বরিশালে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় কৃষিতে বিরূপ প্রভাব

পৌষের শেষেও দক্ষিণাঞ্চলে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে অনেক ওপরে থাকায় কৃষি ব্যবস্থায় কিছুটা বিরূপ পরিস্থিতি দেখা দেবার আশঙ্কা করা হচ্ছে। অথচ পৌষে শুরুতেই এ অঞ্চলে তাপমাত্রা ছিল স্বাভাবিকের প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস নিচে। আর গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৩১-৩২ ডিগ্রির কাছে রয়েছে। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি বেশি। এমনকি সর্বনিম্ন তাপমাত্রাও ১৫-১৭ ডিগ্রির আশে পাশে রয়েছে। যা স্বাভাবিকের চেয়ে ৩-৫ ডিগ্রি পর্যন্ত বেশি। ফলে গমসহ শীতকালীন সব্জির উৎপাদনে বিরূপ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন মাঠ পর্যায়ের কৃষিবীদরা।

আবহাওয়া বিভাগ অবশ্য চলতি মাসে সারা দেশের মতো দক্ষিণাঞ্চলেও ২/১টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারী করে রেখেছিল। এমনকি তাপমাত্রার পারদ ৪-৬ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কার কথা বলা হয়েছিল। কিন্তু শুক্রবার বরিশালে সর্বেচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েচে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা আগেরদিন ছিল ৩০.৮ ডিগ্রি। এমনকি শুক্রবার সকালে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে সকালের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণাঞ্চলে কোন শীত অনুভুত হয়নি। বরংচ যারা একটু গরম কাপাড় পড়ে কাজে গেছেন তারা ঘেমে বাড়ি ফিরেছেন।

আবহাওয়া বিভাগ থেকে অবশ্য উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করার কথা জানিয়ে মৌসুমী স্বাভবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানান হয়েছে। ফলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার কথাও বলা হয়েছে। পাশাপাশি গতকাল সকালের পরবর্তি ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পাওয়া ছাড়াও মধ্যরাত থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলেও জানান হয়েছে। তবে এ সময়ে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনে তা সামান্য হ্রাস পাবার কথা বলা হয়েছে।

আরও খবর
কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কাগজে আছে বাস্তবে নেই
গজারিয়ায় হত্যাকাণ্ডের ১০ ঘণ্টার ব্যবধানে রহস্য উদঘাটন গ্রেফতার ৩
সবজিসহ কাঁচাপণ্য বহনে রেলে চালু হচ্ছে লাগেজ ভ্যানের স্টপিজ
খুলনায় গরুর ক্ষুরা রোগ কমেছে দুধ মাংস
নিখোঁজের ১১ মাস পর প্রেমিকের সেপটিক ট্যাংকে প্রেমিকার মরদেহ
রাস্তার ৭০ ভাগ সম্পন্ন ২ ব্যক্তির বাধায় ব্যর্থ গ্রামবাসীর উদ্যোগ
সাতক্ষীরায় সড়কে হত ২, আহত ১০
সাতক্ষীরায় ডায়রিয়ার প্রাদুর্ভাব ১২ শয্যায় ভর্তি শতাধিক
চারঘাট বাজারের আধিপত্য বিবাদে সংঘর্ষ : নিহত ১
৭ দিনেও আইনি নোটিশের জবাব দেয়নি কর্তৃপক্ষ
রাজশাহী বিভাগে করোনায় মৃত্যু ২
ঝিনাইদহে ১৪ বছর পর চালু সরকারি শিশু হাসপাতাল

সোমবার, ১১ জানুয়ারী ২০২১ , ২৭ পৌষ ১৪২৭, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪২

বরিশালে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় কৃষিতে বিরূপ প্রভাব

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

পৌষের শেষেও দক্ষিণাঞ্চলে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে অনেক ওপরে থাকায় কৃষি ব্যবস্থায় কিছুটা বিরূপ পরিস্থিতি দেখা দেবার আশঙ্কা করা হচ্ছে। অথচ পৌষে শুরুতেই এ অঞ্চলে তাপমাত্রা ছিল স্বাভাবিকের প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস নিচে। আর গত কয়েক দিন ধরে তাপমাত্রা ৩১-৩২ ডিগ্রির কাছে রয়েছে। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি বেশি। এমনকি সর্বনিম্ন তাপমাত্রাও ১৫-১৭ ডিগ্রির আশে পাশে রয়েছে। যা স্বাভাবিকের চেয়ে ৩-৫ ডিগ্রি পর্যন্ত বেশি। ফলে গমসহ শীতকালীন সব্জির উৎপাদনে বিরূপ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছেন মাঠ পর্যায়ের কৃষিবীদরা।

আবহাওয়া বিভাগ অবশ্য চলতি মাসে সারা দেশের মতো দক্ষিণাঞ্চলেও ২/১টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারী করে রেখেছিল। এমনকি তাপমাত্রার পারদ ৪-৬ ডিগ্রি সেলসিয়াসে নামার আশঙ্কার কথা বলা হয়েছিল। কিন্তু শুক্রবার বরিশালে সর্বেচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েচে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা আগেরদিন ছিল ৩০.৮ ডিগ্রি। এমনকি শুক্রবার সকালে বরিশালে সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে সকালের পর থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণাঞ্চলে কোন শীত অনুভুত হয়নি। বরংচ যারা একটু গরম কাপাড় পড়ে কাজে গেছেন তারা ঘেমে বাড়ি ফিরেছেন।

আবহাওয়া বিভাগ থেকে অবশ্য উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করার কথা জানিয়ে মৌসুমী স্বাভবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানান হয়েছে। ফলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার কথাও বলা হয়েছে। পাশাপাশি গতকাল সকালের পরবর্তি ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পাওয়া ছাড়াও মধ্যরাত থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে বলেও জানান হয়েছে। তবে এ সময়ে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনে তা সামান্য হ্রাস পাবার কথা বলা হয়েছে।