আবাসন সমবায়ে এমসিসিএইচএস’র সাফল্য

আধুনিক নগরায়ণ ব্যবস্থায় আবাসন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ঢাকা শহরের মতো জনবহুল শহরগুলোতে আবাসন সংকট। তাই নগর জীবনের আবাসন সংকট সমাধানে বিভিন্ন ধারার উদ্যোগ বিদ্যমান। সমবায় আবাসন ব্যবস্থা সারাবিশে^ই সফলতা ও জনপ্রিয়তা অর্জন করেছে। দেশের অন্যতম বৃহত্তম সমবায়, গৃহায়ণের সর্ববৃহৎ সমবায় এবং খ্রিস্টান সমাজের বৃহত্তম সমবায় দি মেট্রোপলিটান খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. (দি এমসিসিএইচএস) আবাসন সমবায়ে সাফল্য অর্জন করেছে এবং গত বছর জাতীয় সমবায় দিবসে সরকার শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার পেয়েছে দি এমসিসিএইচএস।

এর নেতৃত্বে রয়েছেন সরকার কর্তৃক শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার প্রাপ্ত মি. আগস্টিন পিউরিফিকেশন। ২০১২ সাল থেকে টানা ৩ মেয়াদ তিনি সমিতির নেতৃত্ব দিচ্ছেন। যেখানে ২০১২ সালে সোসাইটির সম্পদ পরিসম্পদ ছিল ২১৫ কোটি টাকা সেখানে বর্তমানে সম্পদ পরিসম্পদের পরিমাণ প্রায় ১৫০০ কোটি টাকা। প্রডাক্ট, সেবা, সদস্য সংখ্যা, সঞ্চয়, আমানত, ঋণ কার্যক্রম, মূলধন, ব্যবস্থাপনাসহ সব ক্ষেত্রে তার সুদক্ষ নেতৃত্বে সমিতি উত্তোরত্তর সাফল্য অর্জন করেছে।

উল্লেখ্য, ঢাকায় বসবাসরত খ্রিস্টানদের আবাসন সমস্যা সমাধানকল্পে আমরা গৃহ সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ সেøাগান নিয়ে ১৯৭৭ সালে দি মেট্রোপলিটান খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. প্রতিষ্ঠিত হয়। যে সোসাইটি আজ বিশাল মহিরুহে পরিণত হয়েছে। বর্তমানে সোসাইটির সদস্য সংখ্যা প্রায় ৩০ হাজার। সোসাইটির সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন, জমি ক্রয়, গৃহনির্মাণ, উচ্চ শিক্ষাসহ বিভিন্ন উদ্দেশ্যে সোসাইটি টাকা ঋণ প্রদান করেছে। এইচডিপিএস প্রকল্প, ২৫ বছরে ২৫ গুণ আমানত প্রকল্প, মানি বিল্ডার প্রকল্পসহ বিভিন্ন মেয়াদি আমানতের উপর সোসাইটি আকর্ষণীয় হারে সুদ প্রদান করছে। সদস্যসংগ্রহ, সঞ্চয়, আমানত ও ঋণ প্রদানের ক্ষেত্রে দেশের অন্যান্য সমবায় সমিতির চেয়ে ব্যতিক্রম। মূলধন, শেয়ার মূলধন, শেয়ার আমানত ও এফডিআর এর ক্ষেত্রে সোসাইটির অর্জন অসাধারণ। এই সোসাইটির প্রডাক্টের মধ্যে রয়েছে। জমি ক্রয় করে ডেভেলপ শেষে প্লট বিক্রয় ও এপার্টমেন্ট তৈরি করে ফ্ল্যাট বিক্রয়। প্লট প্রকল্পের মধ্যে গাজীপুরে সোসাইটির লোকস্ট হাউজিং প্রকল্প একটি অসাধারণ দৃষ্টান্ত। ১৯৮০ সালে পাগাড়ে স্বল্প মূল্যের সমবায় গৃহায়ণ প্রকল্পের কাজ শুরু করা হয়। কারিতাস বাংলাদেশের সহায়তায় ওই প্রকল্পের জন্য ১৯৮৪ সালে পশ্চিম জার্মানির দাতা সংস্থা মিজেরিয়রের ৯৬ হাজার ডয়েজ মার্ক অনুদানের মাধ্যমে ২.৫০ বিঘা জমি ক্রয় করে প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এই প্রকল্পের মোট প্লটের সংখ্যা ৩০টি। সব প্লট সোসাইটির স্বল্প আয়ের সদস্যদের মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। হাউজিং সোসাইটির অন্য প্রডাক্ট হচ্ছে ফ্ল্যাট প্রকল্প। মিরপুর, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনিপাড়া, কাফরুল, পাগাড়, নদ্দা ও দক্ষিণখানসহ অন্য এলাকায় ‘নীড়’ নামে ফ্ল্যাট প্রকল্প রয়েছে।

রবিবার, ১০ জানুয়ারী ২০২১ , ২৬ পৌষ ১৪২৭, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪২

