চাটখিলে প্রবাসীকে জিম্মি করে চাঁদা গ্রেফতার ৩

প্রবাসীকে জিম্মি করে চাঁদা আদায়ের ঘটনায় নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ গত বৃহস্পতিবার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত প্রতারকরা হলো চাটখিলের পশ্চিম সোসালিয়া গ্রামের দিলাজের বাড়ির আমিন উল্লাহর ছেলে আকাশ (২০), পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের বনি আমিনের ছেলে দিদার হোসেন জনি (১৮) এবং একই গ্রামের হাফিজ পাটোয়ারীর ছেলে বাবু হোসেন (৩০)। গত শুক্রবার গ্রেফতারকৃদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, সৌদি প্রবাসী চাটখিলের মর্য্যাদপাড়া গ্রামের এছাক মিয়ার ছেলে মাসুদ পাটোয়ারী গত ২৫ ডিসেম্বর চাটখিলে আসার সময় শহীদ জি. এম রুহুল আমিন সড়ক থেকে তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ইয়াবা ট্যাবলেট দিয়ে মহিলার সাথে নগ্ন ছবি তুলে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। জিম্মি অবস্থায় মাসুদ তার আত্মীয় স্বজনকে মোবাইল ফোনে প্রতারক চক্রের বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে তাকে উদ্ধার করার অনুরোধ করে। মাসুদের আত্মীয়স্বজন তাকে উদ্ধারের জন্য প্রতারকদের ৮টি বিকাশ নাম্বারে ১ লাখ ৫৩ হাজার টাকা পাঠায়। টাকা পাওয়ার পর প্রতারক চক্রের সদস্যরা মাসুদকে দশঘরিয়া বাজারের পাশে ফেলে চলে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন মাসুদকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বাড়ির লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় চাটখিল থানায় মামলা হলে পুলিশ বিকাশ নাম্বারসমূহ ট্রাকিং করে প্রতারকদের চিহ্নিত করে গ্রেফতার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে গ্রেফতারকৃত প্রতারকদের কোট হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

আরও খবর
জমির উর্বর মাটি দেদার বিক্রি ভাটায়! ফসলাবাদ হুমকিতে
মহেশপুরে ভূমিহীন ৬৪ পরিবার পেল খাস জমি
রাজিবপুরে ইয়াবা গ্রেফতার দুই
আমতলীতে ডায়েরিয়ার প্রকোপ বৃদ্ধি, হাসপাতালে ওষুধ সংকট
ভিজিএফ কার্ডের আশ্বাসে গৃহবধূকে ধর্ষণ : ধৃত ২
কলমাকান্দায় আগুনে ভস্মীভূত বসতঘর
কিশোরগঞ্জে আয়শা খানম স্মরণে মোমবাতি প্রজ্বালন
সীমানা জটিলতায় ৯ বছর অভিভাবক শূন্য গোসাইরহাট
জগন্নাথপুরে ভোটের মাঠ সরগরম
দশমিনায় ট্রাক্টরসহ লোহার সেতু খালে : আহত দুই
নওগাঁয় ১৮ কোটি টাকা ব্যয়ে গৃহহীনদের ১০৫৬ বাড়ি নির্মাণ
গোমস্তাপুরে ৮ কিমি. বাঁধ সংস্কারে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ
চাঁদপুরে অবৈধভাবে চলছে নবরূপ মাদকাসক্ত নিরাময় কেন্দ্র

রবিবার, ১০ জানুয়ারী ২০২১ , ২৬ পৌষ ১৪২৭, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪২

চাটখিলে প্রবাসীকে জিম্মি করে চাঁদা গ্রেফতার ৩

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

প্রবাসীকে জিম্মি করে চাঁদা আদায়ের ঘটনায় নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ গত বৃহস্পতিবার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত প্রতারকরা হলো চাটখিলের পশ্চিম সোসালিয়া গ্রামের দিলাজের বাড়ির আমিন উল্লাহর ছেলে আকাশ (২০), পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের বনি আমিনের ছেলে দিদার হোসেন জনি (১৮) এবং একই গ্রামের হাফিজ পাটোয়ারীর ছেলে বাবু হোসেন (৩০)। গত শুক্রবার গ্রেফতারকৃদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, সৌদি প্রবাসী চাটখিলের মর্য্যাদপাড়া গ্রামের এছাক মিয়ার ছেলে মাসুদ পাটোয়ারী গত ২৫ ডিসেম্বর চাটখিলে আসার সময় শহীদ জি. এম রুহুল আমিন সড়ক থেকে তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ইয়াবা ট্যাবলেট দিয়ে মহিলার সাথে নগ্ন ছবি তুলে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। জিম্মি অবস্থায় মাসুদ তার আত্মীয় স্বজনকে মোবাইল ফোনে প্রতারক চক্রের বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে তাকে উদ্ধার করার অনুরোধ করে। মাসুদের আত্মীয়স্বজন তাকে উদ্ধারের জন্য প্রতারকদের ৮টি বিকাশ নাম্বারে ১ লাখ ৫৩ হাজার টাকা পাঠায়। টাকা পাওয়ার পর প্রতারক চক্রের সদস্যরা মাসুদকে দশঘরিয়া বাজারের পাশে ফেলে চলে যায়। আহত অবস্থায় স্থানীয় লোকজন মাসুদকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বাড়ির লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় চাটখিল থানায় মামলা হলে পুলিশ বিকাশ নাম্বারসমূহ ট্রাকিং করে প্রতারকদের চিহ্নিত করে গ্রেফতার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে গ্রেফতারকৃত প্রতারকদের কোট হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।