‘কেউ কথা রাখেনি’ নাটকে সারিকা

গত বছরের শেষপ্রান্ত থেকে অভিনয়ে আবারও পুরোপুরি ব্যস্ত হয়ে উঠেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। গেলো বছরের শেষের দিকে তিনি কক্সবাজারে পাঁচটি নাটকের কাজ শেষ করে ঢাকায় এসেছেন। ঢাকায় এসেই তিনি আবারও ব্যস্ত হয়ে উঠেছেন। ঢাকায় ফিরে গত দু’দিন তিনি সকাল আহমেদের পরিচালনায় ‘কেউ কথা রাখেনি’ নাটকের কাজ শেষ করেছেন। এতে তার সঙ্গে একই নাটকে আরও অভিনয় করেছেন মিম চৌধুরী। নাটকটির গল্প রচনা করেছেন মেহরাব জাহিদ। নাটকে সারিকা একজন সদ্য ডিভোর্স হওয়া মেয়ে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, ‘এর আগেও সকাল ভাইয়ের নির্দেশনায় বেশকিছু নাটকে অভিনয় করেছি। সকাল ভাই অনেক যতœ নিয়ে নাটক নির্মাণ করেন। এই নাটকের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তবে কেউ কথা রাখেনি’ নাটকটির গল্পটা আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। যে কারণে আমরা সবাই মিলে কাজটি বেশ উপভোগ করেছি। আমি খুব আশাবাদী যে নাটকটি দর্শকের ভীষণ ভালো লাগবে।’ সকাল আহমেদ বলেন, ‘সারিকা অভিনয়ে সবসময়ই সিরিয়াস। তবে অভিনয়ে এখন তার মনোযোগ বেড়েছে। এটা আমাদের জন্য অনেক ভালোলাগার। আমি চাই সারিকা নিয়মিত অভিনয়ে থাকুক। তাতে আমরাও আরো ভালো ভালো নাটক দর্শককে উপহার দিতে পারব।’ সকাল আহমেদ জানান, নাটকটি ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে সারিকা আজ দেবব্রত রনির পরিচালনায় ‘গার্লফ্রেন্ড শুধু গিফট চায়’ নাটকের কাজে ব্যস্ত থাকবেন। কক্সবাজারে সারিকা সাজর জাহানের নির্দেশনায় একটি সাত পর্বের ধারাবাহিক (বিপরীতে মোশাররফ করিম), একটি খণ্ড নাটক (বিপরীতে তাহসান), দীপু হাজরার নির্দেশনায় দুটি এবং শুভ’র নির্দেশরনায় একটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন। সারিকা জানান বিশেষ বিশেষ দিবস ছাড়াও তিনি এখন অভিনয়ে নিয়মিতই থাকবেন।

রবিবার, ১০ জানুয়ারী ২০২১ , ২৬ পৌষ ১৪২৭, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪২

‘কেউ কথা রাখেনি’ নাটকে সারিকা

বিনোদন প্রতিবেদক |

image

গত বছরের শেষপ্রান্ত থেকে অভিনয়ে আবারও পুরোপুরি ব্যস্ত হয়ে উঠেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। গেলো বছরের শেষের দিকে তিনি কক্সবাজারে পাঁচটি নাটকের কাজ শেষ করে ঢাকায় এসেছেন। ঢাকায় এসেই তিনি আবারও ব্যস্ত হয়ে উঠেছেন। ঢাকায় ফিরে গত দু’দিন তিনি সকাল আহমেদের পরিচালনায় ‘কেউ কথা রাখেনি’ নাটকের কাজ শেষ করেছেন। এতে তার সঙ্গে একই নাটকে আরও অভিনয় করেছেন মিম চৌধুরী। নাটকটির গল্প রচনা করেছেন মেহরাব জাহিদ। নাটকে সারিকা একজন সদ্য ডিভোর্স হওয়া মেয়ে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, ‘এর আগেও সকাল ভাইয়ের নির্দেশনায় বেশকিছু নাটকে অভিনয় করেছি। সকাল ভাই অনেক যতœ নিয়ে নাটক নির্মাণ করেন। এই নাটকের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তবে কেউ কথা রাখেনি’ নাটকটির গল্পটা আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। যে কারণে আমরা সবাই মিলে কাজটি বেশ উপভোগ করেছি। আমি খুব আশাবাদী যে নাটকটি দর্শকের ভীষণ ভালো লাগবে।’ সকাল আহমেদ বলেন, ‘সারিকা অভিনয়ে সবসময়ই সিরিয়াস। তবে অভিনয়ে এখন তার মনোযোগ বেড়েছে। এটা আমাদের জন্য অনেক ভালোলাগার। আমি চাই সারিকা নিয়মিত অভিনয়ে থাকুক। তাতে আমরাও আরো ভালো ভালো নাটক দর্শককে উপহার দিতে পারব।’ সকাল আহমেদ জানান, নাটকটি ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে সারিকা আজ দেবব্রত রনির পরিচালনায় ‘গার্লফ্রেন্ড শুধু গিফট চায়’ নাটকের কাজে ব্যস্ত থাকবেন। কক্সবাজারে সারিকা সাজর জাহানের নির্দেশনায় একটি সাত পর্বের ধারাবাহিক (বিপরীতে মোশাররফ করিম), একটি খণ্ড নাটক (বিপরীতে তাহসান), দীপু হাজরার নির্দেশনায় দুটি এবং শুভ’র নির্দেশরনায় একটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন। সারিকা জানান বিশেষ বিশেষ দিবস ছাড়াও তিনি এখন অভিনয়ে নিয়মিতই থাকবেন।