজে এসে পৌছলে জেলা প্রশাসক আসিব আহসান ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ অঙ্গসংগঠনের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি নগরীর আরকে রোডস্থ টেলিভিশন উপকেন্দ্র পরিদর্শন করেন। পরে রংপুর বেতার কেন্দ্রে যান। সেখানে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে বলেন রংপুর বেতার কেন্দ্রটিকে আরও উন্নত করা হবে।

শনিবার, ০৯ জানুয়ারী ২০২১ , ২৫ পৌষ ১৪২৭, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪২

করোনা মোকাবিলায় উপমহাদেশে বাংলাদেশ শীর্ষে তথ্যমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা ভ্যাকসিন চুক্তি অনুযায়ী যথাসময়ে দেশে আসবে এ নিয়ে কোন শঙ্কার কারণ নেই। একটি ভুল সংবাদের ভিত্তিতে বিভ্রান্তি তৈরি হয়েছিল। সেটা ভারতের স্বাস্থ্য সচিব নিশ্চিত করেছেন করোনা ভ্যাকসিন যথাসময়ে বাংলাদেশে আসবে। তিনি গতকাল ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবিলার ক্ষেত্রে উপমহাদেশের মধ্যে সবার ওপরে বাংলাদেশ। সক্ষমতার দিক থেকে পৃথিবীর মধ্যে ২০তম স্থানে রয়েছে। অথচ করোনা মহামারী শুরু হওয়ার পর নানা আশঙ্কার কথা বলে জনগনণকে বিভ্রান্ত করেছিল। যারা বলেছিল রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে অর্থের অভাবে অনাহারে মানুষ মারা যাবে তাদের সেই শঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। এখন তারা করোনা ভ্যাকসিন নিয়ে নানা গল্প বানাচ্ছে। করোনা ভ্যাকসিন যথাসময়ে দেশের মানুষ পাবেই।

আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যেই রংপুরে অবস্থিত টেলিভিশন র‌্যালি কেন্দ্রটি পুর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র হবে এবং এখান থেকেই অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে দেশের ৬টি বিভাগে পুর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন চালু করার নির্দেশ দিয়েছেন। গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল মামলা দায়ের করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম যে পরিমাণ স্বাধীনতা ভোগ করে এটা অনেক উন্নত দেশ করতে পারে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, ইউরোপীয় দেশ যুক্তরাজ্যের একটি ১শ’ ৩০ বছরের পুরাতন পত্রিকা একটি ভুল খবর পরিবেশন করায় তাদের বিপুল পরিমাণ অর্থ জরিমানা হয়েছিল সেই জরিমানার অর্থ গুণতে না পারায় সেই পত্রিকাটি বন্ধ হয়ে গিয়েছিল।

একই দেশে বিবিসিতে একজন এমপির বিরুদ্ধে ভুল খবর পরিবেশন করায় তাদের বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়। এ ধরনের ঘটনা আমাদের দেশে হয় না। দুর্নীতি হলে অবশ্যই খবর করা যায় এতে বরং সরকারের পক্ষে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া সহজ হয়। তবে অসত্য, ভুল সংবাদ পরিবেশন করা সমীচীন নয়। একইভাবে সাংবাদিকদের নামেও হয়রানিমূলক মামলা হওয়া সমীচীন নয়। এ ধরনের কোন ঘটনা আমার নজরে আসলে আমি দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।

এর আগে তথ্যমন্ত্রী রংপুর সার্কিট হাউজে এসে পৌছলে জেলা প্রশাসক আসিব আহসান ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি শাফিয়ার রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ অঙ্গসংগঠনের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি নগরীর আরকে রোডস্থ টেলিভিশন উপকেন্দ্র পরিদর্শন করেন। পরে রংপুর বেতার কেন্দ্রে যান। সেখানে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে বলেন রংপুর বেতার কেন্দ্রটিকে আরও উন্নত করা হবে।