রাজিবপুরে ইয়াবা গ্রেফতার দুই

কুড়িগ্রামের চর রাজিবপুর থানা পুলিশ গত শুক্রবার স্লুইজ গেইট এলাকায় চেকপোস্ট ডিউটি কালিন সময়ে ৬৮০ পিস ভারতীয় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। চর রাজিবপুর থানা সূত্রে জানান, চর রাজিবপুর থানার এসআই গোলক চন্দ্র বর্মণ, এএসআই নুর সাদেক সঙ্গীয় ফোর্সসহ নুর মোহাম্মদ(২৬) ও তারেক ইসলাম(১৮) নামের ২ মাদক ব্যবসায়ীকে আকট করে। এ সময় তাদের দেহ তল্লাশি চালালে তাদের নিকট ৬৮০ পিস ভারতীয় ইয়াবা পাওয়া যায়। আসামিদ্বয় সিএনজি যোগে রৌমারী থেকে জামলপুরের দিকে যাচ্ছিল। আটককৃত নুর মোহাম্মদ এর বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মাদারটারি গ্রামে তার বাবার নাম আলতাফ হোসেন। অপরজন টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার লেকের পাড়া শুক্কুর আল মামুনের পুত্র। এ ব্যাপারে চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান, তাদের নামে চর রাজিবপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার তাদের কুড়িগ্রাম জেলখানায় পাঠানো হয়েছে।

আরও খবর
জমির উর্বর মাটি দেদার বিক্রি ভাটায়! ফসলাবাদ হুমকিতে
মহেশপুরে ভূমিহীন ৬৪ পরিবার পেল খাস জমি
আমতলীতে ডায়েরিয়ার প্রকোপ বৃদ্ধি, হাসপাতালে ওষুধ সংকট
ভিজিএফ কার্ডের আশ্বাসে গৃহবধূকে ধর্ষণ : ধৃত ২
কলমাকান্দায় আগুনে ভস্মীভূত বসতঘর
কিশোরগঞ্জে আয়শা খানম স্মরণে মোমবাতি প্রজ্বালন
সীমানা জটিলতায় ৯ বছর অভিভাবক শূন্য গোসাইরহাট
জগন্নাথপুরে ভোটের মাঠ সরগরম
দশমিনায় ট্রাক্টরসহ লোহার সেতু খালে : আহত দুই
নওগাঁয় ১৮ কোটি টাকা ব্যয়ে গৃহহীনদের ১০৫৬ বাড়ি নির্মাণ
চাটখিলে প্রবাসীকে জিম্মি করে চাঁদা গ্রেফতার ৩
গোমস্তাপুরে ৮ কিমি. বাঁধ সংস্কারে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
চাঁদপুরে অবৈধভাবে চলছে নবরূপ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র

রবিবার, ১০ জানুয়ারী ২০২১ , ২৬ পৌষ ১৪২৭, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪২

রাজিবপুরে ইয়াবা গ্রেফতার দুই

প্রতিনিধি, রাজিবপুর (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের চর রাজিবপুর থানা পুলিশ গত শুক্রবার স্লুইজ গেইট এলাকায় চেকপোস্ট ডিউটি কালিন সময়ে ৬৮০ পিস ভারতীয় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। চর রাজিবপুর থানা সূত্রে জানান, চর রাজিবপুর থানার এসআই গোলক চন্দ্র বর্মণ, এএসআই নুর সাদেক সঙ্গীয় ফোর্সসহ নুর মোহাম্মদ(২৬) ও তারেক ইসলাম(১৮) নামের ২ মাদক ব্যবসায়ীকে আকট করে। এ সময় তাদের দেহ তল্লাশি চালালে তাদের নিকট ৬৮০ পিস ভারতীয় ইয়াবা পাওয়া যায়। আসামিদ্বয় সিএনজি যোগে রৌমারী থেকে জামলপুরের দিকে যাচ্ছিল। আটককৃত নুর মোহাম্মদ এর বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মাদারটারি গ্রামে তার বাবার নাম আলতাফ হোসেন। অপরজন টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার লেকের পাড়া শুক্কুর আল মামুনের পুত্র। এ ব্যাপারে চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নবীউল হাসান জানান, তাদের নামে চর রাজিবপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার তাদের কুড়িগ্রাম জেলখানায় পাঠানো হয়েছে।