ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে স্বপ্নদলের ‘হরগজ’

ভারতের স্বনামখ্যাত নাট্যসংগঠন ‘রিষড়া দূরায়ন’ আয়োজিত ‘জুট থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’ (পট্ট নাট্যমেলা)-এর ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার পর্বে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যাচার্য সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’। নাট্যচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ১৩তম প্রয়াণদিবস ১৪ই জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে ৭টায় (ভারত সময় ৭টা) ‘রিষড়া দূরায়ন’-এ ইউটিউিব চ্যানেল (https://www.youtube.com/ channel /UCIFegsKAzdDWKi-J6OaU0ng) থেকে প্রদর্শিত হবে ‘হরগজ’ প্রযোজনাটি। রিষড়ায় ১৮৫৫-এ এশিয়ায় প্রথম জুটমিল স্থাপনের ঐতিহাসিক ঘটনাকে উদযাপন করার জন্য ‘রিষড়া দূরায়ন’ এ ‘জুট থিয়েটার ফেস্টিভ্যাল’ আয়োজন করে থাকে। এতে এবারই প্রথম ৯ দিনব্যাপী ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন পূর্বে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার হরগজ-এ সংঘটিত প্রলয়ঙ্করি টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন ‘হরগজ’ নাটকটি রচনা করেন। প্রায়-আণবিক বিস্ফোরণতুল্য সে ঝড়ের পরে প্রথম উদ্ধারকারী দলের সেখানে গমন এবং আকৃতির জগত থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হবার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়েই নাটকটি আবর্তিত। কাব্যিক এ প্রযোজনায় শেষ পর্যন্ত হরগজ যেন তাদের সামনে রূপান্তরিত হয় বিশ্বব্যাপী ভাঙা মানব ভুবনের রূপক রূপে। যেখানে কোন মানুষই আর সম্পূর্ণ নেই! ধর্মগ্রন্থের আদলে রচিত ‘হরগজ’-এ নাট্যকার ত্রাণদল প্রধান আবিদের মাধ্যমে এক নব্যকালের যিশুখ্রিস্টকে দৃশ্যমান করেছেন। যে ত্রাণদাতা রূপে উপস্থিত হয়ে দুর্গত মানুষের প্রতি সহমর্মিতায় সময়ের ব্যবধানে নিজেই যেন আর্তে পরিণত হয়।

আর পাশাপাশি দর্শক মুখোমুখি হয় এক অভূতপূর্ব অভিজ্ঞতার! প্রযোজনাটির আলোক পরিকল্পনায় রয়েছেন ঠা-ু রায়হান, মঞ্চ পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ন এবং প্রযোজনা-ব্যবস্থাপনায় রয়েছেন শিশির সিকদার।

রবিবার, ১০ জানুয়ারী ২০২১ , ২৬ পৌষ ১৪২৭, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪২

ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে স্বপ্নদলের ‘হরগজ’

বিনোদন প্রতিবেদক |

image

ভারতের স্বনামখ্যাত নাট্যসংগঠন ‘রিষড়া দূরায়ন’ আয়োজিত ‘জুট থিয়েটার ফেস্টিভ্যাল ২০২১’ (পট্ট নাট্যমেলা)-এর ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার পর্বে প্রদর্শনের জন্য আমন্ত্রিত হয়েছে স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যাচার্য সেলিম আল দীনের কালজয়ী সৃষ্টি ‘হরগজ’। নাট্যচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ১৩তম প্রয়াণদিবস ১৪ই জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে ৭টায় (ভারত সময় ৭টা) ‘রিষড়া দূরায়ন’-এ ইউটিউিব চ্যানেল (https://www.youtube.com/ channel /UCIFegsKAzdDWKi-J6OaU0ng) থেকে প্রদর্শিত হবে ‘হরগজ’ প্রযোজনাটি। রিষড়ায় ১৮৫৫-এ এশিয়ায় প্রথম জুটমিল স্থাপনের ঐতিহাসিক ঘটনাকে উদযাপন করার জন্য ‘রিষড়া দূরায়ন’ এ ‘জুট থিয়েটার ফেস্টিভ্যাল’ আয়োজন করে থাকে। এতে এবারই প্রথম ৯ দিনব্যাপী ইন্টারন্যাশনাল ভার্চুয়াল থিয়েটার পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন পূর্বে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার হরগজ-এ সংঘটিত প্রলয়ঙ্করি টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন ‘হরগজ’ নাটকটি রচনা করেন। প্রায়-আণবিক বিস্ফোরণতুল্য সে ঝড়ের পরে প্রথম উদ্ধারকারী দলের সেখানে গমন এবং আকৃতির জগত থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হবার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়েই নাটকটি আবর্তিত। কাব্যিক এ প্রযোজনায় শেষ পর্যন্ত হরগজ যেন তাদের সামনে রূপান্তরিত হয় বিশ্বব্যাপী ভাঙা মানব ভুবনের রূপক রূপে। যেখানে কোন মানুষই আর সম্পূর্ণ নেই! ধর্মগ্রন্থের আদলে রচিত ‘হরগজ’-এ নাট্যকার ত্রাণদল প্রধান আবিদের মাধ্যমে এক নব্যকালের যিশুখ্রিস্টকে দৃশ্যমান করেছেন। যে ত্রাণদাতা রূপে উপস্থিত হয়ে দুর্গত মানুষের প্রতি সহমর্মিতায় সময়ের ব্যবধানে নিজেই যেন আর্তে পরিণত হয়।

আর পাশাপাশি দর্শক মুখোমুখি হয় এক অভূতপূর্ব অভিজ্ঞতার! প্রযোজনাটির আলোক পরিকল্পনায় রয়েছেন ঠা-ু রায়হান, মঞ্চ পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ন এবং প্রযোজনা-ব্যবস্থাপনায় রয়েছেন শিশির সিকদার।