আবাসন সমবায়ে এমসিসিএইচএস’র সাফল্য

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

আধুনিক নগরায়ণ ব্যবস্থায় আবাসন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ঢাকা শহরের মতো জনবহুল শহরগুলোতে আবাসন সংকট। তাই নগর জীবনের আবাসন সংকট সমাধানে বিভিন্ন ধারার উদ্যোগ বিদ্যমান। সমবায় আবাসন ব্যবস্থা সারাবিশে^ই সফলতা ও জনপ্রিয়তা অর্জন করেছে। দেশের অন্যতম বৃহত্তম সমবায়, গৃহায়ণের সর্ববৃহৎ সমবায় এবং খ্রিস্টান সমাজের বৃহত্তম সমবায় দি মেট্রোপলিটান খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. (দি এমসিসিএইচএস) আবাসন সমবায়ে সাফল্য অর্জন করেছে এবং গত বছর জাতীয় সমবায় দিবসে সরকার শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার পেয়েছে দি এমসিসিএইচএস।

এর নেতৃত্বে রয়েছেন সরকার কর্তৃক শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার প্রাপ্ত মি. আগস্টিন পিউরিফিকেশন। ২০১২ সাল থেকে টানা ৩ মেয়াদ তিনি সমিতির নেতৃত্ব দিচ্ছেন। যেখানে ২০১২ সালে সোসাইটির সম্পদ পরিসম্পদ ছিল ২১৫ কোটি টাকা সেখানে বর্তমানে সম্পদ পরিসম্পদের পরিমাণ প্রায় ১৫০০ কোটি টাকা। প্রডাক্ট, সেবা, সদস্য সংখ্যা, সঞ্চয়, আমানত, ঋণ কার্যক্রম, মূলধন, ব্যবস্থাপনাসহ সব ক্ষেত্রে তার সুদক্ষ নেতৃত্বে সমিতি উত্তোরত্তর সাফল্য অর্জন করেছে।

উল্লেখ্য, ঢাকায় বসবাসরত খ্রিস্টানদের আবাসন সমস্যা সমাধানকল্পে আমরা গৃহ সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ সেøাগান নিয়ে ১৯৭৭ সালে দি মেট্রোপলিটান খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. প্রতিষ্ঠিত হয়। যে সোসাইটি আজ বিশাল মহিরুহে পরিণত হয়েছে। বর্তমানে সোসাইটির সদস্য সংখ্যা প্রায় ৩০ হাজার। সোসাইটির সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন, জমি ক্রয়, গৃহনির্মাণ, উচ্চ শিক্ষাসহ বিভিন্ন উদ্দেশ্যে সোসাইটি টাকা ঋণ প্রদান করেছে। এইচডিপিএস প্রকল্প, ২৫ বছরে ২৫ গুণ আমানত প্রকল্প, মানি বিল্ডার প্রকল্পসহ বিভিন্ন মেয়াদি আমানতের উপর সোসাইটি আকর্ষণীয় হারে সুদ প্রদান করছে। সদস্যসংগ্রহ, সঞ্চয়, আমানত ও ঋণ প্রদানের ক্ষেত্রে দেশের অন্যান্য সমবায় সমিতির চেয়ে ব্যতিক্রম। মূলধন, শেয়ার মূলধন, শেয়ার আমানত ও এফডিআর এর ক্ষেত্রে সোসাইটির অর্জন অসাধারণ। এই সোসাইটির প্রডাক্টের মধ্যে রয়েছে। জমি ক্রয় করে ডেভেলপ শেষে প্লট বিক্রয় ও এপার্টমেন্ট তৈরি করে ফ্ল্যাট বিক্রয়। প্লট প্রকল্পের মধ্যে গাজীপুরে সোসাইটির লোকস্ট হাউজিং প্রকল্প একটি অসাধারণ দৃষ্টান্ত। ১৯৮০ সালে পাগাড়ে স্বল্প মূল্যের সমবায় গৃহায়ণ প্রকল্পের কাজ শুরু করা হয়। কারিতাস বাংলাদেশের সহায়তায় ওই প্রকল্পের জন্য ১৯৮৪ সালে পশ্চিম জার্মানির দাতা সংস্থা মিজেরিয়রের ৯৬ হাজার ডয়েজ মার্ক অনুদানের মাধ্যমে ২.৫০ বিঘা জমি ক্রয় করে প্রকল্পের কার্যক্রম শুরু হয়। এই প্রকল্পের মোট প্লটের সংখ্যা ৩০টি। সব প্লট সোসাইটির স্বল্প আয়ের সদস্যদের মধ্যে বরাদ্দ দেয়া হয়েছে। হাউজিং সোসাইটির অন্য প্রডাক্ট হচ্ছে ফ্ল্যাট প্রকল্প। মিরপুর, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনিপাড়া, কাফরুল, পাগাড়, নদ্দা ও দক্ষিণখানসহ অন্য এলাকায় ‘নীড়’ নামে ফ্ল্যাট প্রকল্প রয়েছে।