বড়পর্দা নয়, নতুন ছবি ওটিটি প্ল্যাটফর্মে চান অমিতাভ

বড়পর্দায় নয়। ওটিটি প্ল্যাটফর্মেই ছবি রিলিজ করতে চান অমিতাভ বচ্চন এবং পরিচালক সুজিত সরকার। তাদের নতুন ছবি ‘শুবাইট’ সম্পর্কে এমনই কথা শোনা যাচ্ছে। কেন এমন সিদ্ধান্ত নিলেন সুজিত এবং অমিতাভ? ২০১৯ সালে ‘শুবাইট’-এর কাজ শুরু করেছিলেন তারা। সুজিত বারবার বলেছেন, তার এই ছবিতে অমিতাভ নাকি জীবনের সেরা অভিনয়টা করেছেন। তা হলে এমন ছবি বড়পর্দায় নয় কেন? অনেকেই বলছেন, এর পিছনে রয়েছে ওটিটি প্ল্যাটফর্মের বিরাট অঙ্কের টাকার প্রস্তাব। এর আগে সুজিত-পরিচালিত ‘গুলাবো সীতাবো’ ছবিটিও মুক্তি পেয়েছিল অ্যামাজন প্রাইমে। সেখানে অমিতাভ ছাড়াও ছিলেন আয়ুষ্মান খুরানা। বিপুল অঙ্কে সেই ছবি বিক্রি হয় ওটিটি প্ল্যাটফর্মে। তাতেই নাকি এমন সিদ্ধান্ত নেয়ার কথা ভেবেছেন তারা। বড়পর্দার দিন ফুরিয়ে আসছে, ওটিটি বা ডিজিটাল মাধ্যমই সিনেমার ভবিষ্যৎ বলে দীর্ঘ দিন ধরেই দাবি করছে ওয়াকিবহাল মহল। কথাটা যে খুব ভুল নয়, তা আবারও প্রমাণিত বিগ বি-অভিনীত ছবির এমন গতিপ্রকৃতি দেখে। আগামী দিনে খান-রা এবং বলিউডের অন্য মেগা-তারকারাও যে এমন সিদ্ধান্ত নিতে চলেছেন, তারও স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। ‘শুবাইট’ তাই সেই পথে হাঁটলে অবাক হওয়ার কিছু নেই। ‘গুলাবো সীতাবো’ মুক্তির সময় দেশে কোভিড পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। কিন্তু এরপরও যদি একই ট্রেন্ড চলতে থাকে, তা হলে বুঝতে হবেÑ সিনেমার ভবিষ্যৎ সম্পর্কে এক প্রকার নিশ্চিতই।

সোমবার, ১১ জানুয়ারী ২০২১ , ২৭ পৌষ ১৪২৭, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪২

বড়পর্দা নয়, নতুন ছবি ওটিটি প্ল্যাটফর্মে চান অমিতাভ

বিনোদন প্রতিবেদক |

image

বড়পর্দায় নয়। ওটিটি প্ল্যাটফর্মেই ছবি রিলিজ করতে চান অমিতাভ বচ্চন এবং পরিচালক সুজিত সরকার। তাদের নতুন ছবি ‘শুবাইট’ সম্পর্কে এমনই কথা শোনা যাচ্ছে। কেন এমন সিদ্ধান্ত নিলেন সুজিত এবং অমিতাভ? ২০১৯ সালে ‘শুবাইট’-এর কাজ শুরু করেছিলেন তারা। সুজিত বারবার বলেছেন, তার এই ছবিতে অমিতাভ নাকি জীবনের সেরা অভিনয়টা করেছেন। তা হলে এমন ছবি বড়পর্দায় নয় কেন? অনেকেই বলছেন, এর পিছনে রয়েছে ওটিটি প্ল্যাটফর্মের বিরাট অঙ্কের টাকার প্রস্তাব। এর আগে সুজিত-পরিচালিত ‘গুলাবো সীতাবো’ ছবিটিও মুক্তি পেয়েছিল অ্যামাজন প্রাইমে। সেখানে অমিতাভ ছাড়াও ছিলেন আয়ুষ্মান খুরানা। বিপুল অঙ্কে সেই ছবি বিক্রি হয় ওটিটি প্ল্যাটফর্মে। তাতেই নাকি এমন সিদ্ধান্ত নেয়ার কথা ভেবেছেন তারা। বড়পর্দার দিন ফুরিয়ে আসছে, ওটিটি বা ডিজিটাল মাধ্যমই সিনেমার ভবিষ্যৎ বলে দীর্ঘ দিন ধরেই দাবি করছে ওয়াকিবহাল মহল। কথাটা যে খুব ভুল নয়, তা আবারও প্রমাণিত বিগ বি-অভিনীত ছবির এমন গতিপ্রকৃতি দেখে। আগামী দিনে খান-রা এবং বলিউডের অন্য মেগা-তারকারাও যে এমন সিদ্ধান্ত নিতে চলেছেন, তারও স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। ‘শুবাইট’ তাই সেই পথে হাঁটলে অবাক হওয়ার কিছু নেই। ‘গুলাবো সীতাবো’ মুক্তির সময় দেশে কোভিড পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। কিন্তু এরপরও যদি একই ট্রেন্ড চলতে থাকে, তা হলে বুঝতে হবেÑ সিনেমার ভবিষ্যৎ সম্পর্কে এক প্রকার নিশ্চিতই।