দেশসেরা চা ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর

ইস্পাহানি মির্জাপুর টানা ষষ্ঠবারের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ হট বেভারেজ (চা) ব্র্যান্ড হওয়ার পুরস্কার জিতেছে। পাশাপাশি সব দেশীয় ও বহুজাতিক ব্র্যান্ডের মধ্যে ‘ওভারঅল বেস্ট ব্র্যান্ড’ ক্যাটাগরিতে তৃতীয় শীর্ষস্থানের স্বীকৃতি লাভ করেছে ইস্পাহানি মির্জাপুর। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও নিয়েলসেনের-এর যৌথ উদ্যোগে এবং এআইইউবি-এর সহযোগিতায় এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

কোভিড-১৯ পরিস্থিতির জন্য এবারের ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠানটি পুরোপুরি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। নিয়েলসেনের বিশ্বমানের জরিপ পদ্ধতি ‘উইনিং ব্র্যান্ডস’ অনুসারে এ জরিপ পরিচালিত হয়। এবার দেশজুড়ে প্রায় সাত হাজার ছয়শ’ ভোক্তা এ জরিপে অংশ নেন। উল্লেখ্য, ইস্পাহানি টি লিমিটেডের সবচেয়ে জনপ্রিয় চা-এর ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর। এছাড়া ইস্পাহানি টি লিমিটেডের ব্লেন্ডার’স চয়েস প্রিমিয়াম টি ও জেরিন প্রিমিয়াম টি এ দেশের জনপ্রিয় চা ব্র্যান্ড। এ উপলক্ষে ইস্পাহানি মির্জাপুর সব ভোক্তা, ক্রেতা, অংশীদার এবং শুভাকাক্সক্ষী তাদের নিরন্তর আস্থা, সহযোগিতা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ জানায়।

সোমবার, ১১ জানুয়ারী ২০২১ , ২৭ পৌষ ১৪২৭, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪২

দেশসেরা চা ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

ইস্পাহানি মির্জাপুর টানা ষষ্ঠবারের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ হট বেভারেজ (চা) ব্র্যান্ড হওয়ার পুরস্কার জিতেছে। পাশাপাশি সব দেশীয় ও বহুজাতিক ব্র্যান্ডের মধ্যে ‘ওভারঅল বেস্ট ব্র্যান্ড’ ক্যাটাগরিতে তৃতীয় শীর্ষস্থানের স্বীকৃতি লাভ করেছে ইস্পাহানি মির্জাপুর। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও নিয়েলসেনের-এর যৌথ উদ্যোগে এবং এআইইউবি-এর সহযোগিতায় এবারের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

কোভিড-১৯ পরিস্থিতির জন্য এবারের ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২০’ অনুষ্ঠানটি পুরোপুরি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। নিয়েলসেনের বিশ্বমানের জরিপ পদ্ধতি ‘উইনিং ব্র্যান্ডস’ অনুসারে এ জরিপ পরিচালিত হয়। এবার দেশজুড়ে প্রায় সাত হাজার ছয়শ’ ভোক্তা এ জরিপে অংশ নেন। উল্লেখ্য, ইস্পাহানি টি লিমিটেডের সবচেয়ে জনপ্রিয় চা-এর ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর। এছাড়া ইস্পাহানি টি লিমিটেডের ব্লেন্ডার’স চয়েস প্রিমিয়াম টি ও জেরিন প্রিমিয়াম টি এ দেশের জনপ্রিয় চা ব্র্যান্ড। এ উপলক্ষে ইস্পাহানি মির্জাপুর সব ভোক্তা, ক্রেতা, অংশীদার এবং শুভাকাক্সক্ষী তাদের নিরন্তর আস্থা, সহযোগিতা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ জানায়।