সম্পত্তির বিরোধের জেরে পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক পুলিশ সদস্য নিরীহ মানুষজনকে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগি পরিবার। ওই পুলিশ সদস্যের হাত থেকে পরিত্রাণ পেতে গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জেলার গোমস্তাপুর ইউনিয়নের রাধানগর গ্রামের মো. ইসমাইল দেওয়ান। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ উত্থাপন করে বলেন, দীর্ঘ কয়েক বছর যাবৎ রাজশাহী সিআইডিতে কর্মরত পুলিশ কনস্টেবল শেখ আনারুল ইসলামের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আদালতে মামলা চলমান রয়েছে। পরবর্তীতে বিবাদীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালত, গোমস্তাপুর অঞ্চলে সিআর-৪৩২/১৮ ধারায় মামলা দায়ের করা হয়।

এর পরিপ্রেক্ষিতে শেখ আনারুল ইসলাম চাকরিকালে এ বিরোধের জের ধরে কুড়িগ্রাম জেলার ভূরাঙ্গামারী থানায় ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর ৩০২/২০১/৩৪ দ.বি ধারায় আমিসহ আমার স্ত্রীকে জড়িয়ে মামলা, বগুড়া জেলার ধুনট থানায় ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি ৩০২/৩৪ দ.বি ধারায় এবং পরবর্তীতে ভোলা জেলার বোরহান উদ্দিন থানায় ২০১৯ সালের ৮ জানুয়ারি আরেকটি মিথ্যা মামলা দায়ের করে।

সোমবার, ১১ জানুয়ারী ২০২১ , ২৭ পৌষ ১৪২৭, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪২

চাঁপাইনবাবগঞ্জে

সম্পত্তির বিরোধের জেরে পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক পুলিশ সদস্য নিরীহ মানুষজনকে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগি পরিবার। ওই পুলিশ সদস্যের হাত থেকে পরিত্রাণ পেতে গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জেলার গোমস্তাপুর ইউনিয়নের রাধানগর গ্রামের মো. ইসমাইল দেওয়ান। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ উত্থাপন করে বলেন, দীর্ঘ কয়েক বছর যাবৎ রাজশাহী সিআইডিতে কর্মরত পুলিশ কনস্টেবল শেখ আনারুল ইসলামের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আদালতে মামলা চলমান রয়েছে। পরবর্তীতে বিবাদীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালত, গোমস্তাপুর অঞ্চলে সিআর-৪৩২/১৮ ধারায় মামলা দায়ের করা হয়।

এর পরিপ্রেক্ষিতে শেখ আনারুল ইসলাম চাকরিকালে এ বিরোধের জের ধরে কুড়িগ্রাম জেলার ভূরাঙ্গামারী থানায় ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর ৩০২/২০১/৩৪ দ.বি ধারায় আমিসহ আমার স্ত্রীকে জড়িয়ে মামলা, বগুড়া জেলার ধুনট থানায় ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি ৩০২/৩৪ দ.বি ধারায় এবং পরবর্তীতে ভোলা জেলার বোরহান উদ্দিন থানায় ২০১৯ সালের ৮ জানুয়ারি আরেকটি মিথ্যা মামলা দায়ের করে।