আজ থেকে দুরন্তের চতুর্দশ মৌসুম শুরু

দেশের একমাত্র শিশুতোষ এবং অন্যতম পারিবারিক টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত’ পৌঁছে গেছে চতুর্দশ মৌসুমে। আগামীকাল ১০ জানুয়ারি নতুন মৌসুমের অনুষ্ঠান সম্প্রচার শুরু করছে চ্যানেলটি। যেখানে নিয়মিত অনুষ্ঠান ও কার্টুন সিরিজের পাশাপাশি ৪টি নতুন অনুষ্ঠান এবং ২টি নতুন কার্টুন সিরিজ যুক্ত হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় একটি অনলাইন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেলটির অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার, প্রচারিতব্য নতুন ধারাবাহিক পুতুল নাটক ‘লাল কোহিনুর’ নির্মাতা নিমা রহমান, পাপেটিয়ার আর্থার ব্যাপ্টিস্ট মুক্ত, ‘সিসেমি স্ট্রিট বাংলাদেশ’-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম, ধারাবাহিক অনুষ্ঠান ‘ভুলোস্টাইন’-এর পরিচালক মনিরুল হোসেন শিপন ও ফাহিমা আহমেদ চৈতী, অভিনেতা রামিজ রাজু, পাপেটিয়ার শুভঙ্কর দাশ শুভ, ধারাবাহিক অনুষ্ঠান ‘কাট্টুস কুট্টুস’-এর পরিচালক জামাল হোসেন আবির, পাপেটিয়ার সায়মা করিম এবং ডাবিংকৃত অনুষ্ঠানসমুহের নির্বাহী প্রযোজক শাহাদাৎ হোসেন। নাটক ও অনুষ্ঠান সংশ্লিষ্টরা উপস্থিত বক্তারা নতুন মৌসুমের আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এর মধ্যে ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক অনুষ্ঠান ‘ভুলোস্টাইন’। রবি থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন ও ফাহিমা আহমেদ চৈতী।

নানা গল্প নিয়ে একই তারিখে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘কাট্টুস কুট্টুস’। দেখা যাবে রবি থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা এবং বিকাল সাড়ে ৫টায়। অনুষ্ঠানটি পরিচালনা করছেন জামাল হোসেন আবির। নতুন মৌসুমে নতুন ধারাবাহিক পুতুল নাটক ‘লাল কোহিনুর’। প্রচার হবে রোববার থেকে বৃহস্পতিবার, দুপুর ১টা ও রাত ৮টায়। ধারাবাহিকটি পরিচালনা করেছেন নিমা রহমান।‘কাট্টুস কুট্টুস’ ছাড়াও নতুন গল্প নিয়ে থাকছে ‘সিসিমপুর’। প্রচার হবে ১০ জানুয়ারি থেকে প্রতিদিন সকাল ৮টায়। থাকছে রোমাঞ্চকর অভিযান নিয়ে নতুন কার্টুন সিরিজ ‘মার্টিন মর্নিং’। রবি থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় এটি প্রচার হবে। আরও আছে নতুন কার্টুন সিরিজ ‘জিগবি’। শুরু হবে ১৫ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার ও শনিবার বেলা ১১টা ও সন্ধ্যা সাড়ে ৬টায়।

রবিবার, ১০ জানুয়ারী ২০২১ , ২৬ পৌষ ১৪২৭, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪২

আজ থেকে দুরন্তের চতুর্দশ মৌসুম শুরু

বিনোদন প্রতিবেদক |

image

দেশের একমাত্র শিশুতোষ এবং অন্যতম পারিবারিক টেলিভিশন চ্যানেল ‘দুরন্ত’ পৌঁছে গেছে চতুর্দশ মৌসুমে। আগামীকাল ১০ জানুয়ারি নতুন মৌসুমের অনুষ্ঠান সম্প্রচার শুরু করছে চ্যানেলটি। যেখানে নিয়মিত অনুষ্ঠান ও কার্টুন সিরিজের পাশাপাশি ৪টি নতুন অনুষ্ঠান এবং ২টি নতুন কার্টুন সিরিজ যুক্ত হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় একটি অনলাইন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেলটির অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার, প্রচারিতব্য নতুন ধারাবাহিক পুতুল নাটক ‘লাল কোহিনুর’ নির্মাতা নিমা রহমান, পাপেটিয়ার আর্থার ব্যাপ্টিস্ট মুক্ত, ‘সিসেমি স্ট্রিট বাংলাদেশ’-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম, ধারাবাহিক অনুষ্ঠান ‘ভুলোস্টাইন’-এর পরিচালক মনিরুল হোসেন শিপন ও ফাহিমা আহমেদ চৈতী, অভিনেতা রামিজ রাজু, পাপেটিয়ার শুভঙ্কর দাশ শুভ, ধারাবাহিক অনুষ্ঠান ‘কাট্টুস কুট্টুস’-এর পরিচালক জামাল হোসেন আবির, পাপেটিয়ার সায়মা করিম এবং ডাবিংকৃত অনুষ্ঠানসমুহের নির্বাহী প্রযোজক শাহাদাৎ হোসেন। নাটক ও অনুষ্ঠান সংশ্লিষ্টরা উপস্থিত বক্তারা নতুন মৌসুমের আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এর মধ্যে ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক অনুষ্ঠান ‘ভুলোস্টাইন’। রবি থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন ও ফাহিমা আহমেদ চৈতী।

নানা গল্প নিয়ে একই তারিখে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘কাট্টুস কুট্টুস’। দেখা যাবে রবি থেকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা এবং বিকাল সাড়ে ৫টায়। অনুষ্ঠানটি পরিচালনা করছেন জামাল হোসেন আবির। নতুন মৌসুমে নতুন ধারাবাহিক পুতুল নাটক ‘লাল কোহিনুর’। প্রচার হবে রোববার থেকে বৃহস্পতিবার, দুপুর ১টা ও রাত ৮টায়। ধারাবাহিকটি পরিচালনা করেছেন নিমা রহমান।‘কাট্টুস কুট্টুস’ ছাড়াও নতুন গল্প নিয়ে থাকছে ‘সিসিমপুর’। প্রচার হবে ১০ জানুয়ারি থেকে প্রতিদিন সকাল ৮টায়। থাকছে রোমাঞ্চকর অভিযান নিয়ে নতুন কার্টুন সিরিজ ‘মার্টিন মর্নিং’। রবি থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় এটি প্রচার হবে। আরও আছে নতুন কার্টুন সিরিজ ‘জিগবি’। শুরু হবে ১৫ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার ও শনিবার বেলা ১১টা ও সন্ধ্যা সাড়ে ৬টায়।