রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি নিহত ১

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের মধ্যে গুলিবিনিময়ে একজন নিহত ও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং চাকমারকুলক্যাম্পে সি-ব্লকের বাসিন্দা হোসেন আলীর ছেলে নুর হাকিম (২৮)। গতকাল ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে চাকমারকুল ক্যাম্পে এ ঘটনা ঘটে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানিয়েছে, তোহা বাহিনী ও আরেক তদলের মধ্যে কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপী গুলিবিনিময় হয়েছে। এতে অন্তত ২০ জন আহত ও নুর হাকিম নামে এক ব্যক্তি নিহত হয়।

এ তথ্য নিশ্চিত করে হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ এপিবিএনের পরিদর্শক মনির হোসেন জানান, ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় একজন মারা গেছেন ও ২০ জন আহত হয়েছেন। আহতদেরউদ্ধার করে সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি জানান, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি এবং টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সহকারী কর্মকর্তা (সিআইসি) সাধনা ত্রিপুরা বলেন, শিবিরে গোলাগুলির ঘটনায় একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

আরও খবর
এলপি গ্যাসের দাম ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করবে
করোনা সংক্রমণ ও মৃত্যুহার কমছে
বঙ্গবন্ধুর ১০ জানুয়ারির ভাষণে দেশ পরিচালনার সব দিকনির্দেশনা ছিল প্রধানমন্ত্রী
১৩২টি দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে রায় দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী
বঙ্গবন্ধুর খুনিসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল
ট্রাম্পের অপসারণ চান ৫৭ শতাংশ আমেরিকান
দেশে করোনায় একদিনে মৃত্যু ২৫ শনাক্ত ১০৭১
যে অভিযোগ আনা হয়েছে সেটা বস্তুনিষ্ঠ নয়
ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার
চালের দাম বৃদ্ধির কারণ মজুদদারি
পিকে হালদারের সঙ্গে সংশ্লিষ্ট আরও ৪ জনকে দুদকে তলব
জকিগঞ্জ রহিমপুর খালের পাম্প হাউজ চার বছর ধরে বন্ধ

সোমবার, ১১ জানুয়ারী ২০২১ , ২৭ পৌষ ১৪২৭, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪২

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি নিহত ১

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের মধ্যে গুলিবিনিময়ে একজন নিহত ও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং চাকমারকুলক্যাম্পে সি-ব্লকের বাসিন্দা হোসেন আলীর ছেলে নুর হাকিম (২৮)। গতকাল ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে চাকমারকুল ক্যাম্পে এ ঘটনা ঘটে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানিয়েছে, তোহা বাহিনী ও আরেক তদলের মধ্যে কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘণ্টাব্যাপী গুলিবিনিময় হয়েছে। এতে অন্তত ২০ জন আহত ও নুর হাকিম নামে এক ব্যক্তি নিহত হয়।

এ তথ্য নিশ্চিত করে হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ এপিবিএনের পরিদর্শক মনির হোসেন জানান, ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় একজন মারা গেছেন ও ২০ জন আহত হয়েছেন। আহতদেরউদ্ধার করে সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি জানান, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি এবং টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সহকারী কর্মকর্তা (সিআইসি) সাধনা ত্রিপুরা বলেন, শিবিরে গোলাগুলির ঘটনায় একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।